ঢাকা   শনিবার, ১২ অক্টোবর ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১

ছাত্রের কান ফাটালেন জাবি ছাত্রলীগ নেতা

Daily Inqilab জাবি সংবাদদাতা

২২ মার্চ ২০২৩, ১১:৫৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:৪৩ এএম

রাতে অতিথি কক্ষে ডেকে এক ছাত্রকে থাপ্পড় দিয়ে কান ফাটানোর অভিযোগ ওঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হাসান মাহমুদ ফরিদ বিশ^বিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। ফরিদ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। আর ভুক্তভোগী সজিব আহমেদ ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কয়েকজন বহিরাগতের সঙ্গে মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীদের বাগবিত-া হয়। তখন বহিরাগতদের মধ্য থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দ্য দিব্য মেহেদী নামে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর ছবি তুলে রাখেন। তখন দিব্যকে মারধর করেন শিক্ষার্থীরা। পরে বিকেল চারটার দিকে দিব্যকে মীর মশাররফ হোসেন হলের সামনে দেখতে পেয়ে তাকে মারধর করে হলের অতিথি কক্ষে আটকে রাখেন শিক্ষার্থীরা। মারধরের শিকার অনিন্দ্য দিব্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি এবং মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের সিনিয়র নেতাদের পূর্বপরিচিত ছিল। আর তাকে মারধরে অভিযুক্তরাও জাবি শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এই ঘটনার মীমাংসা করতে রাত সাড়ে আটটার দিকে হলের ছাত্রলীগের নেতারা ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের অতিথি কক্ষে ডেকে নেন। মীমাংসার পর দিব্য হল থেকে যখন বের হচ্ছিল তখন ছাত্রলীগের কয়েকজন কর্মী তাকে আরেক দফায় মারধর করে। এতে ক্ষুব্ধ হয়ে হলের ছাত্রলীগ নেতারা অতিথি কক্ষে ওই ছাত্রলীগ কর্মীদের ডেকে নেন। সেখানে রাত সাড়ে ১০টার দিকে সজীব আহমেদ নামের শিক্ষার্থীকে থাপ্পড় দেন হাসান মাহমুদ ফরিদ। এতে সজীবের কান দিয়ে রক্ত বের হতে থাকে। সজীবকে তার বন্ধুরা মিলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিতে চাইলে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফারুক ইমরান বাঁধা দেন। পরে সজীবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অতিথি কক্ষে এ ঘটনার সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও শাহ পরান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আল রাজি সরকার প্রমুখ। তারা সবাই মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের অনুসারী বলে পরিচিত।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ ফরিদ বলেন, ‘কাল রাতে গেস্টরুম হয়েছিল। সেখানে স্বাভাবিক কথাবার্তা হয়েছে। কাউকে কানে থাপ্পড় দেওয়া বা মারা হয়নি। ওই ছেলে গেস্টরুমে অসুস্থ বোধ করছিল, তাই তাকে আমরা তার বন্ধুদের সঙ্গে হাসপাতালে পাঠিয়েছি।’

অভিযোগ অস্বীকার করে আব্দুল্লাহ আল ফারুক ইমরান বলেন, ‘আমরা হলে প্রতি সপ্তাহে গেস্টরুম করি। সাংগঠনিক বিভিন্ন কাজকর্ম করার জন্য সেখানে দিক-নির্দেশনা দেওয়া হয়। গতকালও তেমনটিই হয়েছিল। কাউকে তো মারা হয়নি। সজীবের কানে আগে থেকেই একটু সমস্যা ছিল। ডাক্তার তাকে পানি লাগাতে নিষেধ করেছে। গেস্টরুমে একটু চিৎকার হয়েছিল, তাতেই তার কানের সমস্যা দেখা দেয়। পরে তাকে চিকিৎসার জন্য আমরাই দায়িত্ব নিয়ে মেডিকেলে পাঠিয়েছিলাম। সে আমাদের ছোটভাই তাকে কেনো আটকিয়ে রাখব?’
বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘অতিথি কক্ষে মারধর হয়ে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রোভোস্ট প্রফেসর এম ওবায়দুর রহমান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। স্বপ্রণোদিত হয়ে দুপক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করবো।’


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বোয়িং-এর

১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বোয়িং-এর

পাকিস্তানে কয়লা খনিতে হামলা,তেহরানের তীব্র নিন্দা

পাকিস্তানে কয়লা খনিতে হামলা,তেহরানের তীব্র নিন্দা

১০০ বছর পর এভারেস্ট পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধার

১০০ বছর পর এভারেস্ট পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধার

ব্যবহারকারীদের ‘ক্ষতি ও সুরক্ষা’ দিতে ব্যর্থ টিকটকের বিরুদ্ধে মামলা

ব্যবহারকারীদের ‘ক্ষতি ও সুরক্ষা’ দিতে ব্যর্থ টিকটকের বিরুদ্ধে মামলা

ইরানের তেল খাতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের তেল খাতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রাশিয়ার সাথে যুদ্ধের সমাপ্তি চায় ইউক্রেন

রাশিয়ার সাথে যুদ্ধের সমাপ্তি চায় ইউক্রেন

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন জানালো জাতিসংঘ

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন জানালো জাতিসংঘ

গণহত্যাকারী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

গণহত্যাকারী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

ইমরানের মুক্তির দাবিতে পিটিআই এর বিক্ষোভের ঘোষণা

ইমরানের মুক্তির দাবিতে পিটিআই এর বিক্ষোভের ঘোষণা

এক ঘণ্টায় ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ হিজবুল্লাহর

এক ঘণ্টায় ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ হিজবুল্লাহর

টাঙ্গাইলের নাগরপুরে ৫৪ বছর ধরে একই আঙিনায় চলছে নামাজ ও পূজা

টাঙ্গাইলের নাগরপুরে ৫৪ বছর ধরে একই আঙিনায় চলছে নামাজ ও পূজা

ভারতীয় দুই নাগরিক আটক

ভারতীয় দুই নাগরিক আটক

যশোরে সাবেক এমপিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আজ মধ্যরাত থেকে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

বাখরাবাদ পাইপলাইন প্রকল্প পরিদর্শন জ্বালানি উপদেষ্টার

বাখরাবাদ পাইপলাইন প্রকল্প পরিদর্শন জ্বালানি উপদেষ্টার

বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দেরর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দেরর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

সিন্ডিকেট দমন করে নিত্যপণ্যের দাম কমান : হাসনাত আব্দুল্লাহ

সিন্ডিকেট দমন করে নিত্যপণ্যের দাম কমান : হাসনাত আব্দুল্লাহ

পূজামণ্ডপে ছিনতাই, ৪ জনকে ছুরিকাঘাত, আটক ৩

পূজামণ্ডপে ছিনতাই, ৪ জনকে ছুরিকাঘাত, আটক ৩

ভবিষ্যতে জর্ডান নদী পর্যন্ত সীমান্ত বিস্তৃত করার উচ্চাকাঙ্ক্ষা ইসরাইলের

ভবিষ্যতে জর্ডান নদী পর্যন্ত সীমান্ত বিস্তৃত করার উচ্চাকাঙ্ক্ষা ইসরাইলের

গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ২২

গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ২২