ওবায়দুল কাদেরের পিএ পরিচয়ে টাকা আত্মসাৎ
২৮ মার্চ ২০২৩, ১১:২৭ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ১১:৫১ এএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর (পিএ) ছবি দিয়ে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট সোমবার রাতে নগরীর পাঁচলাইশ থানার রহমান নগর আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার বাস পঞ্চঞ্চা শাকিবের (৩০) বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাক পাড়া এলাকায়। তিনি ওই এলাকার ধুংচো অং চাকের ছেলে। তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের হয়েছে।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন সাংবাদিকদের জানিয়েছেন, ‘চট্টগ্রামের চাকরি-বাকরি’ নামে ফেসবুকে একটি গ্রুপ খুলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকাপয়সা হাতিয়ে নিত ক্ষুদ্র উপজাতির এ যুবক। কয়েকদিন আগে এক যুবক চট্টগ্রামের চাকরি-বাকরি ফেসবুক গ্রুপে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শিডিউলিং অ্যাসিস্টেন্ট পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি পান। চাকরির প্রত্যাশায় ওই যুবক গ্রুপের মেসেঞ্জারে যোগাযোগ করেন।
গ্রুপ আইডি পরিচালনাকারী শাকিব নিজেকে মন্ত্রীর পিএ পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেয়ার নিশ্চয়তা দেন, বিনিময়ে এক লাখ ৬০ হাজার টাকা দাবি করেন। এতে বিশ্বাস করে ওই যুবক নগদ এক লাখ ২০ হাজার টাকা তাকে বিকাশের মাধ্যমে দেন এবং বাকি ৪০ হাজার টাকা চাকরির পর প্রতিমাসের বেতন থেকে পরিশোধের আশ্বাস দেন। টাকা দেয়ার পর থেকে শাকিবের সঙ্গে মোবাইলে এবং মেসেঞ্জারে বারবার চেষ্টা করেও ব্যর্থ হন।
পুলিশ কর্মকর্তারা জানান, শাকিব নিজেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পিএ হিসেবে মিথ্যা পরিচয় দিয়েছিলেন। ভুক্তভোগী যুবক মন্ত্রীর প্রকৃত পিএ’র সঙ্গে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি পরিস্কার হয়। মন্ত্রীর পিএ ঢাকায় সিআইডির সাইবার ক্রাইম ইউনিটে এ বিষয়ে অভিযোগ দেন। গত ১৫ মার্চ সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগে গিয়ে ভুক্তভোগী যুবক এ বিষয়ে অভিযোগ দেন। এরপর শাকিবের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাস্টার্স পাশ শাকিব বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। করোনা মহামারির সময় তার চাকরি চলে যায়। গত দুইবছর ধরে বেকার থেকে মাস তিনেক আগে মন্ত্রী ওবায়দুল কাদের স্যারের আসল পিএ যিনি, ফেসবুকে তার আইডিতে ঢুকে ছবি ও তথ্য সংগ্রহ করে উনার নামে একটি ভুয়া আইডি তৈরি করেন। এরপর চাকরি দেওয়ার নামে প্রতারণা শুরু করেন। গ্রেফতার শাকিবের কাছ থেকে জব্দ দুটি মোবাইল ফোনে চাকরি দেয়ার নামে তার প্রতারণার বিভিন্ন তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল
বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!
বাগেরহাটে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
অল্পতেই শেষ পাকিস্তানের ইনিংস
খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ২৮ ডিসেম্বর
হামলা-নাশকতা প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী
তাবলিগ জামাতের দু'পক্ষকেই বিশেষ নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পেকুয়ায় আগামীকাল বৃহত্তর ঐতিহাসিক তাফসির মাহফিল
‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী দিয়ে তদন্ত কমিটি গঠন করুন’
শ্রীনগরে বিদুৎপৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু