জিডির দু’দিন পর ডিজাইনার ইমতিয়াজের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
২০ মার্চ ২০২৩, ১১:২৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:২৫ পিএম
রাজধানীর কলাবাগান থাকায় নিখোঁজের সাধারণ ডায়েরি করার দু’দিন পর ডিজাইনার ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়ার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় সিরাজদিখান থেকে। তাও আবার অজ্ঞাত হিসেবে। এর পর লাশট শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে দাফন করা হয়। কিন্তু নিখোঁজ ব্যবসায়ী ইমতিয়াজের পরিবারের ডিজি আমলে নেয়নি পুলিশ। এ নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ক্ষুব্ধ ইমতিয়াজের স্ত্রী ফাহমিদা আক্তার সাংবাদিকদের বলেন, জিডির তদন্ত কর্মকর্তা সব সময় বলেছেন, তদন্ত চলছে। তিনি কী তদন্ত করেছেন, সেটি তিনিই বলতে পারবেন। স্বামী খুন হলেন, যখন জানলাম তখন তার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন হয়ে গেছে। সেই তথ্যও পুলিশ আমাদের জানাতে পারেনি। তিনি আরো বলেন, এত দিন স্বামীকে খুঁজে পাওয়ার জন্য যুদ্ধ করেছি। এখন যুদ্ধ করছি তার লাশ ফিরে পাওয়ার। যারা তার স্বামীকে হত্যা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ফাহমিদা।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী সিরাজদিখান সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন থানায় ছবিসহ বিস্তারিত জানিয়ে বার্তা পাঠানো হয়। বার্তা পাঠানোর পর অনেক লাশের পরিচয়ও পাওয়া যায়। তবে সব সময় সঠিকভাবে ‘সিস্টেম’ হয়তো কাজ করে না। এ ক্ষেত্রেও এমনটিই হয়তো হয়েছে।
ইমতিয়াজ নিখোঁজের জিডির তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই মহিদুল ইসলাম বলেন, নিখোঁজের জিডি হওয়ার পর থেকে তিনি ঘটনাটি গুরুত্ব দিয়েই তদন্ত করেছিলেন। তাহলে সিরাজদিখানে লাশ উদ্ধার হলেও তা নজরে এল না কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়ে সিরাজদিখান থানা পুলিশের কোনো বার্তা পাওয়া যায়নি।
সিঙ্গাপুর থেকে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করে এসে ঢাকার তেজগাঁওয়ে অফিস খুলে ঘরের অঙ্গসজ্জার পরামর্শক হিসেবে কাজ করছিলেন ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া। কিছু ডিজাইনের প্রিন্ট বের করার জন্য গত ৭ মার্চ বেলা ১টার দিকে তেজগাঁওয়ের কুনিপাড়ার বাসা থেকে ফার্মগেটের উদ্দেশে বেরিয়েছিলেন। এরপর আর তার খোঁজ পায়নি পরিবার। পরদিন ইমতিয়াজ নিখোঁজের কথা জানিয়ে কলাবাগান থাকায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তখন পরিবারের পক্ষ থেকে থানা– পুলিশের কাছে দৌড়াদৌড়ি চলতে থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। যদিও পরদিনই মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি ঝোপের ভেতর থেকে ইমতিয়াজের লাশ উদ্ধার হয়। লাশ উদ্ধারের পর আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা করে সিরাজদিখান থানার পুলিশ। তা কাজে না আসায় পরদিন ৯ মার্চ লাশটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে দাফন করা হয়। এর মধ্যে ছবিসহ লাশের বিস্তারিত বিবরণ তুলে ধরে বিভিন্ন থানায় বার্তা পাঠায় সিরাজদিখান থানা পুলিশ। কিন্তু তা আর নজরে আসেনি কলাবাগান থানার।
ইমতিয়াজের পরিবারের সূত্রে জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশনে ইমতিয়াজ নিখোঁজের বিষয়ে প্রতিবেদন সম্প্রচারিত হলে ১০ দিন পর পরিবার জানতে পারে, ইমতিয়াজ মোহাম্মদ (৪৫) খুন হয়েছেন। সিরাজদিখানে যে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়েছে, তা ইমতিয়াজের।
সিরাজদিখান থানার তথ্য মতে, ইমতিয়াজের লাশটি পাওয়া গিয়েছিল ঝোপের মধ্যে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। মুখ থেঁতলে দেয়ার চেষ্টা করেছিল খুনিরা। ইমতিয়াজকে হত্যার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা হয়েছে। ইমতিয়াজকে কারা নিয়েছিলেন, সে বিষয়ে তদন্তের অগ্রগতি জানতে চাইলে কলাবাগান থানার এসআই মহিদুল ইসলাম বলেছেন, ইমতিয়াজ খুনের ঘটনায় সিরাজদিখান থানায় হত্যা মামলা হয়েছে। খুনের মামলার তদন্ত তারাই করছে। তদন্তের অগ্রগতি নিয়ে টঙ্গিবাড়ী সিরাজদিখান সার্কেলের এএসপি মোস্তাফিজুর বলেন, এখন পর্যন্ত এই হত্যার ঘটনায় বলার মতো কোনো অগ্রগতি নেই। তবে আশা করছি, শিগগিরই এই হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী