সীতাকুন্ডে অক্সিজেন ও কল-কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত
১৮ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৭:২০ পিএম

চট্টগ্রাম সীতাকু-ের কদমরসুল এলাকায় অবস্থিতত সীমা অক্সিজেন লিমিটেডের মালিক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেফতার পূর্বক তার কোমরে দড়ি বেধে মানহানি করার প্রতিবাদে অক্সিজেন কারখানা ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান, বিএসবিআরএ নেতৃবৃন্দ ও শিল্প পুলিশের ত্রিপক্ষীয় বৈঠকে সন্তোষজনক আশ্বাসের প্রেক্ষিতে প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। এদিন রাত পৌনে ৮টায় এ বিষয়ে উভয় পক্ষের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হযেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, সীতাকু-ের সীমা অক্সিজেন কারখানায় সম্প্রতি দুর্ঘটনার পর মামলা এবং সব শেষে সীমা গ্রুপের মালিক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেফতারের পর তার সাথে এক পুলিশ সদস্য যে আচরণ করেছেন তাতে বিএসবিআরএ নেতৃবৃন্দ ক্ষুব্দ হয়েছেন। স্বনামধন্য একজন ব্যবসায়ীর সাথে এমনটি হওয়া উচিত নয় বলে তারা মনে করেন।
তিনি বলেন, ইতিমধ্যে অজ্ঞতাবশত যে পুলিশ সদস্য বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। এমনটি যেন আর ভবিষ্যতেও না হয় সে বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হবে। আমাদের এ আশ্বাসের পর তারা অক্সিজেন ও অন্যান্য কারখানা অনির্দ্বিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা এবং গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে যে মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা ছিল তা তারা স্থগিত করেছেন। এদিকে জেলা প্রশাসকের বক্তব্যকে সমর্থন জানিয়ে বিএসবিআরএর পক্ষে এসময় কথা বলেন সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম রিংকু।
তিনি বলেন, কোন মালিক চায় না তার কারখানায় কোনো দুর্ঘটনা হউক। ঘটনার পরও সীমার মালিক কিন্তু পালিয়ে যায়নি। ঘটনার পর তিনি কয়েক ঘণ্টার মধ্যে নিহত পরিবারের মাঝে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছেন। কিন্তু তার পরেও তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয় তাকে কোমরে দড়ি বেঁধে আদালতে নেয়ার বিষয়টি মোটেও কাম্য নয়। এ কারণেই আমরা সবাই ক্ষুব্ধ হয়েছি এবং অক্সিজেন ও অন্যান্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়ে ছিল। এখন জেলা প্রশাসক মহোদয় ও শিল্প পুলিশ আমাদের সাথে কথা বলেছেন। তারা আমাদের শিল্প সচল রাখতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং দোষী পুলিশ সদস্যকে ক্লোজড করাসহ ব্যবস্থা নেয়া হয়েছে। তাই আমাদের কর্মসূচি স্থগিত করেছি।
শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সোলাইমান বলেন, অজ্ঞতা বশত সেদিন একজন পুলিশ সদস্য সীমা অক্সিজেন লিমিটেডের মালিকের কোমরে দড়ি বেধে নিয়ে যান। তাকে সাথে সাথে আমরা শোকজ করেছি। পরবর্তীতে ক্লোজড করে তদন্ত করা হচ্ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে পুলিশ সদস্যরা আরো সচেতন হয়ে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলমসহ বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নেতা মাস্টার আবুল কাসেম প্রমুখ।
প্রসঙ্গত গত ৪ মার্চ সীতাকু- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরে অবস্থিত সীমা অক্সিজেনে প্ল্যান্টে দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। এরপর এক ভুক্তভোগি সীমার মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে সীতাকু- মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সীমার মালিক পক্ষ নিহত প্রত্যেককে পরিবারের মাঝে ১০ লাখ টাকা, যাদের অঙ্গহানি হয়েছে তাদের ৫ লাখ টাকা ও আহতদের ২ লাখ করে ক্ষতিপূরণ দিয়েছেন। কিন্তু ঐ মামলায় সীমার মালিক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেফতার করে তার কোমরে দড়ি বেধে আদালতে নিয়ে যায় শিল্প পুলিশ। একজন শিল্পপতির মানহানি করায় সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এদিকে গত বৃহস্পতিবার বাংলাদেশ শিপব্রেকার্স এন্ড রি-সাইক্লার্স এসোসিয়েশন এক জরুরি বৈঠকে এ ঘটনার প্রতিবাদে অনির্দ্বিষ্টকালের জন্য সকল অক্সিজেন ও শিল্প কারখানা বন্ধ ঘোষণা করা হলেও গত শুক্রবার সন্ধ্যায় সেই ঘোষণা আবার প্রত্যাহার করে নেয় বাংলাদেশ শিপব্রেকার্স এন্ড রি-সাইক্লার্স এসোসিয়েশন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

চিরিরবন্দরে শেষ মূর্হুতে জমে উঠছে ঈদের কেনাকাটা

উত্তরা আব্দুল্লাহপুরে বিআরটিএ‘র ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা প্রবাসী জাতীয়তাবাদী পরিষদ আমিরাতের উদ্যোগে ইফতার মাহফিল

ইহুদি সেনার পাশবিক নির্যাতনের বর্ণনা দিলেন অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালক

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ‘জেল বন্দি’ ইমরান খান

তবে কি সংস্কারের পুকুরে ডুবছে নতুন স্বাধীনতা?

তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন ওলমো

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সরকার ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল

ভারতপন্থী ও বিরোধীদের সংঘর্ষে অগ্নিগর্ভ নেপাল, নিহত ২
বোনাস পাওয়ার যোগ্য আমরা নই: গার্দিওলা

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য স্পেনের

কুমিল্লার একজন উপদেষ্টার কথায় সেখানকার এসপি-ওসিরা ওঠা-বসা করছে : রিজভী

গফরগাঁও থানা শাখা হেফাজত ইসলাম বাংলাদেশ কমিটি গঠন

বাংলাদেশের সাবেক কোচ এখন নেপালের দায়িত্বে

শান্তিপূর্ণভাবে গ্রিনল্যান্ড দখল করবে যুক্তরাষ্ট্র, জানালেন ভাইস প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় চালের বাজার অস্থিতিশীল: দাম বেড়েছে কেজিতে ১০টাকা পর্যন্ত

এমন বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী : এ্যানি

সুন্দরগঞ্জে চোরাই গরুসহ দুই চোরকে পুলিশে সোপর্দ

ফিলিস্তিনকে সমর্থন জানানোয় বহিষ্কার, আদালতে রক্ষা পেলেন ছাত্রী