১৫ ডিসেম্বর অসৌজন্য আচরণ ৩ দিন আগেই অব্যাহতি!
১৯ মার্চ ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ১০:১৩ পিএম
অব্যাহতিপত্রে অসৌজন্য আচরণের অভিযোগ উল্লেখ করা হয়েছে গত ১৫ ডিসেম্বর। অথচ এর তিনদিন আগেই উক্ত অভিযোগের ভিত্তিতে চাকরি থেকে অব্যাহতিপত্র দেয়া হয়েছে দুইজন শিক্ষককে। এ ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা আক্তার ও সারা হুদার ক্ষেত্রে। এ দু’জন শিক্ষকসহ উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানটির আরো ৬ জন শিক্ষক ও একজন কর্মচারীসহ মোট ৯ জনকে অব্যাহতি দেয়া হয় প্রায় ভিন্ন ধরনের অভিযোগ এনে। গত বছরের ১২ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের স্বাক্ষরে একসাথে ৮ জন শিক্ষকসহ ৯ জনকে অব্যাহতি দেয়া হয়। এর মধ্যে ৪ জন শিক্ষক এমপিওভুক্ত। তাদেরকে সাময়িক বরখাস্তের কথা উল্লেখ করা হয়। হঠাৎ করেই ৯ জন শিক্ষকের অব্যাহতি কিংবা অনুপস্থিতে সেখানে শিক্ষার্থীদের পাঠদানে বিঘœ ঘটছে। এছাড়া এ ঘটনায় প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলার আশঙ্কাসহ চরম অসন্তোষ বিরাজ করছে। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চাকরি ফিরে পেতে ভুক্তভোগী শিক্ষকগন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন। প্রতিষ্ঠানটির আইসিটি শিক্ষক শফিকুর রহমান জাল সনদে ও ভুয়া নিয়োগে চাকরি করছেন দাবি করে তার ব্যাপারে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর, দুর্নীতি দমন কমিশন, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দফতরে লিখিত আবেদন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, স্কুলটির কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি শেখ বজলুর রহমান। যিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগেরও সভাপতি। গত বছরের শেষ দিকে তিনি স্কুলটির পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন। তিনি নির্বাচিত হবার দ্বিতীয় সভাতেই ৯ জনকে অব্যাহতি দেয়া হয়। এরা হলেন, এমপিওভুক্ত সহকারী শিক্ষক মো: মোকাররম হোসেন, এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষক মো: সাজেদুল হক, সহকারী শিক্ষক আতাউর রহমান ভুইয়া, এমপিওভুক্ত সহকারী শিক্ষক নাহিদ রোকসানা, সারা হুদা, দিলরুবা আক্তার রোকেয়া সুলতানা এবং এমপিওভুক্ত পিয়ন আব্দুল বাতেন মিয়া। প্রত্যেকের অব্যাহতিপত্রে প্রায় একই ধরনের অভিযোগ আনা হয়।
তবে এ ব্যাপারে জানতে চাইলে থানা শিক্ষা অফিসার রাজু আহমেদ বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি যে, ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি তার প্রথম কিংবা দ্বিতীয় সভাতেই ৯ জনের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন, ওই স্কুলের বিষয়টি সম্পূর্ণ আলাদা। তাদের অভ্যন্তরীন কোনো কোন্দল কিংবা রেষোরেষি থাকতে পারে। যদিও আমি নিশ্চিত করে বলতে পারছি না। বোর্ডকে জিজ্ঞোস করতে হবে। আর এ বিষয়টি মাউশি থেকে তদন্ত করলে ভালো হতো।
জানতে চাইলে স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি শেখ বজলুর রহমান ইনকিলাবকে বলেন, তাদের সাময়িক বরখান্ত করা হয়েছে। একইসাথে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তারা যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারলে চাকরি ফিরে পাবে। তিনি আরো বলেন, স্কুলটিকে শিক্ষকদের মধ্যে গ্রুপিং ছিল দীর্ঘদিন ধরে। আমি এই গ্রুপিং বন্ধ করার জন্য কিছু ব্যবস্থা নিয়েছি। এখানের শিক্ষক হয়েও অনেকে স্কুলবিরোধী কর্মকা-ে লিপ্ত। অনেকেই স্কুলকে টার্গেট করেছে। যে কারণে স্কুলের সুনাম নষ্ট হচ্ছে। আগে আড়াই হাজার শিক্ষার্থী ছিল। এখন হাজারের নিচে। তিনি আরো বলেন, যারা সাময়িক অব্যাহতিরপত্র পেয়েছেন তাদেরকে ডেকে পরামর্শ দেয়া হয়েছে। তারা পরামর্শ মতো চললে সমস্যা হবে না। এছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটি বিষয়টি দেখবেন। অসৌজন্য আচরণের অভিযোগের তিন দিন আগে বরখাস্ত প্রসঙ্গে তিনি বলেন, পরে হয়তো আবারো চিঠি দিয়ে সঠিকভাবে জানানো হয়েছে।
যার স্বাক্ষরে ৯ জন শিক্ষকের অব্যাহিত সেই প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন সরকার বলেন, বিভিন্ন দিনের শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এর মধ্যে এমপিওভুক্তদের সাময়িক এবং খ-কালীনদের স্থায়ী চাকরিচ্যুত করা হয়। এমপিওভুক্ত বাদে যাদের অব্যাহতি দেয়া হয়েছে, তাদের কারো কারো নিয়োগ ছিল মাত্র ৬ মাসের। অথচ তারা দীর্ঘদিন এ প্রতিষ্টানে চাকরি করেছেন। এখন তাদের দিয়ে প্রয়োজনীয় চাহিদা পূরণ হচ্ছে না। এর পরেও ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামি ৬ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিবেন। ৬ মাসের নিয়োগে দীর্ঘবছর চাকুরি করা প্রসঙ্গে তিনি বলেন, এটা আগের কমিটির এখতিয়ার। ১৫ তারিখ অসৌজন্য আচরণের অভিযোগে ১২ তারিখ অব্যাহতি প্রসঙ্গে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এদিকে প্রায় গতানুগতিক অভিযোগ প্রসঙ্গে ভুক্তভোগী শিক্ষকদের দাবি তাদের বিরুদ্ধে চক্রান্ত করে এহেন মিথ্যা অপবাদে অব্যাহতি দেয়া হয়। সঠিক তদন্তে সকল রহস্য বেরিয়ে আসবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা