ইয়াহিয়ার নিয়ন্ত্রণের বাইরে রাজনৈতিক পরিস্থিতি
১৪ মার্চ ২০২৩, ১১:১২ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ০৫:২০ পিএম

আজ ১৫ মার্চ। ১৯৭১ সালের অগ্নিঝরা এই দিনে ঢাকাসহ পূর্ব পাকিস্তানের বিভিন্ন শহরে সভা, সমাবেশ, মিছিল, মিটিং চলতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহŸানে সব অফিস-আদালতে চলে কর্মবিরতি। সরকারি ও বেসরকারি অফিস, ঘরবাড়ি এমনকি যানবাহনে ওড়ানো হয় কালো পতাকা। সামরিক বাহিনীর নয়াবিধি জারির প্রতিবাদে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশে ছাত্ররা বাংলাদেশকে স্বাধীন বলে ঘোষণা দেন। প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রাজনৈতিক পরিস্থিতি।
একাত্তরের উত্তাল এই দিনে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক সমাবেশে আ স ম রব ঘোষণা করেন, বাংলাদেশ আজ স্বাধীন। আমাদের উপর সামরিক বিধি জারি করার ক্ষমতা কারও নেই। বাংলাদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই চলবে। এ দিন খুলনায় আয়োজিত সমাবেশে ছাত্র সমাজের নেত্রী হাসিনা বানু শিরিন বলেন, স্বাধিকার আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরাও যুদ্ধ করতে প্রস্তুত।
এদিকে পূর্ব পাকিস্তানের পাশাপাশি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক মহলেও বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি আরও জোরালো হয়ে ওঠে। আন্দোলনের ঝড় বয়েছে ঢাকাসহ দেশব্যাপী। প্রত্যন্ত এলাকা থেকে সংগ্রাম পরিষদ গঠনের খবর আসে।
এ দিন হেলালে ইমতিয়াজ খেতাব বর্জন করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন। তার পথ অনুসরণ করে শিল্পী, বুদ্ধিজীবীরা তাদের রাষ্ট্রীয় সম্মাননা বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ দিন নিজেদের খেতাব বর্জনের ঘোষণা দেন সাংবাদিক, সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন এবং অধ্যাপক মুনীর চৌধুরী।
এছাড়া এ দিন চট্টগ্রামে অনুষ্ঠিত হয় শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকদের বিশাল সমাবেশ। অধ্যাপক আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মমতাজ উদদীন আহমেদ, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সৈয়দ আলী আহসান, সাংবাদিক ন‚র ইসলাম প্রমুখ। ১৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে অসামরিক প্রশাসন চালু রাখার লক্ষ্যে ৩৫টি বিধি জারি করেন।
দেশের চলমান আন্দোলনের প্রতি র্সর্বাত্মক সমর্থন ব্যক্ত করে বাংলাদেশ চিকিৎসক সমিতিও এ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সভায় মিলিত হয়। সভায় ডা. আবদুল মান্নান, ডা. এসএম রব, ডা. আশফাকুর রহমান, ডা. টি আলী, ডা. গাজী আবদুল হক, ডা. নাজমুন নাহার, ডা. সরোয়ার আলী, ডা. মোদাচ্ছের আলী প্রমুখ বক্তৃতা করেন এবং মিছিলও বের করা হয়। আওয়ামী লীগ ও স্বাধীন বাংলার কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা দেশব্যাপী অসহযোগ আন্দোলন এবং সংগ্রাম সঠিকভাবে পরিচালনার জন্য ৩৫ দফার যে নির্দেশনামা জারি করেন, তার বাস্তবায়ন মনিটর করার জন্য দেশের সব অঞ্চলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়।
একাত্তরের এ দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে জনগণের প্রতি যে কোনো ত্যাগ ও কষ্ট শিকার করে দীর্ঘস্থায়ী সংগ্রাম চালিয়ে নেওয়ার আহŸান জানান। একই সঙ্গে তিনি জীবনযাত্রার জন্য অত্যাবশ্যকীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পরিদর্শক দলের প্রতি আহŸান জানিয়ে বলেন, মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
এ দিন বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। তবে ইয়াহিয়ার ঢাকায় আগমন ছিল গোপনে।#
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার: ড. মুহাম্মদ ইউনূস

কানাডায় জাতীয় নির্বাচন, ভোটগ্রহণ ২৮ এপ্রিল

অসহিষ্ণু রাজনৈতিক চর্চা আমরা পুনরায় দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ

গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত নয়, ধৈর্য ধরে দায়িত্ব পালন করুন: সেনাপ্রধান

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬১ ফিলিস্তিনি

মধ্যরাতে মহাসড়কে গাছ ফেলে বাসে ডাকাতি

কর্ণফুলীতে ‘অপারেশন ডেভিল হান্টে’ অভিযানে আ.লীগ নেতা আটক

গণহত্যা, গুম, খুন যারা করেছে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না তাদেরকে- এমরান চৌধুরী

আমাদের মধ্যে বিভেদ তৈরি করে প্রশাসন সুযোগ নিচ্ছে: জয়নুল আবদিন ফারুক

সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল লুট

চেক ডিজঅনার : সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ

বিগত স্বৈরতন্ত্রের সংবিধানের বদল হতেই হবে

বাংলাদেশ-চায়না চেম্বারে প্রশাসক নিয়োগ

ডিমের লোকসান ঘোচাতে স্বল্প সুদে ঋণসহ ৬ প্রস্তাব

লিপি খান ভরসার হাইকোর্টে জামিন

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : সাইফুল আলম

পাঁচ দফা দাবি : নাটোরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তাদের মানববন্ধন

বাউবিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার বিতরণ

স্ত্রীসহ মির্জা আজমের সম্পদ জব্দ, ৩১ ব্যাংক হিসাবে ৩ কোটি টাকা অবরুদ্ধ

নেত্রকোনায় পাহারাদারকে হত্যা করে গরু লুট : আরো ৫ ডাকাত গ্রেফতার