ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
চট্টগ্রামে টানা অভিযানে ২৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার চোর চক্রের ৫ জন

চোখের পলকে চুরি বাইক বিক্রি পাহাড় দ্বীপাঞ্চলে

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

২৬ মার্চ ২০২৩, ১০:১৭ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৩:৩৩ এএম

লক ভাঙতে ১০ সেকেন্ড। আর ১০ সেকেন্ডে চাবির তার ছিঁড়ে জোড়া দিতেই গাড়ি চালু। এরপর দ্রুত হাওয়ায় মিলিয়ে যাওয়া। এভাবে চোখের পলকে মাত্র ২০ সেকেন্ডেই মোটরসাইকেল চুরি করে তারা। মোটরসাইকেল চোর চক্রের পাঁচজনকে পাকড়াও করার পর গতকাল রোববার এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য চট্টগ্রাম মহানগরী থেকে চুরি করা এসব মোটরসাইকেল বিক্রি করা হয় সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়াসহ বিভিন্ন দ্বীপাঞ্চল এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পাহাড়ি এলাকায়। মূলত যেসব এলাকায় ট্রাফিক বা থানা পুলিশের তৎপরতা কম সেসব এলাকায় বিক্রি হয় এসব মোটরসাইকেল। দামে সস্তা হওয়ায় বিক্রিও হয় খুব দ্রুত।

ওই চোর চক্রের সদস্যদের কাছ থেকে ২৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। চক্রটি গত কয়েক মাসে নগরীর বিভিন্ন এলাকা থেকে শতাধিক বাইক চুরি করে। আর চক্রের মূল হোতা মিঠন ধর একাই চুরি করেছেন ৫০টি। চুরির পর এসব মোটরসাইকেল চক্রের সদস্যদের মাধ্যমে দ্রুত পার করে দেয়া হয় নির্দিষ্ট এলাকায়। সেখান থেকে বিক্রি হয় এসব মোটরসাইকেল। পুলিশ কর্মকর্তারা বলছেন, এ চক্রটির মত মহানগরীতে অসংখ্য চোরের দল তৎপর রয়েছে। যারা মোটরসাইকলে চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছে।

সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির হার বেড়ে যায়। গত কয়েকদিনে নগরীর কোতোয়ালী থানা এলাকার জামালখান, স্টেডিয়াম ও আশপাশের এলাকা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির অভিযোগ আসে পুলিশের কাছে। দুইজন সাংবাদিকসহ বেশ কয়েকজন বাইক মালিক থানায় চুরির মামলা করেন। অসংখ্য সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চুরির ঘটনা প্রত্যক্ষ করে পুলিশ। এ অবস্থায় চোরচক্রের সদস্যদের ধরতে মাঠে নামে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম।

শনিবার নগরীর পুরাতন স্টেশন রোড থেকে চক্রের হোতা মিঠন ধর ও তার সহযোগী মো. বাবর ওরফে বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল (হিরো হোন্ডা স্প্যান্ডলার) জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে, জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে তাদের সহযোগী মো. শাহেদ ও মো. রিপনকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাদের হেফাজতে থাকা ২৩টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানের সময় চক্রের দুই সদস্য মো. দিদার হোসেন ও মো. নজরুল ইসলাম ওরফে তাহের পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে মিঠন ধরের দেয়া তথ্যে মো. খোরশেদ আলম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। মিঠন ধর জানায়, মো. শাহেদ, মো. রিপন, মো. খোরশেদ আলম, মো. দিদার হোসেন, মো. নজরুল ইসলাম ওরফে তাহেরদের সহযোগিতায় মহানগরী ও আশপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করা হয়। এরপর এসব চোরাই মোটরসাইকেল জেলার সন্দ্বীপ এবং কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়াসহ দেশের বিভিন্ন দ্বীপাঞ্চলে বিক্রি করা হয়।

চোরচক্রের সদস্যদের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, মহানগরীর যেসব এলাকায় মোটরসাইকেল পার্কিং করা হয় সেসব এলাকায় ওৎপেতে থাকে চক্রের সদস্যরা। একজন মোটরসাইকেলের কাছে যায় অপরজন দূর থেকে পাহারা দেয়। চোখের পলকে মোটরসাইকেলের তালা ভেঙে সেটি চালু করে কিছুদূর নেওয়ার পর অপরজন মোটরসাইকেলে তার পেছনে উঠে যায়।

এভাবে দ্রুত মোটরসাইকেল চুরি করে তারা তাদের আস্তানায় নিয়ে যায়। পরে সেখান থেকে বিভিন্ন মালামালের সাথে বস্তায় ভরে সড়ক অথবা নৌপথে এসব মোটরসাইকেল দ্বীপ ও পাহাড়ি এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। দুই থেকে আড়াই লাখ টাকা দামের এসব মোটরসাইকেল ৫০ থেকে ৭৫ টাকার মধ্যে বিক্রি করা হয়। কমদাম হওয়ায় এসব মোটরসাইকেলের চাহিদাও খুব বেশি। আর এ কারণে নগরীতে চুরির ঘটনাও বাড়ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল কবির বলেন, মিঠন ধরের নেতৃত্বে এ চোরচক্রে সাতজন সদস্য রয়েছে। যারা সরাসরি মোটরসাইকেল চুরির সাথে জড়িত। তাদের বাকি সহযোগীরা এসব মোটরসাইকেল গন্তব্যে পৌঁছে দেয়া ও বিক্রির কাজ করে। এরা খুবই দক্ষতার সাথে চুরি করে। মোটরসাইকেল চুরির জন্য এরা মাস্টার কী ব্যবহার করে। এর পাশাপাশি লক ভেঙে চাবির তার ছিঁড়ে তাতে জোড়া লাগিয়ে দ্রুত মোটরসাইকেল স্টার্ট করতে পারে তারা। চুরিতে তাদের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড।

জামালখান সড়কে প্রেসক্লাব চত্বর থেকে এ চক্রের সদস্যরা বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের মধ্যে মিঠন ধরের বিরুদ্ধে জেলার লোহাগাড়া ও সাতকানিয়া থানায় তিনটি চুরির মামলা আছে। মো. বাবর ওরফে বাবুলের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালী ও খুলশী থানায় দুইটি মোটরসাইকেল চুরির মামলা আছে। এছাড়া মো. খোরশেদ আলমের বিরুদ্ধে একই অপরাধে বাঁশখালী থানায় একটি চুরির মামলা হয়।

উল্লেখ্য, এর আগেও মহানগরীতে মোটরসাইকেল চোরচক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়। চুরির মামলায় কারাগারে যাওয়ার পর খুব দ্রুত সময়ে তারা জামিনে বের হয়ে আসে। এরপর দলবল নিয়ে ফের মোটরসাইকেল চুরিতে নেমে পড়ে। প্রভাবশালী কারও মোটরসাইকেল চুরি হলে নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় অভিযান, ধরা পড়ে কিছু চোর। এবারও দুইজন সাংবাদিকের মোটরসাইকেল চুরির পর পুলিশ তৎপর হয়েছে। ধরা পড়েছে চোরচক্রের ওই পাঁচ সদস্য।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে