ঢাকা   বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
চট্টগ্রামে তীব্র যানজটে অচলাবস্থা : কষ্টে রোজাদারেরা : ফুটপাত সড়ক বেদখল : বেপরোয়া খোঁড়াখুঁড়ি : যত্রতত্র পার্কিং ছোট গাড়ির ঢল

রাস্তায় নামলেই দুর্ভোগ

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

২৮ মার্চ ২০২৩, ১১:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:৪৭ এএম

চট্টগ্রাম নগরীতে তীব্র যানজটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ফুটপাত থেকে সড়ক সর্বত্রই পণ্যের পসরা, দখলবাজি। অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়েছে। যত্রতত্র গাড়ি থামিয়ে গণপরিবহনে যাত্রী তোলা হচ্ছে। ট্রাফিক আইনের কোন বালাই নেই। আর তাতে রাস্তায় নেমেই চরম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। পবিত্র মাহে রমজানের শুরু থেকেই সড়কে বিশৃঙ্খলা চরমে উঠে।
গতকাল রমজানের দ্বিতীয় কর্মদিবসে নগরীর প্রায় প্রতিটি সড়ক থেকে শুরু করে অলিগলিতেও ছিল তীব্র যানজট। যানজটে আটকা পড়ে ঘণ্টার পর ঘণ্টা দুঃষহ যন্ত্রণা পোহাতে হয় নগরবাসীকে। মহানগরীতে ট্রাফিক পুলিশের সংখ্যা বেড়েছে। তারপরও ফিরেনি শৃঙ্খলা। সামনের দিনগুলোতে ঈদ বাজার ঘিরে যানবাহনের ভিড় আরো বাড়বে। তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মহানগরীর প্রায় প্রতিটি সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। নগরীর প্রবেশ পথগুলোর চিত্রও একই রকম। ফুটপাতের সাথে রাস্তাও দখল হয়ে গেছে। রাস্তায় বসানো হয়েছে পণ্যের পসরা। যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা হচ্ছে। নির্মাণ সামগ্রী রেখে করা হয়েছে রাস্তা দখল। সরু গলির মুখে বড় ট্রাক দাঁড় করিয়ে মালামাল তোলা হচ্ছে। গলির মুখে সিটি কর্পোরেশনের আবর্জনার গাড়ি দাঁড় করিয়ে তোলা হচ্ছে ময়লা। এর ফলে সব সড়কেই এখন চরম দুর্ভোগ।
নগরীর নিউমার্কেট, স্টেশন রোড, তিনপুলের মাথা, কোতোয়ালী মোড়, আন্দরকিল্লা মোড়, টেরীবাজার, বকশির হাট, এনায়েত বাজার মোড়, কাজির দেউড়ী, মুরাদপুর, ষোলশহর ২নং গেইট, জিইসি মোড়, প্রবর্তক মোড়, বহদ্দারহাট, গোলপাহাড়, অলিখাঁ মসজিদ মোড়, গণি বেকারী মোড়, ধুনিরপুল মোড়, জামাল খান মোড়, বৌদ্ধ মন্দির মোড়, কে সি দে রোড, কালামিয়া বাজার, কর্ণফুলী সেতু চত্বর, আগ্রাবাদ, চৌমুহনী মোড়, বারিক বিল্ডিং, দেওয়ানহাট মোড়, ফকিরহাট, ইপিজেড মোড়, বন্দরটিলা, স্টিল মিল, কাটগড়, বড়পোল, সাগরিকা, অলঙ্কার মোড়, অক্সিজেন মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে বসেছে হকারের পসরা। রাস্তা দখল করে দোকান খুলে বসেছেন খুদে বিক্রেতারা।
এসব গুরুত্বপূর্ণ মোড়ে রাখা হচ্ছে রিকশা, অটোরিকশাসহ প্রাইভেট কার। ফলে প্রতিটি মোড়েই তীব্র যানজট এবং জনজট হচ্ছে। এসব এলাকা অতিক্রম করতে যানবাহনগুলোর দীর্ঘসময় লাগছে। জটলার কারণে হেঁটেও রাস্তা পার হওয়া দুষ্কর হয়ে পড়েছে। নগরীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ মোড়ে নেই ফুটওভার ব্রিজ। ফলে পথচারীরা বাধ্য হয়ে সড়কের উপর দিয়েই রাস্তা পার হচ্ছে। আর তাতে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। মহানগরীর প্রায় প্রতিটি সড়কে অবৈধ পার্কিং।
নগরীতে চলাচলকারী সিটি সার্ভিসের বাস-মিনিবাস, হিউম্যান হলার ও অটোরিকশার কোন স্ট্যান্ড নেই। সড়কের উপর এসব যানবাহন রাখা হয়। ব্যস্ততম সড়কে গড়ে উঠেছে দূরপাল্লার বাসের অসংখ্য কাউন্টার। কাউন্টারের সামনে বাস রেখে যাত্রী তোলা হচ্ছে। সিটি সার্ভিসের বিভিন্ন রুটে চলাচলকারী বাস-মিনিবাস ও হিউম্যান হলার চালকেরাও মানছেন না ট্রাফিক আইন। ব্যস্ত সড়কে যেখানে ইচ্ছা সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলা হচ্ছে। সিটি সার্ভিসের বাসগুলো একে অপরের সাথে পাল্লা দিতে গিয়ে ট্রাফিক আইন অমান্য করছে, তাতে ঘটছে দুর্ঘটনা। মহানগরীর প্রধান সড়ক থেকে শুরু করে বেশ কয়েকটি সড়কে দীর্ঘদিন ধরে উন্নয়নের খোঁড়াখুঁড়ি চলছে। প্রধান সড়কের কাস্টম মোড় থেকে ফকিরহাট, বারিক বিল্ডিং, আগ্রাবাদ, দেওয়ানহাট হয়ে টাইগারপাস পর্যন্ত চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের খোঁড়াখুঁড়ি। এতে সড়কের এ অংশে রাতে-দিনে যানজট হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।
রোজায় চট্টগ্রাম বন্দরে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে। বন্দরের বিভিন্ন জেটি ও ইয়ার্ড থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানের অতিরিক্ত চাপে বন্দর সংলগ্ন সবকটি সড়কে এখন টালমাটাল অবস্থা। তার উপর রয়েছে সড়কে দখলবাজি। নিমতলা বিশ^রোড থেকে শুরু করে বড়পোল পর্যন্ত পোর্ট কানেকটিং সড়কের দুইপাশ অঘোষিত পার্কিং। সেখানে শত শত কাভার্ডভ্যান রাখা হয়েছে। একই দৃশ্য বারিক বিল্ডিং থেকে রশিদ বিল্ডিং হয়ে কদমতলী পর্যন্ত। সড়কের দুইপাশে পণ্যবাহী ভারী যানবাহন রাখা হচ্ছে। কদমতলী থেকে দূরপাল্লার মালামালবাহী ট্রাক, কাভার্ডভ্যান ছেড়ে যায়। রাস্তার দুইপাশে যানবাহন রেখে মালামাল লোড আনলোড করা হচ্ছে। এর ফলে পুরো এলাকায় যানজট স্থায়ী রূপ নিয়েছে।
নগরীর ব্যস্ততম স্টেশন রোড, বিআরটিসি টার্মিনাল ও কদমতলী এলাকায় যানজট এখন গভীর রাত পর্যন্ত স্থায়ী হচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত ফল ও সবজিবাহী ট্রাক ঢুকছে নগরীতে। এসব ট্রাক টাইগারপাস থেকে শুরু করে বিআরটিসি টার্মিনাল এবং কদমতলী থেকে চৈতন্যগলি হয়ে রেয়াজুদ্দিন বাজার পর্যন্ত সড়কে পার্কিং করা হচ্ছে। ফলে এসব এলাকায় চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জে যানবাহনের চাপে নগরীর ওই এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে।
মহানগরীর সড়ক অবকাঠামো উন্নয়ন ও যানজট নিরসনে বিগত দেড় দশকে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তবে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি, সড়ক, ফুটপাত বেদখল, ট্রাফিক আইন অমান্য করা এবং বড় গাড়ির তুলনায় ছোট ও অবৈধ যানবাহনের আধিক্য উন্নয়নের সুফল গিলে খাচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এ মহানগরীতে নেই কোন কেন্দ্রীয় বাস ও ট্রাকি টার্মিনাল। ট্রাফিক সিগন্যাল ও মান্ধাতার আমলের। ট্রাফিক পুলিশের হাতের ইশারায় চলে যানবাহন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সিরাজ সভাপতি ইকবাল সেক্রেটারি নির্বাচিত

সিরাজ সভাপতি ইকবাল সেক্রেটারি নির্বাচিত

ফুলবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ শেষে কেঁদে কেঁদে প্রার্থনা করলেন মুসল্লিরা

ফুলবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ শেষে কেঁদে কেঁদে প্রার্থনা করলেন মুসল্লিরা

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস; অসহ্য তীব্র তাপপ্রবাহে অস্থির জেলাবাসী

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস; অসহ্য তীব্র তাপপ্রবাহে অস্থির জেলাবাসী

যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে ১৯৬৮ সালের ছাত্র আন্দোলন যুদ্ধবিরোধী শিক্ষার্থীদের দমন করতে পারছে না প্রশাসন

যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে ১৯৬৮ সালের ছাত্র আন্দোলন যুদ্ধবিরোধী শিক্ষার্থীদের দমন করতে পারছে না প্রশাসন

কেশবপুরে এক ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় নিহত-১

কেশবপুরে এক ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় নিহত-১

বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে: ওবায়দুল কাদের

বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে: ওবায়দুল কাদের

ভোলায় জেলা প্রশাসকের মাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজীরের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

ভোলায় জেলা প্রশাসকের মাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজীরের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

লালমনিরহাটে বৃষ্টি চেয়ে অঝোরে কাঁদলেন মুসল্লিরা

লালমনিরহাটে বৃষ্টি চেয়ে অঝোরে কাঁদলেন মুসল্লিরা

কত বছর বয়সী ছাগল সদকা করতে হয় প্রসঙ্গে।

কত বছর বয়সী ছাগল সদকা করতে হয় প্রসঙ্গে।

জিআই পণ্যের গুণগত মান ও টেকসই সংরক্ষণের দিকে নজর দিতে হবে : শিল্পমন্ত্রী

জিআই পণ্যের গুণগত মান ও টেকসই সংরক্ষণের দিকে নজর দিতে হবে : শিল্পমন্ত্রী

কুষ্টিয়ার খোকসায় দেওয়াল চাপাই শিশুর মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় দেওয়াল চাপাই শিশুর মৃত্যু

ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের অসহায়ত্বের ছবি তুলে- সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের অসহায়ত্বের ছবি তুলে- সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

তিন দেশে আমিরের সফর থেকে কাতার কী পেতে চাইছে?

তিন দেশে আমিরের সফর থেকে কাতার কী পেতে চাইছে?

সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও সমানতালে উন্নয়নের গতিধারা এগিয়ে চলছে : পার্বত্য প্রতিমন্ত্রী

সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও সমানতালে উন্নয়নের গতিধারা এগিয়ে চলছে : পার্বত্য প্রতিমন্ত্রী

সংসদ সদস্য তমা-কে আ'লীগের বরণ-দিলেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি

সংসদ সদস্য তমা-কে আ'লীগের বরণ-দিলেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি

হিটস্ট্রোকে স্কুলের শিক্ষার্থীর মৃত্যু

হিটস্ট্রোকে স্কুলের শিক্ষার্থীর মৃত্যু

দেশে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর সংখ্যা বাড়ছে

দেশে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর সংখ্যা বাড়ছে

চলমান বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ গণপূর্তমন্ত্রীর

চলমান বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ গণপূর্তমন্ত্রীর

ফের মার্কিন ও ইসরাইলি জাহাজে হামলা হুথিদের

ফের মার্কিন ও ইসরাইলি জাহাজে হামলা হুথিদের

ঢাবিতে অনুমতি মেলেনি সালাতুল ইসতিসকার

ঢাবিতে অনুমতি মেলেনি সালাতুল ইসতিসকার