রমজানে মাঠে থাকতে আওয়ামী লীগ নতুন সদস্য সংগ্রহ করবে
২১ মার্চ ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১২:০৫ এএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য সংগ্রহ অভিযান চালাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আসন্ন পবিত্র রমজান মাসজুড়ে সদস্য সংগ্রহ কর্মসূচি গ্রহণ করতে দলটির কেন্দ্র থেকে তৃণমূল জেলা-উপজেলা-পৌরসভা-ইউনিয়ন-গ্রাম) শাখাকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে যেসব জেলায় সম্মেলন করা হয়েছে, সেগুলোতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দিতে বলা হয়েছে। এ ছাড়া বিএনপি জোটের সরকারবিরোধী কর্মসূচির বিপরীতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া এবং তাতে লোক সমাগম বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। দলটির নেতারা জানিয়েছেন, চলতি বছরের শেষ সপ্তাহ কিংবা আগামী বছরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে। নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে দলের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এ ক্ষেত্রে রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন, নতুন সদস্য সংগ্রহ অভিযান হাতে নেওয়া হচ্ছে। এরইমধ্যে ঢাকাসহ অন্যান্য মহানগর, জেলা ও উপজেলা আওয়ামী লীগকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সহযোগী সংগঠনগুলোকেও এ বিষয়ে উদ্যোগী হতে বলা হয়েছে। তবে যেসব এমপি দুর্নীতি-স্বজনপ্রীতি ও নেতাকর্মীদের সঙ্গে দূরত্বের কারণে বিতর্কিত হয়েছেন তাদের ব্যাপারে কিছু বলা হয়নি।
আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ করে বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এবারের জাতীয় নির্বাচনটি আওয়ামী লীগের সবচেয়ে চ্যালেঞ্জ হবে। যুক্তরাষ্ট্রসহ বিদেশীদের চাপের কারণে ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করা যাবে না। এ জন্য প্রত্যেকটি পদক্ষেপ ভেবে-চিন্তে নেওয়ার নির্দেশ দিয়েছেন নেত্রী শেখ হাসিনা। নির্বাচন সামনে রেখে রমজান মাসে রেকর্ড সংখ্যক নতুন সদস্য সংগ্রহের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। সে অনুযায়ী, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ১৫ মার্চ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় বিষয়টি সবার নজরে আনেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওইদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা ছিল। সেখানে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসসহ অন্যান্য কর্মসূচি গুরুত্বের সঙ্গে রমজানে সদস্য সংগ্রহের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রমজান মাসের পবিত্রতা রক্ষার পাশাপাশি সাংগঠনিক কর্মসূচি হিসেবে সদস্য সংগ্রহ করতে হবে। সর্বোচ্চ সদস্য সংগ্রহে অভিযান চলবে মাসব্যাপী। এই অভিযান পরিচালনা করবেন বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা।’
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, আমাদের সদস্য সংগ্রহ কার্যক্রম সারা বছরই চলে, যা এখনও চলমান। রমজান মাসজুড়ে সদস্য সংগ্রহ অভিযান চলবে। এ ছাড়া রোজার কারণে একটু সীমিত হলেও সাংগঠনিক কার্যক্রম ও কর্মকা- স্বাভাবিকভাবে চলবে।
গত ১৫ মার্চের যৌথ সভায় ওবায়দুল কাদের বলেন, যেসব জেলায় সম্মেলন করা হয়েছে, সেগুলোতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে। এর মধ্যে যারা কমিটির নামের তালিকা জমা দেয়নি, তাদের ওপর চাপ প্রয়োগ করতে হবে। যেসব কমিটির নাম জমা দেওয়া হয়েছে, সেগুলো সাংগঠনিক নিয়মে সমাধান করতে হবে। দলের সভাপতিম-লীর সদস্যরা, যুগ্ম সাধারণ সম্পাদকরা ও সাংগঠনিক সম্পাদকরা বসে সবকিছু বিচার-বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে আওয়ামী লীগের একাধিক সাংগঠনিক সম্পাদক জানান, যেসব জেলায় সম্মেলন হয়েছে কিন্তু কমিটি এখনও দেওয়া সম্ভব হয়নি। সেগুলো নিয়ে আমরা কাজ চলছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এপ্রিল মাসের মধ্যেই শুরুর সবগুলো কমিটি ঘোষণা করতে পারবো।’
এদিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সবশেষ আওয়ামী লীগের এক যৌথ সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে। সঙ্গে সঙ্গে নির্বাচন বর্জন ও বানচালের চেষ্টা হলে মোকাবিলা করতে হবে। এ লক্ষ্যে নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের চলমান শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের