রমজানে সড়কের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের বিশেষ প্রস্তুতি
২২ মার্চ ২০২৩, ১১:৫৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:১২ পিএম
রমজানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সংশ্লিষ্টদের নিয়ে ইতোমধ্যে দুই দফা বৈঠক করেছেন। সার্বিকভাবে প্রস্তুতি নিতে তিনি ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। রমজান ও ঈদ কেন্দ্রিক বাড়তি চ্যালেঞ্জ নিয়ে সড়কের শৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রাপলিটন পুলিশ- ডিএমপি। গত রোববার ডিএমপি সদর দফতরে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা, দোকান মালিক সমিতি, বাস-মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বিজিএমইএ বিকেএমইএ, ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বলছে, রমজানের সময় সড়কের শৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের বাইরে অন্য পুলিশ সদস্যদেরও সড়কে দায়িত্ব পালনে যুক্ত করা হবে। ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সবাই সড়কে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করবেন।
সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিক দিনেই সড়কের যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। বিশেষ করে অফিসের সময় সকাল ও বিকেলে সড়কে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। যানবাহনের চাপে প্রায় প্রতিটি সিগনালে আটকে থাকতে হয় বাড়তি সময়। এরমধ্যে রমজান মাসে প্রায় বেশিরভাগ মানুষই বিকেলে ইফতারের আগে ঘরে ফিরতে চান। সবার একসঙ্গে ঘরে ফেরার তাড়ায় সড়কে আরও বাড়তি চাপ সৃষ্টি হওয়া স্বাভাবিক।
ডিএমপির ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, স্বাভাবিক দিনেই যানবাহনের চাপ সামলাতে ট্রাফিক বিভাগ হিমশিম খাচ্ছে। আর রমজানে পরিস্থিতি সামলানো আরও চ্যালেঞ্জিং হবে এটাই স্বাভাবিক। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। অবৈধ পার্কিং করে সড়কে প্রতিবন্ধকতা এবং হকারদের ফুটপাত দখলের বিরুদ্ধে বাড়তি নজরদারি থাকবে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহেদ আল মাসুদ বলেন, রমজানে বাড়তি চাপ বিবেচনায় ট্রাফিক বিভাগের সদস্যদের পাশাপাশি ক্রাইম বিভাগের পুলিশ সদস্যরাও সড়কে দায়িত্ব পালন করবেন। ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতনেরাসহ প্রত্যেকে সড়কে থেকে দায়িত্বপালন করবেন। নগরবাসীকে ইফতারের আগে ঘরে ফেরাতে ট্রাফিক বিভাগ সর্বোচ্চ চেষ্টা করবে। এজন্য ট্রাফিক সদস্যরা পথেই ইফতার করবেন।
সমন্বয় সভায় আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপণী বিতান, শপিংমলসমূহের নিরাপত্তা, সড়ক, রেল ও নৌ-যান চলাচল এবং যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চলছে পাল্টাপাল্টি হামলা ,দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ!
স্বরাষ্ট্র উপদেষ্টা এবার পূঁজায় প্রশাসন আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন
ফরিদপুরে শেখ হাসিনাসহ আ.লীগের ৫০০ নেতাকর্মীর নামে মামলা
বিএনপি ক্ষমতায় এলে নদী ভাঙনের স্থায়ী সমাধান হবে : কৃষক দল
আবারও জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা ইসরাইলের
রাউজানে এমপির জানালাবিহীন ‘আয়নাঘর’, মাটির নিচে চলত নির্যাতন-হত্যা
ভেজাল চায়ে চুমুক দিচ্ছেন না তো? এই সহজ উপায়ে চিনে নিন খাঁটি চা
হিলিতে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনে বিএনপির নেতাকর্মীরা
১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বোয়িং-এর
পাকিস্তানে কয়লা খনিতে হামলা,তেহরানের তীব্র নিন্দা
১০০ বছর পর এভারেস্ট পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধার
ব্যবহারকারীদের ‘ক্ষতি ও সুরক্ষা’ দিতে ব্যর্থ টিকটকের বিরুদ্ধে মামলা
ইরানের তেল খাতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
রাশিয়ার সাথে যুদ্ধের সমাপ্তি চায় ইউক্রেন
অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন জানালো জাতিসংঘ
গণহত্যাকারী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া
ইমরানের মুক্তির দাবিতে পিটিআই এর বিক্ষোভের ঘোষণা
এক ঘণ্টায় ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ হিজবুল্লাহর
টাঙ্গাইলের নাগরপুরে ৫৪ বছর ধরে একই আঙিনায় চলছে নামাজ ও পূজা
ভারতীয় দুই নাগরিক আটক