রূপগঞ্জ থেকে ৭ লাখ টাকায় ভারতে পাচার করা দুই কিশোরী উদ্ধার
১৯ মার্চ ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ১১:২৯ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭ লাখ টাকার বিনিময়ে ভারতে পাচার করা দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর বর্ডার এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কিশোরীরা হলেন- নরসিংদী জেলার মাদবদী থানার সন্তোশ দাসের মেয়ে শিলা রানী ও দিনাজপুর জেলা ও সদর উপজেলার বর্তমানে ভুলতা এলাকার মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া সকাল চন্দ্রের মেয়ে শ্যামলী রানী।
উদ্ধার হওয়া দুই কিশোরী বলেন, আমরা রূপগঞ্জ উপজেলার আউখাব এলাকার এনজেড টেক্সটাইল নামের কারখানায় চাকরি করছিলাম। চাকরির সুবাদে রশিদ নামের যুবকের সাথে আমাদের পরিচয় হয়। গত ১ জানুয়ারি রশিদ আমাদেরকে বিউটি পার্লারে বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চাকুরি দিয়ে বিদেশে পাঠাবে বলে প্রথমে চিটাগাংরোডে নিয়ে যান। পরে সেখানে থাকা নবী মিয়ার সাথে পরিচয় করিয়ে দেন। পরে তারা আমাদেরকে গুলিস্তান বাস স্ট্যান্ডে নিয়ে যান। এরপর তাদের আরেক সহযোগি শাকিলের সাথে পরিচয় করিয়ে দেন। পরে শাকিলসহ ঢাকার বাড্ডা এলাকায় কাগজপত্র করার কথা বলে নিয়ে যান। রাতে বাসে করে যশোর নিয়ে যান। পরে যশোর থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর বর্ডার এলাকা দিয়ে ভারতে পাচার করে দেন। সেখানে গিয়ে জানতে পারি তারা আমাদেরকে খারাপ কাজের উদ্দেশ্যে ভারতের দুইজন লোকের কাছে বুঝিয়ে দিয়ে চলে যায়। আমরা তখন বুঝতে পারি আমাদেরকে ৭ লাখ টাকার বিনিময়ে পাচার করা হয়েছে। বহু কৌশলে তাদের হাত থেকে ভারতের বনগাঁ জেলার মৌসুমপুর বর্ডার এলাকার পরিতোষ এর বাড়িতে গিয়ে আশ্রয় নেই। আশ্রয়কৃতের মোবাইলে আমাদের পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পুলিশ আমাদেরকে ভারত থেকে বিভিন্ন কলাকৌশলে এনে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর বর্ডার এলাকা থেকে উদ্ধার করেন।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, গত ১ জানুয়ারি শিলা রানী ও শ্যামলী রানীকে মানবপাচারকারীরা অপহরণ করে নিয়ে যায়। পরে শ্যামলী রানীর মা মুক্তা রানী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা ও ভুক্তভোগীদের হোয়াটসঅ্যাপে কথা বলার সুত্র ধরে নবী মিয়াকে গ্রেফতার করা হয়। নবী মিয়ার জানানো মতে ঠিকানা থেকে পাচার হওয়া কিশোরী শিলা রানী ও শ্যামলী রানীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরীদের তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। অভিযুক্ত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা
রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮
কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী
১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ
মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ
আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে
ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল
যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত
ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫
যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী
অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ