গণতন্ত্র ফিরিয়ে দিন, অন্যথায় সামনে বিপদ অপেক্ষা করছে
১৮ মার্চ ২০২৩, ১০:৪৩ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ০৯:১৯ পিএম

সরকারের উদ্দেশ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, সময় থাকতে সচেতন হোন। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণকে রেহাই দিন। গণতন্ত্র ফিরিয়ে দিন। সুশাসন ও ন্যায়বিচার কায়েম করুন। অন্যথায় সামনে বিপদ অপেক্ষা করছে। জনগণের মনোভাব বুঝার চেষ্টা করুন। তাহলে সঠিক উত্তর ও পন্থা পেয়ে যাবেন। ক্ষমতায় টিকিয়ে থাকার লোভ বিপদের কারণ হতে পারে। অতীত অভিজ্ঞতা তাই বলে। গতকাল শনিবার রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আহমদ বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। কথায় কথায় মারামারি-খুনাখুনি। সবার মধ্যে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ দ্বারা ছাত্রছাত্রী নির্যাতন-অনৈতিক কর্মকা- অহরহ ঘটছে। সরকারি পৃষ্ঠপোষকতায় ইয়াবা ব্যবসায়ীরা আলিশান জীবন-যাপন করছে। তারা ধরাছোঁয়ার বাইরে।
তিনি বলেন, দেশে ঢুকছে বিপুল অবৈধ অস্ত্র, সরকারের চৌকস পুলিশ বাহিনী জানে না এমন হতে পারে না। আর যদি সরকার জানে এমন হচ্ছে তবে কেন এই অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না? পুলিশের তথ্য অনুযায়ী দেড় লাখ অস্ত্রের হালনাগাদ তথ্য নেই। অথচ ২০১৮ সালে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে দিনের ভোট রাতে বেলা সম্পন্ন করেছিল। পুলিশ ও র্যাব জানে অবৈধ অস্ত্র কোথায় আছে। দেরিতে হলেও এই অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ নিতে হবে।
এলডিপি’র প্রেসিডেন্ট বলেন, কিছুদিন পূর্বেও আমি বলেছিলাম ঋণ খেলাপিরা অর্থনীতি ধ্বংস করবে। এখন দেখি ঋণ খেলাপি আরও বৃদ্ধি পেয়েছে। মধ্যবিত্ত ও গরিবের টাকা লুণ্ঠন করছে। দেশে এখন লুটপাটের প্রতিদ্বন্দ্বিতা চলছে। সরকারের মোট ঋণ সাড়ে ১৩ লাখ কোটি টাকা। বর্তমান অর্থবছরে সুদ বাবদ ব্যয় হবে ৭৩ হাজার কোটি টাকা। সুদে বিপুল অর্থ ব্যয়ের কারণে রাজস্ব হ্রাস পাচ্ছে। আমদানি-রপ্তানি হ্রাস পাচ্ছে। টাকার অবমূল্যায়ন ২৬ শতাংশ হয়েছে। এ সবকিছু বিবেচনা করলে বুঝা যায় অর্থনৈতিক অবস্থা সুখকর নয়।
কর্নেল অলি বলেন, বায়ুদূষণ-ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন মহানগরে আন্তর্জাতিক মানদ- অতিক্রম করেছে। আগামী ৬ বছর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ঢাকা প্রায় সময় বায়ুদূষণে ১নং অবস্থানে আছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আবহাওয়া, অবৈধ অস্ত্র ও নাজুক অর্থনৈতিক পরিস্থিতি কাউকে ছাড় দেবে না।
তিনি আরো বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সর্বনি¤œ পর্যায়ে। দুর্নীতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। আমরা কি এই ধরনের স্বাধীন দেশ কায়েম করার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। যুবসমাজকে কোনো সদুত্তর দিতে পারি না। তাদের জন্য আমরা কী দৃষ্টান্ত সৃষ্টি করছি। কী ধরনের দেশ তাদের আমরা দিয়ে যাচ্ছি- ক্ষণিকের জন্য রেষারেষি ভুলে গিয়ে আসুন সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার সুফল জনগণের জন্য নিশ্চিত করি।
সভাপতির বক্তব্যে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ বলেন, পৃথিবীর কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগও পারবে না। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে চলে না। গত ১৪ বছর ধরে তারা দুর্নীতি ও চাপাবাজি করে ক্ষমতায় টিকে আছে। আগামীতে এই সরকার আর টিকতে পারবে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এড. এসএম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রফেসর মোছা. কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

কসবায় চাচাতো ভাইকে হত্যায় অভিযুক্ত শাউন ঢাকায় গ্রেফতার

”ঢাবিতেও গেলাম, জাবিতেও গেলাম, তোমাদের মত আন্তরিকতা কোথাও পেলাম না।”

নারায়ণগঞ্জে ডাকাত সোহান গ্রুপের অত্যাচারে অতিষ্ট ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে : প্রাণিসম্পদ উপদেষ্টা

ডুরার নতুন কার্যনির্বাহী কমিটি : সভাপতি আবির, সম্পাদক জহির

রাজশাহীর চারঘাটে ককটেল বিস্ফোরন ও ভাংচুর

জুলাই আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান

হারানো এলাকা রশিয়াকে ছাড়তে প্রস্তুত ইউক্রেন: মার্কিন দূত

ডিমলায় বিদ্যুতের তাড়ে জড়িয়ে কৃষকের মৃত্যু

সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ৭ হাজার কোটি টাকা লোকসান! চাপে এয়ার ইন্ডিয়া

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

পূবাইলে শাকিলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব সমাজ ও সংস্কৃতির বিকাশ সাধনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে --অধ্যাপক মাহফুজুর রহমান

সোনারগাওয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজশাহীতে সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়েছে দুর্বত্তরা

কসবায় ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ঢাকায় গ্রেপ্তার

'আমিন আমিন' ধ্বনীতে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের ইজতেমা

গ্লোবাল লেবার ডে সামিট অনুষ্ঠিত

শিল্পের নামে জিয়াউর রহমানকে কলঙ্কিত করার ব্যর্থ চেষ্টা, টুইটারে ভাইরাল সাজু খাদেমের ভিডিও