একই অঙ্গে এতো রূপ!
১১ মার্চ ২০২৩, ১০:৫৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম

তিনি কখনো সেনাবাহিনীর ক্যাপ্টেন, ডিবি পুলিশের কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের শীর্ষ অফিসার আবার কখনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিতেন। কমপক্ষে ৫০টি পরিচয় আছে তার। আছে এসব পরিচয়ের সমর্থনে কাগজপত্রও। যদিও তার সবই ভুয়া। দীর্ঘদিন ধরে তিনি প্রতারণা করে লোকজনের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে আসছিলেন। লোক ঠকিয়ে আসছেন সমানে।
র্যাব সদর দপ্তরের কর্মকর্তা পরিচয়ে এক বিএনপি নেতাকে তুলে নেওয়ার হুমকি দেন তিনি। ওই বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে মাঠে নামে এলিট বাহিনী র্যাব। অতঃপর আসল র্যাবের হাতেই ধরা পড়েন ওই ভুয়া র্যাব কর্মকর্তা। গ্রেফতার রিয়াদ বিন সেলিমের (২৪) বাড়ি চট্টগ্রামের পটিয়া পৌরসভায়। বাসা নগরীর চান্দগাঁও থানার হাজীরপোল এলাকায়। গতকাল শনিবার র্যাবের পক্ষ থেকে তার নানা অপকর্মের তথ্য দেয়া হয়।
র্যাব জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা ইউনিটের (ডিবি) একজন ঊর্দ্ধতন কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি চালাতেন রিয়াদ। গাড়ি চালাতে গিয়ে একসময় নিজেই ‘ডিবি অফিসার’ সেজে বসলেন ওই চালক। শুরু হল তার প্রতারণার রকমফের। থানায় ও বিভিন্ন সংস্থায় গিয়ে তদবির, মামলা গ্রেফতারের হুমকি দিয়ে অর্থ আদায় করতে লাগলেন। প্রকৃত ডিবি অফিসার বদলি হয়ে চট্টগ্রাম ছাড়েন। কিন্তু তার গাড়িচালক প্রতারণা ছাড়তে পারলেন না।
সর্বশেষ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে র্যাব পরিচয়ে গ্রেফতারের হুমকি দেয়ার পর বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। র্যাব কর্মকর্তারা জানান, একজন ডিবি অফিসারের পারসোনাল গাড়ির চালক থাকা অবস্থায় প্রতারণা শুরু করেন রিয়াদ। বছর তিনেক আগে তিনি বদলি হয়ে সিএমপি থেকে চলে যান। এরপর রিয়াদ আরও জোরেশোরে প্রতারণায় নামেন। ডিবি অফিসারের গাড়িচালক হিসেবে রিয়াদ বিভিন্ন থানায় অবাধে যাতায়াত করতেন। ভুক্তভোগী লোকজনকে টাকার বিনিময়ে বিভিন্ন সহযোগিতা করতেন। পুলিশের বিভিন্ন সংস্থায়ও পরিচয়ের সুযোগ ব্যবহার করে তদবির করতেন। একপর্যায়ে তদবিরই তার পেশা হয়ে যায়। নিজেকে ডিবি অফিসার পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা-পয়সা নেওয়া শুরু করেন।
সেনা কর্মকর্তা পরিচয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের আওতাধীন ঠিকাদারদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ ছাড়া বাড়ি পটিয়ায় হওয়ায় এস আলম গ্রুপের শীর্ষ কর্মকর্তা পরিচয় দিয়েও প্রতারণা করেন। লোকজনকে চাকরি দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রভাষক এবং প্রকৌশলী সেজেও প্রতারণা করেন বেশ কয়েকজনের সঙ্গে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে মফস্বল পর্যায়ের কয়েকজন ‘সংবাদকর্মীকে’ সচিবালয়ে প্রবেশের সুযোগ করে দেওয়ার কথা বলে টাকা আদায় করেন সেলিম।
সেনাবাহিনীর ক্যাপ্টেন পদবির একটি ভুয়া পরিচয়পত্র তৈরি করে সেটিকে প্রতারণার কাজে লাগান। তার কাঁধে থাকত সেনাবাহিনীর নির্ধারিত রঙের একটি ব্যাগ। এসব পরিচয় একাধিকবার ব্যবহার করে টাকা-পয়সা হাতানোর পর কৌশল পাল্টে র্যাবের কর্মকর্তা সেজে বসেন। র্যাবের নির্ধারিত সিরিয়ালের একটি মোবাইল নম্বর সংগ্রহ করেন। সেই নম্বর দিয়ে র্যাবের মনোগ্রাম ব্যবহার করে হোয়াটস অ্যাপে একটি অ্যাকাউন্টও তৈরি করেন। তাতে পরিচয় লেখা হয়- এডি অপারেশন্স, র্যাব হেডকোয়ার্টার।
বিএনপি নেতা আবু সুফিয়ানকে র্যাব কর্মকর্তা পরিচয়ে হোয়াটস অ্যাপে মেসেজ পাঠিয়ে মামলা ও গ্রেফতারের হুমকি দেন। একইভাবে দলটির আরও কয়েকজন নেতা এবং জনপ্রতিনিধিকে রিয়াদ হয়রানি করেছে বলে তথ্য পেয়েছে র্যাব। এছাড়া র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে অনলাইনে বিভিন্ন পণ্যের অর্ডার দিয়ে বিনামূল্যে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে তার মোবাইলে। তার কাছ থেকে সেনাসদস্যরা ব্যবহার করেন এমন রঙ ও আকৃতির ব্যাগ, ইয়াবা এবং অন্তত ৫০টি ভুয়া পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তারা।
প্রতারণা করে অঢেল সম্পদের মালিক হয়েছেন রিয়াদ। স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। তার বিরুদ্ধে নগরীর চকবাজার থানায় নারী নির্যাতনের মামলাও রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ১৯ মামলার আসামি ‘ভটা চোর’ আবারও গ্রেপ্তার

সাভারে শুরু হয়েছে 'বাংলাদেশ অ্যামেচার ওপেন ২০২৫' গলফ টুর্নামেন্ট

দৈনিক ইনকিলাবের বিরল উপজেলা সংবাদদাতার নিউজ পাঠানোর অনুমতি প্রত্যাহার

মির্জাপুরে যুব মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ

ইবিতে গোল টেবিল বৈঠক, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি

আ.লীগ নিষিদ্ধ ও আজহারের মুক্তির দাবীতে প্রতিবাদ সভা করলো জাস্টিস ফর জুলাই ইউকে

আজ ছাগলনাইয়া সফরে আসছেন পীর সাহেব চরমোনাই

গৃহপরিচারিকা নির্যাতন কান্ডে এবার আদালতের মুখোমুখি পরীমণি

ঘাটাইলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

তালায় ভ্রাম্যমাণ আদালতে কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিককে ১০ দিনের জেল !

মির্জাপুরে দলীয় কার্যালয়ের রেলিং ভেঙে নীচে পড়ে ৪ নেতাকর্মী আহত

মমেক হাসপাতালে দালাল উৎপাত, র্যাবের অভিযানে ১৪ জনকে কারাদন্ড

গফরগাঁওয়ে ভয়াবহ কালবৈশাখী ঝড়

রামগড়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

সিলেটের পাহাড়-টিলা রক্ষায় প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে মানববন্ধন

শ্রমিক দিবসে রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া থেকে অ্যাপ-ভিত্তিক রেমিটেন্স সহজ করতে কুইকসেন্ডের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সালথায় বন্দুক ও তাজা কার্তুজ উদ্ধার

অস্ট্রেলিয়া থেকে অ্যাপভিত্তিক রেমিটেন্স সহজ করতে কুইকসেন্ডের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি