ভারতের সংসদে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৪ মার্চ ২০২৩, ১১:৫২ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০১:৫১ এএম

মানহানির মামলায় দুই বছরের কারাদ-ে দ-িত কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ভারতের সংষদের নি¤œকক্ষ লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়েছে। গতকাল লোকসভা সচিবালয় তাকে অযোগ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। সাবেক কংগ্রেস সভাপতি রাহুল লোকসভায় কেরালার ওয়েনাড আসনের প্রতিনিধিত্ব করছিলেন। অযোগ্য ঘোষিত হওয়ায় তার পার্লামেন্টের সদস্যপদ খারিজ হয়ে গেল। রায় ঘোষণার দিন থেকেই তিনি আর পার্লামেন্টের সদস্য থাকার যোগ্য নন, প্রজ্ঞাপনে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
‘মোদী’ পদবি নিয়ে কটূক্তির অভিযোগে চার বছর আগে করা এক মানহানির মামলায় বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদ- দেয় গুজরাটের সুরাটের একটি আদালত। ওয়েনাড থেকে নির্বাচিত এমপি রাহুল ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নীরব মোদী ও ললিত মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর নামের মিল থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ওই মন্তব্য করেছিলেন। ‘সব চোরের পদবি মোদী হয় কী করে?,’ রাহুলের এ মন্তব্যের জেরে বিজেপি বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদী কংগ্রেসের সাবেক সভাপতির বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন।

সাজা হলেও রাহুল জামিনে রয়েছেন, তাকে আপিল করার সুযোগ দিতে রায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। রায়ের পরদিন স্বল্প সময়ের জন্য লোকসভায় গিয়েছিলেন রাহুল, তিনি সেখানে দলীয় এমপিদের এক বৈঠকেও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে তার মা, কংগ্রেসের পার্লামেন্টারি দলের প্রধান সোনিয়া গান্ধীও ছিলেন। বেশকিছু ইস্যুতে হট্টগোলের কারণে শুরুর কয়েক সেকেন্ড পরই লোকসভার অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়, রাহুলও এরপর পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে যান।

রাহুল গান্ধীকে কারাদ- দেয়ার প্রতিবাদে এদিন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর সাংসদরা নয়া দিল্লির বিজয় চক থেকে প্রেসিডেন্ট ভবন অভিমুখে মিছিল শুরু করলেও পুলিশ বাধায় তা গন্তব্যে পৌঁছাতে পারেননি। গতকাল নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির মধ্যেই ‘গণতন্ত্র বিপদে’ লেখা ব্যানার নিয়ে তাদের মিছিল শুরু হয়েছিল। পুলিশ নেতাদের আটক করে বাসে কাছাকাছি একটি থানায় নিয়ে যাওয়ায় মিছিলটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুলিশ বলছে, বিরোধীদলীয় এমপিদের মিছিলটির অনুমতি ছিল না। তাছাড়া প্রেসিডেন্টও বৈঠকের জন্য এমপিদেরকে কোনো সময় দেননি।

আদানি-হিন্ডেনবার্গ ইস্যু তদন্তে যৌথ পার্লামেন্টারি কমিটির দাবি জানানো এ বিরোধী দলগুলো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ চেয়েছে। দলগুলো বলছে, ধনী শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর বন্ধুত্ব নিয়ে আলোচনা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতেই ২০১৯ সালে করা একটি মানহানির মামলায় রাহুল গান্ধীকে কারাদ- দিয়ে যে শোরগোল তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতিশোধমূলক রাজনীতির কারণে রাহুলকে কারাদ- দেয়া হয়েছে অভিযোগ তুলে গতকাল একাধিক রাজ্যে কংগ্রেস বিক্ষোভও দেখিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

রাহুলের বিরুদ্ধে সুরাটের আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে বিক্ষোভ থেকে রাজ্য কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমারসহ অনেক নেতাকর্মীকে পুলিশ আটকও করেছে। বিজেপি বলছে, ‘চোর’ মন্তব্যে পিছিয়ে পড়া ‘মোদী’ সম্প্রদায়কে অপমান করায় স্বাধীন বিচারবিভাগ রাহুলকে দ- দিয়েছে, এখানে তাদের হাত নেই। কংগ্রেসের ভাষ্য, রাহুলকে চুপ করিয়ে দিতেই এই দ- দেয়া হয়েছে। কেন্দ্রের সরকার কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে অপব্যবহার করে বিরোধী নেতাদের হয়রানি করছে, বলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খড়্গ।ে ‘এই মিছিল দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য,’ বলেন কংগ্রেসের বর্তমান সভাপতি।

সুরাটের আদালতের রায়কে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি ভেনুগোপাল। রাহুল যেদিন থেকে আদানি-হিন্ডেনবার্গ ইস্যু নিয়ে কথা বলা শুরু করেছেন, সেদিন থেকেই তাকে চুপ করিয়ে দেয়ার চেষ্টা শুরু করে সরকার, বলেছেন তিনি। ‘রাহুল গান্ধী এবং কংগ্রেস এরপরও কথা বলবে। এটা রাহুল গান্ধীর কোনো ইস্যু নয়, দেশের পরিস্থিতিই এখন এমন। সব বিরোধীদলের ওপর নির্যাতন চলছে। বিভিন্ন দল যে সংহতি জানাচ্ছে, তাতে আমি খুশি,’ বলেছেন তিনি। সূত্র : টিওআই।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সাকিবকে সেদিনই অনুৎসাহিত করেছি : হাফিজ উদ্দিন
দেশেই বাস উৎপাদন করতে চায় বিআরটিসি
আট দিনেও যোগাযোগ হয়নি, নিরব ভূমিকায় জলদস্যুরা
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
আরও

আরও পড়ুন

হংকংয়ের মেসি-ভক্তরা অর্ধেক অর্থ ফেরত পাচ্ছেন

হংকংয়ের মেসি-ভক্তরা অর্ধেক অর্থ ফেরত পাচ্ছেন

খুলনা থেকে ৪ রুটে লোকাল বাস চলাচল বন্ধ,দূরপাল্লার বাসে লোকাল যাত্রী, হুমকির মুখে লোকাল বাস

খুলনা থেকে ৪ রুটে লোকাল বাস চলাচল বন্ধ,দূরপাল্লার বাসে লোকাল যাত্রী, হুমকির মুখে লোকাল বাস

শিবচরে ভেজাল গুড়ের কারখানা ও তরমুজের দোকানে অভিযান

শিবচরে ভেজাল গুড়ের কারখানা ও তরমুজের দোকানে অভিযান

মেসিকে পরের দুই ম্যাচে পাচ্ছে না আর্জেন্টিনা

মেসিকে পরের দুই ম্যাচে পাচ্ছে না আর্জেন্টিনা

স্বামীর বাড়ীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

স্বামীর বাড়ীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় ব্যান্ড তারকা খালিদ সাইফুল্লাহ

গোপালগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় ব্যান্ড তারকা খালিদ সাইফুল্লাহ

পাথরঘাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মুনসুর আহমেদ (রহঃ) মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ

পাথরঘাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মুনসুর আহমেদ (রহঃ) মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ

আইপিএলের আঙিনায় মুস্তাফিজ

আইপিএলের আঙিনায় মুস্তাফিজ

জকিগঞ্জে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত রুবেলের মৃত্যু

জকিগঞ্জে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত রুবেলের মৃত্যু

সঞ্চয়পত্রের কোটি টাকা নিয়ে পালিয়েছেন পোস্ট মাস্টার

সঞ্চয়পত্রের কোটি টাকা নিয়ে পালিয়েছেন পোস্ট মাস্টার

যমুনার বুকে বঙ্গবন্ধু রেল সেতু নির্মানের কাজ দৃশ্যমান ৮০ শতাংশ কাজ সম্পন্ন

যমুনার বুকে বঙ্গবন্ধু রেল সেতু নির্মানের কাজ দৃশ্যমান ৮০ শতাংশ কাজ সম্পন্ন

জবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের ‘লালকার্ড’ প্রদর্শন

জবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের ‘লালকার্ড’ প্রদর্শন

আদালতে আত্মসমর্পনের পরে বরিশালে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মী কারাগারে

আদালতে আত্মসমর্পনের পরে বরিশালে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মী কারাগারে

৩ মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ হাইকোর্টের

৩ মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ হাইকোর্টের

এবার বরিশালে তরমুজের আবাদ ৩০ ভাগ হ্রাস পেল

এবার বরিশালে তরমুজের আবাদ ৩০ ভাগ হ্রাস পেল

রাজবাড়ীর গোয়ালন্দে ভুয়া পুলিশ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ভুয়া পুলিশ গ্রেপ্তার

ওয়ালটন ফ্রিজ কিনে ৩২তম মিলিয়নিয়ার হলেন কুমিল্লার ভ্যানচালক হুমায়ুন

ওয়ালটন ফ্রিজ কিনে ৩২তম মিলিয়নিয়ার হলেন কুমিল্লার ভ্যানচালক হুমায়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিবাদ

রোমাঞ্চকর ফাইনালে মুলতানকে হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ

রোমাঞ্চকর ফাইনালে মুলতানকে হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ

কুবিতে 'অবৈধ' ডিন নিয়োগের প্রতিবাদে সিন্ডিকেট সদস্যের পদত্যাগ

কুবিতে 'অবৈধ' ডিন নিয়োগের প্রতিবাদে সিন্ডিকেট সদস্যের পদত্যাগ