সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করব না

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৪ মার্চ ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:২২ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে কোন সংলাপ করবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা আগে বলেছি যে, তার (প্রধানমন্ত্রী) সঙ্গে সংলাপ করব না। তিনি তো কথাই রাখেন না। সেজন্য আমরা একবারও ডায়ালগের কথা বলিনি। যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে ২০১৮ সালের নির্বাচনের আগে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে জেলে আটকে রাখে তাদের সঙ্গে আমরা কী সংলাপ করব? ওই মামলায় প্রত্যেককে সাত দিনের মধ্যে জামিন দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয়নি।

গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে গত সোমবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কোনো চাপেই’ তার সরকারের কিছু আসে যায় না বলে মন্তব্য করেন; এছাড়া আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে কোনো ধরনের সংলাপের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেন। ২০১৮ সালের নির্বাচনের আগে সংলাপ করে কী লাভ হয়েছে, সে প্রশ্নও তিনি তোলেন।
সংবাদ সম্মেলনে সংলাপ নিয়ে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যকে ‘সত্যের অপালাপ’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ২০১৮ সালের ওই নির্বাচনের বিভিন্ন অভিজ্ঞতাও তিনি তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৮ সালে নির্বাচনের আগে সংলাপের ফল কী? আমাদেরও প্রশ্ন- হুয়াট ওয়াজ দ্য রেজাল্ট। তিনি প্রধানমন্ত্রী- যেভাবেই আসুক। আমাদের সকলের সামনে মিটিংয়ে অঙ্গীকার করেছিলেন যে, নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন পর্যন্ত পুলিশ আর গ্রেফতার করবে না, মামলা দেবে না। কিন্তুতার বক্তব্যের তিন দিন পর থেকে সারাদেশে পুলিশি নির্যাতনে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরা পালাতে যেতে বাধ্য হয়। ঘরে থাকতে পারেনি, রাস্তায়ও থাকতে পারেনি। আমার এলাকায় আমি গেছি সেখানে আমার গাড়ির উপরে আক্রমণ হয়েছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।

তিনি বলেন, নির্বাচনের ৭/৮ দিন আগ থেকে সেখানে নতুন নতুন প্লট তৈরি করা হয়েছে। তারা (ক্ষমতাসীনরা) যে নির্বাচনী অফিস তৈরি করেছিল সেগুলো তারা নিজেরাই আগুন লাগিয়ে, মোটরসাইকেল পুড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এটা শুধু আমার এলাকায় নয়, সারাদেশে সব জায়গায় করা হয়েছে। এসবের পরও আজকে যদি শেখ হাসিনা বলেন যে, হুয়াট ওয়াজ দ্য রেজাল্ট। রেজাল্ট তো ইউ নো, ওয়াট হ্যাড ইউ ডান।

বিএনপি মহাসচিব বলেণ, তারপরে কী করে উনি (প্রধানমন্ত্রী) আশা করেন তিনি সরকারে থাকবেন আর দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে। একা বিএনপি তো নয়, আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো কেন বলছে যে, এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না? এমন কী সিপিবি তারা পর্যন্ত বলেছে যে, নির্বাচনে যাওয়া যাবে না। এই বিষয়গুলো যখন তিনি বলেন, তখন তিনি চূড়ান্তভাবে সত্যের অপালাপ করেন। জনগণের সঙ্গে প্রতারণা করেন, জনগণকে বিভ্রান্ত করেন এবং তিনি একটা প্রচÐরকম দাম্ভিকতায় ভুগছেন যে, তিনি গণতন্ত্রের যে বেসিক কথা- সেই বেসিক কথাগুলো থেকে উনি বাইরে চলে যাচ্ছেন।

আর কোন ছাড় নয় হুশিয়ারি করে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, আমরা তার আগে সংলাপ নাকচ করে দিয়েছি। এতে অবশ্যই অবশ্যই এবং আগামী নির্বাচন শুধু অনিশ্চিত নয়- আওয়ামী লীগ দায়ী হবে আগামী নির্বাচনে যদি আরও খারাপ কিছু ঘটে। আমরা আর ছাড় দেব না, এদেশের মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমার কথা বলছি না। চলেন না বের হই একসঙ্গে-লেটস গো-আউট, টক টু দ্য পিপলস, ফারমার্স, রিকশাপুলার্স। নিরপেক্ষভাবে চলেন, আপনি ইনভেস্টিগেশন করেন- দেখবেন মানুষ কী বলে। পিপল ওয়ান্ট আ চেঞ্জ। দিস ইজ ট্রæথ।

সংবাদ মাধ্যমগুলোকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আপনারা অনেক কিছু করতে পারেন। এদেশে মিডিয়া যা করেছে, মিডিয়ার জন্য পরিবর্তনটা অনেক ত্বরান্বিত হয়েছে। চিন্তা করেন এরশাদের পতনের কথা। পত্রিকা বন্ধ করে দিলেন আপনারা। তারপরে সেটা অনেক এগিয়ে গেল। আমরা সব মানুষ কি চাটুকার হয়ে যাব? সব মানুষ কি স্বার্থপর হয়ে যাবে? সব মানুষ কি আমরা নিজের স্বার্থটা ছাড়া আর কিছুই দেখব না? সেলফ সেন্সরশিপ করতেই থাকব? আমরা তো মরে যাব কয়েকদিন পরে। দিস ইজ ইওর কান্ট্রি- এটা মনে রাখতে হবে।

এই ইসি কোন ইসি? প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, যে নির্বাচন কমিশন বলেছে যে, আমার (ইসি) কোনো দায় নেই যে, অন্যান্য দলগুলো আসলো কি আসলো না। তাকে কি আমি নির্বাচন কমিশন বলব? তার কী দায়-দায়িত্ব আছে বলব? জনগণের কথা চিন্তা করেও তো বিএনপি নির্বাচন কমিশনে যেতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, আমরা জনগণের কথা চিন্তা করেই তো এই দাবিগুলো বলছি। আমরা তো বলছি না যে বিএনপিকে ক্ষমতায় বসাও। আমরা বলেছি নির্বাচনের পরিবেশ তৈরি কর, একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি কর। আমরা তো এখনই বলছি না যে, আমাদের আপনারা এখনই ক্ষমতায় বসিয়ে দেন। আমরা বলছি যে, নির্বাচন সুষ্ঠুভাবে, সমানভাবে, সমান অধিকার নিয়ে করতে পারি- সেই জিনিসটা চাচ্ছি। আপনি একদিকে আমার সমস্ত লোকদেরকে ধরে ধরে জেলে নেবেন, আপনি মিটিংয়ের মধ্যে আক্রমণ করবেন, মারবেন। আপনি শান্তির সমাবেশ করবেন আর আমাকে মারতে মারতে ঢুকায় দেবেন- এটা তো লেভেল প্লেয়িং ফিল্ড না।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের পরিবেশটা কোথায়? বলেন। ম্যাডামকে (খালেদা জিয়া) জেলে রাখবেন। উনাকে ছাড়েন। মামলাগুলো সব প্রত্যাহার করেন। নির্বাচন পরিবেশ তৈরি করেন। তখন আপনি বলবেন, এখন কেনো যাচ্ছেন না। তার আগে একথা আপনি বলতে পারেন না।

অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও সমবায় কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
আরও

আরও পড়ুন

ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার

ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার

সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ

পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ

হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান

হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের

স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা

স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা

সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি

সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি

পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি

গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি

ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত

ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া

বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া

প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা

প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা

ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০

ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০

যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক

যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক

বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ

বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ

হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন

হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন

ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ

ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫