সীতাকুন্ডে অক্সিজেন ও কল-কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত

Daily Inqilab সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

১৮ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৭:২০ পিএম

চট্টগ্রাম সীতাকু-ের কদমরসুল এলাকায় অবস্থিতত সীমা অক্সিজেন লিমিটেডের মালিক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেফতার পূর্বক তার কোমরে দড়ি বেধে মানহানি করার প্রতিবাদে অক্সিজেন কারখানা ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান, বিএসবিআরএ নেতৃবৃন্দ ও শিল্প পুলিশের ত্রিপক্ষীয় বৈঠকে সন্তোষজনক আশ্বাসের প্রেক্ষিতে প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। এদিন রাত পৌনে ৮টায় এ বিষয়ে উভয় পক্ষের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হযেছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, সীতাকু-ের সীমা অক্সিজেন কারখানায় সম্প্রতি দুর্ঘটনার পর মামলা এবং সব শেষে সীমা গ্রুপের মালিক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেফতারের পর তার সাথে এক পুলিশ সদস্য যে আচরণ করেছেন তাতে বিএসবিআরএ নেতৃবৃন্দ ক্ষুব্দ হয়েছেন। স্বনামধন্য একজন ব্যবসায়ীর সাথে এমনটি হওয়া উচিত নয় বলে তারা মনে করেন।

তিনি বলেন, ইতিমধ্যে অজ্ঞতাবশত যে পুলিশ সদস্য বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। এমনটি যেন আর ভবিষ্যতেও না হয় সে বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হবে। আমাদের এ আশ্বাসের পর তারা অক্সিজেন ও অন্যান্য কারখানা অনির্দ্বিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা এবং গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে যে মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা ছিল তা তারা স্থগিত করেছেন। এদিকে জেলা প্রশাসকের বক্তব্যকে সমর্থন জানিয়ে বিএসবিআরএর পক্ষে এসময় কথা বলেন সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম রিংকু।

তিনি বলেন, কোন মালিক চায় না তার কারখানায় কোনো দুর্ঘটনা হউক। ঘটনার পরও সীমার মালিক কিন্তু পালিয়ে যায়নি। ঘটনার পর তিনি কয়েক ঘণ্টার মধ্যে নিহত পরিবারের মাঝে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছেন। কিন্তু তার পরেও তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয় তাকে কোমরে দড়ি বেঁধে আদালতে নেয়ার বিষয়টি মোটেও কাম্য নয়। এ কারণেই আমরা সবাই ক্ষুব্ধ হয়েছি এবং অক্সিজেন ও অন্যান্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়ে ছিল। এখন জেলা প্রশাসক মহোদয় ও শিল্প পুলিশ আমাদের সাথে কথা বলেছেন। তারা আমাদের শিল্প সচল রাখতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং দোষী পুলিশ সদস্যকে ক্লোজড করাসহ ব্যবস্থা নেয়া হয়েছে। তাই আমাদের কর্মসূচি স্থগিত করেছি।

শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সোলাইমান বলেন, অজ্ঞতা বশত সেদিন একজন পুলিশ সদস্য সীমা অক্সিজেন লিমিটেডের মালিকের কোমরে দড়ি বেধে নিয়ে যান। তাকে সাথে সাথে আমরা শোকজ করেছি। পরবর্তীতে ক্লোজড করে তদন্ত করা হচ্ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে পুলিশ সদস্যরা আরো সচেতন হয়ে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলমসহ বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নেতা মাস্টার আবুল কাসেম প্রমুখ।

প্রসঙ্গত গত ৪ মার্চ সীতাকু- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরে অবস্থিত সীমা অক্সিজেনে প্ল্যান্টে দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। এরপর এক ভুক্তভোগি সীমার মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে সীতাকু- মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সীমার মালিক পক্ষ নিহত প্রত্যেককে পরিবারের মাঝে ১০ লাখ টাকা, যাদের অঙ্গহানি হয়েছে তাদের ৫ লাখ টাকা ও আহতদের ২ লাখ করে ক্ষতিপূরণ দিয়েছেন। কিন্তু ঐ মামলায় সীমার মালিক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেফতার করে তার কোমরে দড়ি বেধে আদালতে নিয়ে যায় শিল্প পুলিশ। একজন শিল্পপতির মানহানি করায় সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এদিকে গত বৃহস্পতিবার বাংলাদেশ শিপব্রেকার্স এন্ড রি-সাইক্লার্স এসোসিয়েশন এক জরুরি বৈঠকে এ ঘটনার প্রতিবাদে অনির্দ্বিষ্টকালের জন্য সকল অক্সিজেন ও শিল্প কারখানা বন্ধ ঘোষণা করা হলেও গত শুক্রবার সন্ধ্যায় সেই ঘোষণা আবার প্রত্যাহার করে নেয় বাংলাদেশ শিপব্রেকার্স এন্ড রি-সাইক্লার্স এসোসিয়েশন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

পানির সংকট

পানির সংকট

নীতি ও দুর্নীতির লড়াই

নীতি ও দুর্নীতির লড়াই

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু