ঢাকার রাস্তা ফাঁকা
২৬ মার্চ ২০২৩, ১০:১৮ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৭:১৭ পিএম
একদিকে পবিত্র মাহে রমজান, অন্যদিকে টানা তিনদিনের ছুটি। সব মিলিয়ে ঢাকার রাস্তায় মানুষের চলাচল কমেছে। নেই যানবাহনের বাড়তি চাপ। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পড়তে হচ্ছে না যানজটে। এমনকি যানজট প্রবণ অঞ্চলগুলোতেও ট্র্যাফিক সিগন্যাল পড়তে দেখা যাচ্ছে না।
ঢাকার রাস্তা এমন ফাঁকা থাকায় ঘর থেকে বের হওয়া মানুষরা বেশ খুশি। কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই রাস্তায় যাতায়াত করতে পারছেন তারা। গণপরিবহনে উঠতে কোনো ধরনের বেগ পেতে হচ্ছে না। সহজেই পাওয়া যাচ্ছে বসার আসন। আবার যাত্রীর সংখ্যা কম হলেও যানবাহনের কর্মীরাও বিরক্ত না। বরং যানজটমুক্ত রাস্তায় গাড়ি চালাতে পেরে তারাও খুশি।
রাজধানীর যানজট প্রবণ এলাকায় রামপুরার রাস্তাও প্রায় ফাঁকা দেখা গেছে। রাস্তায় যানবাহন যেমন কম, তেমনি যানবাহনের জন্য অপেক্ষা করা যাত্রীর সংখ্যাও কম দেখা গেছে। অথচ রামপুরা এলাকার বাসিন্দাদের প্রতিনিয়ত গণপরিবহনে উঠতে এক প্রকার যুদ্ধ করতে হয়। অফিস সময়ে অনেকের পক্ষে গণপরিবহনে ওঠা কঠিন হয়ে পড়ে। মতিঝিলে গিয়ে দেখা যায়, অফিসগুলোতে তালা ঝুলছে। রাস্তায় মানুষের তেমন আনাগোনা নেই। বেশ শান্ত ও নিরব পরিবেশ।
ঢাকার প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা থাকলেও উল্টোচিত্র দেখা গেছে বায়তুল মোকাররম মার্কেট ও গুলিস্তান এলাকায়। ফুটপাথে ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতাদেরও সরব উপস্থিতি সেখানে। ফলে এ এলাকায় বেশ সরগম হয়ে উঠেছে। কোথাও কোথাও ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে হাঁটার উপায় নেই।
রাজধানীর যেকয়টি সড়কে প্রতিনিয়ত যানজট লেগে থাকে, তার মধ্যে অন্যতম কাকরাইল মোড়। গতকাল রোববার কাকরাইল মোড়ে গিয়ে দেখা যায়, যানবাহনের কোনো চাপ নেই। রাস্তায় যেসব পরিবহন চলাচল করছে, কোনটিকেই ট্র্যাফিক সিগন্যালে পড়তে হচ্ছে না।
সুপ্রভাত পরিবহনের চালক বলেন, স্বাধীনতা দিবসে অফিস বন্ধ। এর আগে শুক্র-শনিবার সরকারি ছুটি ছিল। সব মিলিয়ে টানা তিনদিনের ছুটি পাওয়ায় অনেকে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন। এ কারণে ঢাকার রাস্তা প্রায় ফাঁকা। যাত্রী কম থাকায় রাস্তায় গাড়িও কম নেমেছে। তারপরও খুব বেশি যাত্রী পাওয়া যাচ্ছে না। ঢাকার রাস্তায় এমন যানজটমুক্ত গাড়ি চালানোর সুযোগ খুব একটা পাওয়া যায় না। কখনো কখনো রামপুরা থেকে কাকরাইল মোড়ে আসতেই এক থেকে দেড় ঘণ্টা লেগে যায়। আজ পাঁচ মিনিটের মধ্যে রামপুরা থেকে কাকরাইল চলে এসেছি।
ট্র্যাফিকের দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্য বলেন, ওয়ার্কিং ডেতে রাস্তায় পরিবহনের চাপ খুব বেশি থাকে। আমরা যারা এখানে ট্র্যাফিকের দায়িত্ব পালন করি, যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাই। সকাল থেকে রাত পর্যন্ত যানবাহনের প্রচ- চাপ থাকে। সেই চাপ নেই। সব দিক থেকেই খুব কম পরিমাণ বাস, রিকশা, প্রাইভেটকার, মোটরসাইকেল আসছে। ফলে আমরা অনেকটাই রিল্যাক্স মুডে দায়িত্ব পালন করতে পারছি।
পল্টন মোড়েও পরিবহনের কোনো চাপ দেখা যায়নি। প্রায় ফাঁকা রাস্তায় কোনো ধরনের সিগন্যাল ছাড়াই গুটিকয়েক গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা, সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
মোটরসাইকেলে ধানমন্ডি থেকে পল্টন মোড়ে আসা একজন বলেন, ধানমন্ডি ২৭ নম্বর থেকে মাত্র ১০ মিনিটেই চলে এসেছি। রাস্তা ফাঁকা থাকবে ধারণা করেছিলাম। কিন্তু এত ফাঁকা থাকবে বুঝতে পারিনি। কোথাও কোনো ট্র্যাফিক সিগন্যাল নেই। ঢাকার রাস্তায় মোটরসাইকেল চালিয়ে অন্যরকম অনুভূতি হয়েছে। প্রতিদিন যদি এমন ফাঁকা থাকতো।
এদিকে, গুলিস্তান ও বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন মার্কেট এলাকা ঘুরে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতিতে বেশ সরগম। বায়তুল মোকাররম এলাকায় পোশাকের পসরা সাজিয়ে বসা আল-আমিন বলেন, ছুটির দিনে এ অঞ্চলে ক্রেতা বেশি থাকে। বিশেষ করে শুক্রবার ভালো ক্রেতা পাওয়া যায়। সকাল থেকে বেশ ভালো ক্রেতা আসছে। আমাদের ধারণা ঈদ পর্যন্ত ক্রেতাদের এমন উপস্থিতি থাকবে।
গুলিস্তানে আরেক বিক্রেতা বলেন, গুলিস্তানে প্রতিদিন মানুষের আনাগোনা থাকে। তবে ছুটির দিনে আমাদের বিক্রি ভালো হয়। ছুটির দিনে এখানে যারা আসেন, তাদের বেশিরভাগই কেনার জন্য আসেন। আমাদের কাছ থেকে সাধারণ স্বল্পআয়ের মানুষ কেনেন। শুক্র ও শনিবার ভালো বিক্রি হয়েছে। আজও মানুষের আনাগোনা ভালো দেখা যাচ্ছে। আশা করছি, বিক্রি ভালোই হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ছন্দ হারানো সিটি হারল ব্রাইটনের কাছেও
হাঁটুর চোটে মৌসুম শেষ মিলিতাওয়ের
ভিনির হ্যাটট্রিক,বেলিংহ্যামের গোলে ফেরার রাতে রিয়ালের জয়
রোমাঞ্চকর লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল শ্রীলঙ্কা
শারজাহতে ৩৪ বছরের অপেক্ষা ঘোচালেন শান্ত
প্রথম আঘাত তাসকিনের
সিলেটে ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের পরীক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
'ডিডি একা নয় হলিউডে এমন অসংখ্য রাঘব-বোয়াল রয়েছে ধরাছোঁয়ার বাইরে'
শরণখোলায় বিএনপি.র আলোচনা সভা অনুষ্ঠিত
সম্মানসূচক ডক্টরেট অর্জন করেছেন ব্রিটিশ বাংলাদেশী সমাজকর্মী ফয়েজ উদ্দিন এমবিই
পাঠ্যবইয়ে মুসলমানদের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে
যুক্তরাষ্ট্রের নারী প্রেসিডেন্ট কি অধরাই থেকে যাবে?
গণঅভ্যুত্থানের সাবলিমিটি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
গণতন্ত্রের স্বার্থে এ সরকারকে টিকিয়ে রাখতে হবে
পরিবর্তনের হাওয়া লাগেনি ইসলামিক ফাউন্ডেশনে অফিস চালাচ্ছেন আওয়ামী কর্মকর্তারা !
ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করলেন লন্ডনে পলাতক আনোয়ারুজ্জামান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কাজ করতে আগ্রহী ট্রাম্প
হতাশ মার্কিনিরা দেশ ছাড়তে চাচ্ছেন
সহিংসতায় ফের উত্তপ্ত মণিপুর নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা
‘সংখ্যালঘু’ তকমা ফিরে পাচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়