মসজিদে মুসল্লিদের ভিড়
২৪ মার্চ ২০২৩, ১১:৫৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম
পবিত্র রমজানের প্রথম দিন শুক্রবার জুমাবার হওয়ায় রাজধানীর মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের প্রচ- ভিড়। ঢাকা মহানগরীর বেশির ভাগ মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় বাইরে রাস্তায় নামাজ পড়তে দেখা যায়। মসজিদের ছাদ, বারান্দা এবং আশপাশের সড়কে চটের ছালা ও জায়নামাজ বিছিয়ে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষ এক কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন। সকাল ১১টার পর সব পথ যেন মসজিদমুখী হয়ে যায়। মসুল্লিরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদমুখী হন। রাজধানী ঢাকার বাইরে বন্দরনগরী চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বগুড়াসহ প্রতিটি বিভাগীয় শহর, জেলাশহর, উপজেলা শহর এমনকি গ্রামগঞ্জের মসজিদের একই চিত্র দেখা গেছে। দেশের প্রতিটি মসজিদে জুম্মার নামাজের সময় ছিল ‘ঠাঁই নেই ঠাঁই নেই’ অবস্থা।
প্রথম রমজান হওয়ায় গতকাল জুমার নামাজ শুরু হওয়ার দুই ঘণ্টা আগ থেকে মুসল্লিরা মসজিদের হাজির হতে শুরু করেন। ইমামরা খুৎবায় রমজানে জুমাবারের ফজিলত ও গুরুত্ব তুলে ধরেন। জুমার ফরজ দুই রাকাত ও বাকি নামাজের পর বিশেষ মোনাজাতে হয়েছে প্রায় প্রতিটি মসজিদে। রমজান মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ মাস। আর রমজানের মাসে জুমার নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই নামাজ শেষে মোনাজাতে সবার কল্যাণ কামনা করা হয়।
এটাই হলে বাংলাদেশের প্রকৃত চিত্র। এটাই সংস্কৃতি-সামাজিক কৃষ্টি। ৯২ ভাগ মুসলমানের দেশে প্রথম রমজানেই মানুষের যাপিত জীবনের পাল্টে গেছে সবকিছু। এখন সবকিছুই হবে রমজানকেন্দ্রিক। হালকা বৃষ্টির মধ্যে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। অধিকাংশ মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় রাস্তার অনেক দূর পর্যন্ত জায়নামাজ বিছিয়ে মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা গেছে। হালকা বৃষ্টি থাকায় অনেকে ভিজে ভিজে জুমার নামাজ আদায় করেছেন।
পবিত্র রমজানে জুমাবারের গুরুত্ব বুঝা গেছে, মসজিদে মসজিদে বিশেষ করে মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, হাইকোর্ট জামে মসজিদ, লালবাগ শাহী মসজিদ, চকবাজার শাহী মসজিদ, মগবাজারের চাঁদ মসজিদসহ রাজধানীর গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক সমাগমের চিত্র দেখে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল, পান্থপথ, কলাবাগান, গ্রিনরোড, গুলশান, যাত্রাবাড়ী, বাংলাবাজার, ওয়ারি, আজিমপুরসহ প্রায় সব এলাকার ছোট-বড় সব মসজিদেই ছিল মুসল্লিদের প্রচ- ভিড়। সড়কের পাশের মসজিদগুলোয় ভেতরে মুসল্লিদের সংকুলান না হওয়ায় তা ছড়িয়েছে মূল সড়কে। এ কারণে দুপুর সোয়া ১টা থেকে প্রায় পৌনে ২টা পর্যন্ত রাজধানীর অনেক সড়কই ছিল প্রায় বন্ধ। কোথাও হালকা বৃষ্টি কোথাও প্রখর রোদ মাথায় নিয়েই সড়কে মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেছেন।
প্রথম রমজানে শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বেলা সাড়ে ১১টা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেককেই বাইরে নামাজ পড়তে দেখা যায়। জাতীয় এই মসজিদে খুৎবার সময় জাকাত আদায়ের বিষয়ে আলোচনা করা হয়। খতিব মুফতি রুহুল আমীন সবাইকে জাকাত আদায়ের আহ্বান জানান। মুসল্লিদের নিরাপত্তা রক্ষার্থে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
রাজধানীর মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের অভ্যন্তরে মুসল্লিদের ঠাঁই হয়নি। এমতাবস্থায়, মসজিদ চত্বরে বিছানো অতিরিক্ত ছালার চটের জায়নামাজে বসে নামাজ আদায় করেন মুসল্লিরা। মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের মহিলা মসজিদের মুসল্লিদের ঠাঁই ছিল না। মসজিদে বিশেষ খুৎবা আলোচনা হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেম বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, পবিত্র মাহে রমজানের প্রথম দিনে প্রথম জুমায় নগরীর মসজিদগুলোতে মুসল্লির ঢল নামে। মসজিদ ছাড়িয়ে জামাতের কাতার আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। ইমাম ও খতিবরা খুৎবায় মাহে রমজানের ফজিলত বর্ণনা করেন। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আজানের আগেই প্রতিটি মসজিদ মুসল্লিতে ভরে যায়। মসজিদের ছাদ, বারান্দা এবং আশপাশের সড়কে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়।
নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ জামে মসজিদ, লালদীঘি জামে মসজিদ, মসজিদে বায়তুশ শরফ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, কাজির দেউড়ি জামে মসজিদ, মুরাদপুর মসজিদে বেলাল, বহদ্দারহাট জামে মসজিদ, চকবাজার অলিখাঁ জামে মসজিদ, চন্দনপুরা জামে মসজিদ, মক্কি মসজিদ, সিজিএস কলোনি জামে মসজিদ, জাম্বুরি ময়দান জামে মসজিদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ, মেহেদীবাগ সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত আলী শাহ জামে মসজিদ, চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদসহ মহানগরী ও জেলার প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। ধর্মপ্রাণ মানুষ জুমার নামাজ শেষে পিতা-মাতা ও মুরব্বিদের কবর জিয়ারত করেন।
রাজশাহী ব্যুরো জানায়, পবিত্র মাহে রমজানের প্রথম রোজা ও জুমা আজ। রাজশাহীর মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল। শাহ মখদুম দরগাহ জামে মসজিদে দূর-দূরান্ত থেকে নামাজ পড়তে ছুটে আসেন মুসল্লিরা। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের মসজিদের বাইরেও বেশ কয়েকটি কাতারে নামাজের জন্য দাঁড়াতে দেখা যায়। নামাজ শেষে মসজিদের খতিব মুফতি মাওলানা মো: মহিবুউল্লাহ সকল মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া করেন।
বরিশাল ব্যুরো জানায়, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির অস্বস্তির মধ্যেও সুন্দর মনোরম আবহাওয়া আর জুমাবারের সরকারি ছুটির মধ্যে দক্ষিণাঞ্চলে রহমতের রমজান শুরু হয়েছে। রমজানের প্রথম দিনের জুমার নামাজে বরিশাল মহানগরীসহ সমগ্র দক্ষিণাঞ্চলের মসজিদগুলোতে মুসল্লিদের রেকর্ড সংখ্যক ভিড় ছিল লক্ষণীয়। বরিশাল মহানগরীর প্রতিটি মসজিদেই ছিল মুসিল্লদের উপচেপড়া ভিড়। দুপুর ১২টার আগে থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়ে সাড়ে ১২টার মধ্যে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যায়। এমনকি গত সপ্তাহেই উদ্বোধন হওয়া বরিশাল মহানগরীর মডেল মসজিদের ৪ তলাতেই দুপুর সাড়ে ১২টার মধ্যে মুসল্লিতেপূর্ণ হয়ে যায় দুপুর সাড়ে ১২টার আগেই। এমনকি মসজিদের সামনে যানবাহন নিয়ন্ত্রণে পুলিশও মোতায়েন করতে হয়।
বিশ^ জাকের মঞ্জিলে জুমার বড় জামাত অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক জাকেরান ও আশেকানসহ মুসল্লিরা এ দরবার শরিফে নামাজ আদায় করেন। বরিশাল মহানগরীর জামে এবাদুল্লাহ মছজিদ, কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ ও সদ্য নির্মিত মডেল মসজিদসহ দক্ষিণাঞ্চলের পাঁচ সহস্রাধিক মসজিদে রমজানের প্রথম জুমায় মুসল্লিরা জুমার নামাজ আদায় করেনে। বরিশালের চরমোনাই দরবার শরিফ, পিরোজপুরের ছারছিনা দরবার শরিফ, ঝালকাঠীর নেছারাবাদে কয়েদ ছাহেব হুজুর (রঃ)’র দরবার শরিফ, পটুয়াখালীর হজরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ)-এর দরবার শরিফ জামে মসজিদ, বরগুনার মোকামিয়া দরবার শরিফ ও বরিশালের গুঠিয়ায় বায়তুল আমান মসজিদের জুমার জামাতে বিপুলসংখ্যক মুুসল্লি নামাজ আদায় করেন।
বগুড়া ব্যুরো জানায়, এবার রমজানের প্রথম দিনটিই শুরু হলো জুম্মার নামাজ দিয়ে। ফলে বগুড়ায় এবার মসজিদে মসজিদে ছিল উপচেপড়া নামাজিদের ভিড়।
রমজানের প্রথম জুম্মায় এবার বগুড়ায় সবচেয়ে বড়ো জামাত অনুষ্ঠিত হয় মহাস্থানের শাহসুলতান বলখী (রহ.) এর মাজার মসজিদে। আনুমানিক তিন সহস্রাধিক মুসল্লি এ জামাতে শরিক হন। এ মসজিদে ইমামতি করেন খতিব মাওলানা মোহাম্মদ এমদাদুল হক। ২য় বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয় বগুড়ার কেন্দ্রীয় (নিউমার্কেট) জামে মসজিদে। এখানে ইমামতি করেন খতিব মাওলানা আসগর আলী এবং তৃতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে। এখানে ইমামতি করেন খতিব মাওলানা আব্দুল কাদের। এই তিনটি ছাড়াও উপজেলা, গ্রাম, পাড়া-মহল্লার প্রতিটি মসজিদই ছিল মুসল্লিতে ঠাঁসা।
যশোর ব্যুরো জানায়, পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায়ে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মসজিদে মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় হয়। জুমার নামাজে মসজিদে এমনিতেই ভিড় হয়। কিন্তু রমজানের প্রথম দিন ভিড় ছিল লক্ষণীয়। প্রথম রমজানে আল্লাহর রহমতে ঠান্ডা আবহাওয়া ছিল। মাঝেমধ্যে হয় বৃষ্টি। মসজিদের বাইরেও পাটি পেতে বৃষ্টির মধ্যে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। যশোর কালেক্টরেট মসজিদ, জজকোর্ট মসজিদ, হাসপাতাল মসজিদ, ঝিনাইদহ জামে মসজিদ, চরমুরারীদহ মসজিদ, যশোর উপশহর মার্কাস মসজিদসহ বিভিন্ন মসজিদে খোঁজ নিয়ে জানা গেছে ধর্মপ্রাণ মুসল্লি রোজাদারসহ সর্বস্তরের মানুষের রীতিমতো ঢল নামে মসজিদগুলোতে।
খুলনা ব্যুরো জানায়, বৃষ্টিকে উপেক্ষা করে খুলনা মহানগরীতে অধিকাংশ মসজিদে মুসল্লিদের ঢল দেখা যায়। রমজানের প্রথম দিনে মুসল্লিদের উপস্থিতিতে খুলনাঞ্চলের সব মসজিদে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা যায়। জুমার নামাজের সময় শহরের খুলনা আলিয়া মসজিদ, খুলনা টাউন মসজিদ, নিউমার্কেট বায়তুন নুর জামে মসজিদসহ প্রায় প্রতিটি মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে। এসব মসজিদে নামাজের আগেই মুসল্লিদের সারি চলে আসে রাস্তায়।
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, প্রথম তারাবি নামাজের মধ্যদিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়। রোজার প্রথম তারাবির নামাজকে কেন্দ্র করে কুমিল্লার নগর, গ্রাম-গঞ্জের মসজিদে যেমন মুসল্লিদের ঢল নেমেছে, তেমনি গতকাল শুক্রবার রোজার প্রথমদিনের প্রথম জুমার নামাজে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়।
প্রথম তারাবি নামাজে অংশ নিতে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় জামে মসজিদ, মোগলটুলিতে ঐতিহাসিক শাহ সুজা মসজিদ, বজ্রপুর রোডে দারোগাবাড়ী মসজিদ, নতুন চৌধুরী পাড়া জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, বাগিচাগাঁও বড় মসজিদ, রাণীর বাজার জামে মসজিদ, কাসেমুল উলুম মাদরাসা মসজিদ, দ্বিতীয় মুরাদপুরে জানুমিয়া জামে মসজিদ, চকবাজার আমীর মাহমুদ জামে মসজিদ, গর্জনখোলা জামে মসজিদ, কালিয়াজুরি জামে মসজিদসহ বিভিন্ন পাড়া-মহল্লার কোনো মসজিদেই মুসল্লিদের তিল ধারণের জায়গা ছিল না। অনেক মসজিদের বাইরে সামিয়ানা টাঙিয়ে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। কোনো কোনো মসজিদের আঙিনা ছাপিয়ে রাস্তায় জায়নামাজ বিছিয়ে মুসল্লিরা তারাবির নামাজ আদায় করেন। একইভাবে গতকাল ওইসব জামে মসজিদে রোজার প্রথম জুমায় ছিল মুসল্লিদের ব্যাপক উপস্থিতি।
নগরীর বজ্রপুর রোডে ওলিয়ে কামেল শাহ আবদুল্লাহ গাজীপুরী (রহ.) মাজার শরীফ (দারোগা বাড়ি) লাগোয়া জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা ইয়াসির নুরী বলেন, তারাবি ও জুমার নামাজে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটেছে। নগরীর সকল মসজিদে একই চিত্র ছিল বলে খবর নিয়ে জেনেছি।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালী জেলা শহরের বেশ কয়েকটি মসজিদে প্রথম রোজার তারাবি নামাজ এবং শুক্রবার জুমা নামাজে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। যা ছিল সকলেরই নজরে পড়ার মতো। নোয়াখালী জেলা জামে মসজিদ, কোর্ট জামে মসজিদ, পুলিশ ট্রেনিং সেন্টার জামে মসজিদ, ল’ইয়ার্স কলোনি জামে মসজিদ, মাইজদী বাজার জামে মসজিদ, কানু গাজী জামে মসজিদ এবং মিজিপাড়া জামে মসজিদসহ শহরের আশপাশের জুমা মসজিদগুলোতেও একই ধরনের ভিড় দেখা যায়।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, পবিত্র মাহে রমজানের প্রথমদিন বাগেরহাটের অধিকাংশ মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে। রমজানের প্রথম দিনে মুসল্লিদের উপস্থিতিতে বাগেরহাটের সকল মসজিদে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা যায়।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, রমজানের প্রথম দিন সাতক্ষীরা বৃষ্টি থাকলেও বেলা ১২টা নাগাদ বৃষ্টি কিছুটা কমে যায়। এরপরই সাতক্ষীরা জেলার অধিকাংশ মসজিদে মুসল্লিরা নামাজের জন্য প্রবেশ করেন। দুপুর ১টা নাগাদ মসজিদের ভেতরে তিল ধারনের জায়গা না থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তর গেটের বাইরের সিঁড়ি ও রাস্তায় নামাজ আদায় করেন।
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের রমজানের প্রথম দিনের পবিত্র জুমার নামাজে বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপড়েপড়া ভিড় পরিলক্ষিত হয়। প্রতিটি মসজিদে ভেতরে ও বাইরে কানায় কানায় ভড়ে যায়। তিলধারনের ক্ষমতা ছিল না। বিশেষ জুমার নামাজ শেষে দেশের জন্য মোনাজাত করা হয়।
গফরগাঁও রেলস্টেশনের ঈদগাহ মসজিদের মুসল্লি এ উপজেলার যশরা ইউনিয়নের আঠারদানা গ্রামের মো. শফিকুল ইসলাম জানান, গতবারের রমজানের প্রথম জুমার চেয়ে এবারে মসজিদে নামাজিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়-হারুনুর রশিদ
সড়ক দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু
'মলম' ময়ূখ বিধ্বস্ত তারেকের যুক্তির কাছে: অতঃপর পলায়ন!
হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত?
দেশবাসীকে আশ্বস্ত করছি, আমরা বসে নেই: পিনাকী ভট্টাচার্য
৪১ বছর ইমামতি করা ইমামকে রাজকীয় বিদায়
ট্রাম্পের সমর্থকদের মধ্যে বিদেশি কর্মী, ভিসা নিয়ে বিতর্ক
আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
মাদারীপুরের মুখে গামছা বাঁধা অবস্থায় শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ রুখে দিবে: মিজানুর রহমান আজহারী
টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল গেল সৈয়দপুরের দল
আকাশ মণ্ডল থেকে ইরফান, তদন্তে জানা গেলো আসল পরিচয়
পর্তুগালে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন রুশ বিমান প্রধান
প্রকাশ্যে এলো হানি-বাদশার দ্বন্দ্ব, গুরুতর অভিযোগ হানির
বন্ধ হয়ে গেলো গাজার শেষ হাসপাতালটিও
মনমোহন সিংহ,ভারতকে নেতৃত্ব দেওয়া এক সাহসী ও দৃঢ় সংকল্পের নেতা
জনগণের অংশগ্রহণেই নির্ধারিত হবে আমরা আসলে কী চাই : জোনায়েদ সাকি
নাগরিক কমিটির ৩৬ সদস্য বিশিষ্ট ‘নির্বাহী কমিটি’ ঘোষণা
সচিবালয়ের কাগজ ভেবে দুটি ট্রাক আটকালো জনতা