চৈত্রের ভোরে রাজশাহীতে ঘন কুয়াশা
২২ মার্চ ২০২৩, ১১:৫৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:০৩ পিএম
রাজশাহীতে কয়েকদিন থেকেই মেঘলা আকাশ ও থেমে থেমে বৃষ্টির পর গত মঙ্গলবার ভোর রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিলো। কুয়াশা ছিল গতকাল বুধবার সকাল ৯টা পর্যন্ত স্থায়ী। এরপর আসতে আসতে কমতে থাকে। এ যেন প্রকৃতির খেয়ালি আচরণ। দেখে মনে হয় যেন শীতের কুয়াশা। মহাসড়কে যানবাহনগুলিকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।
রাজশাহী আবহাওয়া অফিস বলছে- এবছর অনেকটা আগেভাগেই বিদায় নিয়েছে শীত। ফাল্গুনের আগেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ওপরে উঠে গেছে। এই গ্রীষ্মের শুরুতে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ইতোমধ্যে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এরমধ্যে গত ১৬ মার্চ ০ দশমিক ৩ মিলিমিটার এবং ১৯ মার্চ ১৮ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে। যদিও চৈত্র মাসে এমন সময় কুয়াশায় পড়ার ঘটনা বিরল।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রাজীব খান বলেন, গত মঙ্গলবার ভোররাতে হঠাৎ কুয়াশা পড়ে যা গতকাল সকাল ৯টা পর্যন্ত স্থায়ী ছিল। তবে পরে আবার সূর্যের মুখ দেখা যায়। হঠাৎ প্রকৃতির এমন আচরণ কেন? সে সম্পর্কে তিনিও কোনো উত্তর দিতে পারেন নি। তিনি বলেন, গতকাল রাজশাহীতে সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৮ মিনিটে। কিন্তু ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি না। ভোর ৬টায় রাজশাহীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ।
এদিকে, তীব্র তাপদাহের পর ভোরের এমন স্নিগ্ধ কুয়াশায় মন ভরে গেছে। পবিত্র রমজানের দুদিন আগে এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় অনেকেই তৃপ্তি ও প্রশান্তি নিয়ে প্রাতভ্রমণ সেরেছেন। মন খুলে হেঁটেছেন। নাতিশীতোষ্ণ আবহাওয়া সকলের মন জুড়িয়ে দিচ্ছে গরম অস্বস্তিতে থাকা মানুষগুলোকে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোজদার হোসেন জানিয়েছেন, তবে এমন কুয়াশা রাজশাহীর আমের মুকুল ও গুটির জন্য ক্ষতিকর বলে। এমন ঘন কুয়াশা দীর্ঘস্থায়ী হলে আমের মুকুলে ‘পাউডারি মিলডিউ’ নামে এক ধরনের রোগ দেখা দেয়। এতে আমের মুকুল ঝরে পড়ে। যার প্রভাব পড়ে আমের ফলনেও। যদিও এখন রাজশাহীর অধিকাংশ গাছে আমের গুটি চলে এসেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
স্কয়ার গ্রুপের সিইও তপন চৌধুরী খুব স্বস্তিতে আছি
বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট
প্রযোজকের বিরুদ্ধে করা শাকিব খানের মামলা খারিজ
ট্রাকে থাকতেই ডিম ৪ বার হাতবদল হয়’
দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিঠুন
অবন্তী-ক্রোনী গার্মেন্টস শ্রমিকদের বেতনে আদায়ে কমিটি গঠন
আসাদুজ্জামান খানের বিরুদ্ধে দুদকের মামলা
বগুড়ায় বাস মিনিবাস কোচ মালিক সমিতির কোটি কোটি টাকা লোপাটের চাঞ্চল্যকর তথ্য
কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার
রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী প্রয়োজন
দুর্গা ও লক্ষী পুজায় সাতদিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে
বিতর্কিত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
অর্থ আত্মসাতের দায়ে নোয়াখালী মেডিকেলের সাবেক অধ্যক্ষসহ দুজনের নামে দুদকের মামলা
নামমাত্র জামানতে রূপালী ব্যাংকের ৩০৮ কোটি লুট
পিএসসিতে ৪ সদস্য নিয়োগ
বিএনপি নেতার নামে টিসিবি কার্ড সাবেক মেয়র-সচিবসহ তিন জনের নামে মামলা
সভাপতি মোজাফ্ফর সম্পাদক রনি, টংগিবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন।
একটু সময় লাগলেও দ্রব্যমূল্য কমে যাবে : অর্থ উপদেষ্টা
রাষ্ট্র সংস্কারে ১০ প্রস্তাব জামায়াতের
যশোরে ফ্লেক্সিলোডের দোকানে মিলল ১১ বোতল বিদেশি মদ, আটক ২