ওবায়দুল কাদেরের পিএ পরিচয়ে টাকা আত্মসাৎ
২৮ মার্চ ২০২৩, ১১:২৭ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ১১:৫১ এএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর (পিএ) ছবি দিয়ে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট সোমবার রাতে নগরীর পাঁচলাইশ থানার রহমান নগর আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার বাস পঞ্চঞ্চা শাকিবের (৩০) বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাক পাড়া এলাকায়। তিনি ওই এলাকার ধুংচো অং চাকের ছেলে। তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের হয়েছে।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন সাংবাদিকদের জানিয়েছেন, ‘চট্টগ্রামের চাকরি-বাকরি’ নামে ফেসবুকে একটি গ্রুপ খুলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকাপয়সা হাতিয়ে নিত ক্ষুদ্র উপজাতির এ যুবক। কয়েকদিন আগে এক যুবক চট্টগ্রামের চাকরি-বাকরি ফেসবুক গ্রুপে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শিডিউলিং অ্যাসিস্টেন্ট পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি পান। চাকরির প্রত্যাশায় ওই যুবক গ্রুপের মেসেঞ্জারে যোগাযোগ করেন।
গ্রুপ আইডি পরিচালনাকারী শাকিব নিজেকে মন্ত্রীর পিএ পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেয়ার নিশ্চয়তা দেন, বিনিময়ে এক লাখ ৬০ হাজার টাকা দাবি করেন। এতে বিশ্বাস করে ওই যুবক নগদ এক লাখ ২০ হাজার টাকা তাকে বিকাশের মাধ্যমে দেন এবং বাকি ৪০ হাজার টাকা চাকরির পর প্রতিমাসের বেতন থেকে পরিশোধের আশ্বাস দেন। টাকা দেয়ার পর থেকে শাকিবের সঙ্গে মোবাইলে এবং মেসেঞ্জারে বারবার চেষ্টা করেও ব্যর্থ হন।
পুলিশ কর্মকর্তারা জানান, শাকিব নিজেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পিএ হিসেবে মিথ্যা পরিচয় দিয়েছিলেন। ভুক্তভোগী যুবক মন্ত্রীর প্রকৃত পিএ’র সঙ্গে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি পরিস্কার হয়। মন্ত্রীর পিএ ঢাকায় সিআইডির সাইবার ক্রাইম ইউনিটে এ বিষয়ে অভিযোগ দেন। গত ১৫ মার্চ সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগে গিয়ে ভুক্তভোগী যুবক এ বিষয়ে অভিযোগ দেন। এরপর শাকিবের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাস্টার্স পাশ শাকিব বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। করোনা মহামারির সময় তার চাকরি চলে যায়। গত দুইবছর ধরে বেকার থেকে মাস তিনেক আগে মন্ত্রী ওবায়দুল কাদের স্যারের আসল পিএ যিনি, ফেসবুকে তার আইডিতে ঢুকে ছবি ও তথ্য সংগ্রহ করে উনার নামে একটি ভুয়া আইডি তৈরি করেন। এরপর চাকরি দেওয়ার নামে প্রতারণা শুরু করেন। গ্রেফতার শাকিবের কাছ থেকে জব্দ দুটি মোবাইল ফোনে চাকরি দেয়ার নামে তার প্রতারণার বিভিন্ন তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

বাংলাদেশ মাতাবে পাকিস্তানি ব্যান্ড,শুরু হয়েছে টিকিট বিক্রি

তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় অটোচালকের মৃত্যু

চীন-ভারত-ব্রিটেন-জাপান ও ইইউসহ কার ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে ভারতের অতি প্রতিক্রিয়ার অন্তরালে

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক রিভিউ করছে : প্রেস সচিব শফিকুল আলম

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

যে কারণে স্টারলিংক বাংলাদেশে গেম চেঞ্জার হতে যাচ্ছে

সন্তান জন্মের ১ ঘন্টা পর পুলিশ সদস্যের দাফন

মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু

মার্কিন উপ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধির ফোনালাপ

সুপেয় পানির সংকট দূরীকরণে নোয়াখালীতে পদযাত্রা

শতাধিক ভ্যান ও মোটরসাইকেল নিয়ে গণসংযোগে মাহিন সরকার

রাজধানীতে ধর্ষণের হুমকির প্রতিবাদ করায় ভাই-বন্ধুসহ তরুণীকে মারধর

ছাত্রলীগের মিছিলের পর সিলেটের সাবেক মেয়রের বাসায় হামলা-ভাঙচুর

গাজায় নিহত আরও প্রায় ৮০, জাতিসংঘের ক্লিনিকে হামলায় নারী ও শিশুসহ নিহত ২২

বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র