রোজার আবহাওয়ায় সুবাতাস
২০ মার্চ ২০২৩, ১১:২৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:০৮ এএম
হঠাৎ পাল্টে গেলো আবহাওয়া। গতকাল পর্যন্ত সারা দেশে আকাশজুড়ে মেঘমালার ছায়া এবং ঝিরিঝিরি বৃষ্টির ধারা বজায় থাকে। যা অন্যরকম স্বস্তি ও প্রশান্তি এনে দিয়েছে জনজীবনে। রাজধানী ঢাকাসহ দেশের শহর-নগর-শিল্পাঞ্চল, সড়ক-মহাসড়ক, রাস্তাঘাটে বায়ুদূষণে বিষিয়ে ওঠা অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। ধীরে ধীরে কেটে যাচ্ছে দীর্ঘদিনের খরা-অনাবৃষ্টিতে অসহনীয় রুক্ষ শুষ্ক বৈরী আবহাওয়া। মাহে রমজান অত্যাসন্ন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এ বছর চৈত্র ও বৈশাখ মাসেই পড়ছে রোজার মাস। এটি খরতাপে দহনের মৌসুম।
তবে টানা পাঁচ মাসের খরাদশা কেটে গিয়ে প্রত্যাশিত বৃষ্টিপাতের ফলে গত চার-পাঁচ দিনে আবহাওয়ায় উন্নতি হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। কাটছে খরার দুর্ভোগ ও অস্বস্তি। গত সপ্তাহে চলা তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। এখন তা নেমে এসেছে সর্বোচ্চ ২১ থেকে স্থানভেদে ৩০ ডিগ্রির ঘরে। ফল-ফসল, ফুল-প্রকৃতি ও জীববৈচিত্র্য-রাজ্য যেন মেঘ-বৃষ্টির জাদুর পরশে সজীব-সতেজ হয়ে প্রাণবায়ু ফিরে পেয়েছে। ভিজেছে মাটি। পানির সঙ্কট কমবেশি পরিপূরণ হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশি^ক আবহাওয়া পূর্বাভাস সংস্থাগুলোর দেয়া পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া-প্রকৃতিতে সুবাতাস এবং তা সহনীয় থাকতে পারে এবার রোজার শুরুতেই। তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই। তবে আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের মাত্রা হ্রাস পেতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বজ্রপাত-বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় সংঘটিত হতে পারে। কালবৈশাখীর সঙ্গে থাকবে বৃষ্টি-বাদলের সুশীতল আবহ। পূর্বাভাস মতে, কাঠফাটা রোদের এই চৈত্র মাসে গরমের তীব্রতা যতটা থাকার কথা, এ সময়ে কিছুদিন চলা বর্ষণের জেরে রোজার শুরুর দিকে সেই তুলনায় তাপমাত্রা সহনীয় থাকতে পারে। তবে রোজার দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা ফের বাড়তে পারে।
এদিকে গতকালসহ দু’দিনে প্রায় সারা দেশের প্রতিটি জেলা-উপজেলা, শহর-নগর-গঞ্জে চলতি বছরের রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলীতে ৬১ মিলিমিটার। এ সময়ে ঢাকায় ১৮, রাজশাহীতে ১৯, রংপুরে ২৬, ময়মনসিংহে ২৩, সিলেটে ৩৬, চট্টগ্রামে ৩, খুলনায় ১৯, বরিশালে ১৪, মাদারীপুরে ২৪, গোপালগঞ্জে ৩১, বদলগাছীতে ৪০, তাড়াশে ৩১, দিনাজপুরে ৩০, সৈয়দপুরে ৩৬, নেত্রকোনায় ৫০, শ্রীমঙ্গলে ১৯, হাতিয়ায় ১৬, মংলায় ১৮, সাতক্ষীরায় ৩৭, পটুয়াখালীতে ১৫, টেকনাফে ৩, তেঁতুলিয়ায় ৯ মি.মি.সহ সমগ্র দেশে বর্ষণের ধারায় বর্ষাকালীন অবস্থার তৈরি হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি, বজ্রবৃষ্টির প্রবণতা হ্রাস এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি লঘুচাপের একটি বর্ধিতাংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে পশ্চিমা ও পূবালী বায়ুর সংযোগ ঘটায় বৃষ্টি হচ্ছে।
ঢাকার বায়ুদূষণে ব্যাপক উন্নতি : গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের ফলে ধূলোবালি ও ধোঁয়ার বিষাক্ত দূষণমাত্রা অনেকটাই কমে গেছে। এতে করে সর্দি-জ¦র, কাশি-শ^াসকষ্ট, ডায়রিয়া, চর্মরোগসহ খরাজনিত মৌসুমী বিভিন্ন রোগ-ব্যাধির প্রকোপ কমে আসছে। গতকাল সন্ধ্যা ৬টায় বৈশি^ক বায়ুমান ও দূষণমাত্রার সূচকে (একিউআই) বিশে^র উল্লেখযোগ্য নগরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ছিল ২৪তম। বায়ুমানের সূচকে অবস্থান ছিল ৮৫, যা ‘মাঝারি ধরনের দূষিত’। (‘ভাল’ অবস্থানের চেয়ে কিছুটা অবনতি)। ইতিপূর্বে টানা অনেকদিন রাজধানী ঢাকার বায়ুদূষণ মাত্রা ছিল বিশে^র প্রধান নগরগুলোর মাঝে সর্বশীর্ষে। কয়েকদিনে বর্ষণের সুবাদে ঢাকাসহ দেশের শহর-নগর-শিল্পাঞ্চল এবং রাস্তাঘাট, সড়কে দূষণের ব্যাপকতা এখন কমে এসেছে। পরিবেশ-প্রকৃতি ফের সতেজ হয়েছে। যা জনস্বাস্থ্যের জন্য প্রকৃতিগতভাবে ইতিবাচক। রোজাদারদের জন্যও স্বাস্থ্যকর সুফল বয়ে আনছে।
এক নম্বর নৌ-সতর্কতা : দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
সৈয়দপুরে ৯৫ মি.মি. বৃষ্টিপাত! : গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের উত্তর জনপদের সৈয়দপুরে ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা চলতি বছরে এ যাবৎ সর্বোচ্চ ও অতি ভারী বর্ষণের রেকর্ড। এ সময়ে ফেনীতে ৭৭, দিনাজপুরে ৬০, ডিমলায় ৪৫, নিকলীতে ৪২, বদলগাছীতে ৪০, কুতুববদিয়ায় ৩৪, চট্টগ্রামে ৯, ঢাকায় ৬ মি.মি.সহ দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হয়েছে। সিক্ত হয়েছে ফল-ফসলের মাঠ, বিল, হাওর-বাওড়।
আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত হ্রাস পেতে পারে। এরপরের ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কেরানীগঞ্জে ধলেশ্বরী টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেফতার
হাসিনার সুবিধাভোগী আমলরা যেকোনো সময় প্রকাশ্যে বিদ্রোহ করতে পারে - আবু হানিফ
ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিবে পীর সাহেব চরমোনাই
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা:মামলা হয়নি: নিহতদের লাশ দাফন
ভারত শেখ হাসিনার সকল গুম খুনের সাথে জড়িত- রুহুল কবীর রিজভী
ভেবেছিলাম ২ ওভারের মধ্যেই ওকে ৬-৭বার আউট করব: কনস্টাসকে নিয়ে বুমরাহ
বিএনপি নেত্রী কারাবরণ করেছেন আওয়ামী লীগ নেত্রী পালিয়েছেন -ড. ফরিদ
বিশ্বকে হতভম্ব করে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রদর্শন চীনের
লৌহজংয়ে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি খননযন্ত্র মালিককে জরিমানা
ই-সিগারেটের আমদানি নিষেধাজ্ঞা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে অংশীজনদের স্মারকলিপি
আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন
পেকুয়ায় বৃহত্তর ঐতিহাসিক মাহফিল থেকে জাতীয় ঐক্যের ডাক আজাহারী
মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকবার্তা বাইডেনের
কংগ্রেস-আপ দ্বন্দ্ব': ইন্ডিয়া জোটের নেতৃত্বে আসবেন মমতা?
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হওয়া দুর্নীতির বিচার হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মানবজমিন সম্পাদক মতিউর রহমানকে সম্মাননা জানালো সোনারগাঁও প্রেসক্লাব
ভারতে আরও কমলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
প্রচারের নেশা! তুষারঝড়ের মধ্যে বিকিনি পড়ে শুট তরুণীর
বাংলাদেশি কমিউনিটির চার জন পেলেন এথনিক প্রেস কাউন্সিল এওয়ার্ড