রাস্তায় নামলেই দুর্ভোগ
২৮ মার্চ ২০২৩, ১১:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:৪৭ এএম
চট্টগ্রাম নগরীতে তীব্র যানজটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ফুটপাত থেকে সড়ক সর্বত্রই পণ্যের পসরা, দখলবাজি। অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়েছে। যত্রতত্র গাড়ি থামিয়ে গণপরিবহনে যাত্রী তোলা হচ্ছে। ট্রাফিক আইনের কোন বালাই নেই। আর তাতে রাস্তায় নেমেই চরম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। পবিত্র মাহে রমজানের শুরু থেকেই সড়কে বিশৃঙ্খলা চরমে উঠে।
গতকাল রমজানের দ্বিতীয় কর্মদিবসে নগরীর প্রায় প্রতিটি সড়ক থেকে শুরু করে অলিগলিতেও ছিল তীব্র যানজট। যানজটে আটকা পড়ে ঘণ্টার পর ঘণ্টা দুঃষহ যন্ত্রণা পোহাতে হয় নগরবাসীকে। মহানগরীতে ট্রাফিক পুলিশের সংখ্যা বেড়েছে। তারপরও ফিরেনি শৃঙ্খলা। সামনের দিনগুলোতে ঈদ বাজার ঘিরে যানবাহনের ভিড় আরো বাড়বে। তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মহানগরীর প্রায় প্রতিটি সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। নগরীর প্রবেশ পথগুলোর চিত্রও একই রকম। ফুটপাতের সাথে রাস্তাও দখল হয়ে গেছে। রাস্তায় বসানো হয়েছে পণ্যের পসরা। যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা হচ্ছে। নির্মাণ সামগ্রী রেখে করা হয়েছে রাস্তা দখল। সরু গলির মুখে বড় ট্রাক দাঁড় করিয়ে মালামাল তোলা হচ্ছে। গলির মুখে সিটি কর্পোরেশনের আবর্জনার গাড়ি দাঁড় করিয়ে তোলা হচ্ছে ময়লা। এর ফলে সব সড়কেই এখন চরম দুর্ভোগ।
নগরীর নিউমার্কেট, স্টেশন রোড, তিনপুলের মাথা, কোতোয়ালী মোড়, আন্দরকিল্লা মোড়, টেরীবাজার, বকশির হাট, এনায়েত বাজার মোড়, কাজির দেউড়ী, মুরাদপুর, ষোলশহর ২নং গেইট, জিইসি মোড়, প্রবর্তক মোড়, বহদ্দারহাট, গোলপাহাড়, অলিখাঁ মসজিদ মোড়, গণি বেকারী মোড়, ধুনিরপুল মোড়, জামাল খান মোড়, বৌদ্ধ মন্দির মোড়, কে সি দে রোড, কালামিয়া বাজার, কর্ণফুলী সেতু চত্বর, আগ্রাবাদ, চৌমুহনী মোড়, বারিক বিল্ডিং, দেওয়ানহাট মোড়, ফকিরহাট, ইপিজেড মোড়, বন্দরটিলা, স্টিল মিল, কাটগড়, বড়পোল, সাগরিকা, অলঙ্কার মোড়, অক্সিজেন মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে বসেছে হকারের পসরা। রাস্তা দখল করে দোকান খুলে বসেছেন খুদে বিক্রেতারা।
এসব গুরুত্বপূর্ণ মোড়ে রাখা হচ্ছে রিকশা, অটোরিকশাসহ প্রাইভেট কার। ফলে প্রতিটি মোড়েই তীব্র যানজট এবং জনজট হচ্ছে। এসব এলাকা অতিক্রম করতে যানবাহনগুলোর দীর্ঘসময় লাগছে। জটলার কারণে হেঁটেও রাস্তা পার হওয়া দুষ্কর হয়ে পড়েছে। নগরীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ মোড়ে নেই ফুটওভার ব্রিজ। ফলে পথচারীরা বাধ্য হয়ে সড়কের উপর দিয়েই রাস্তা পার হচ্ছে। আর তাতে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। মহানগরীর প্রায় প্রতিটি সড়কে অবৈধ পার্কিং।
নগরীতে চলাচলকারী সিটি সার্ভিসের বাস-মিনিবাস, হিউম্যান হলার ও অটোরিকশার কোন স্ট্যান্ড নেই। সড়কের উপর এসব যানবাহন রাখা হয়। ব্যস্ততম সড়কে গড়ে উঠেছে দূরপাল্লার বাসের অসংখ্য কাউন্টার। কাউন্টারের সামনে বাস রেখে যাত্রী তোলা হচ্ছে। সিটি সার্ভিসের বিভিন্ন রুটে চলাচলকারী বাস-মিনিবাস ও হিউম্যান হলার চালকেরাও মানছেন না ট্রাফিক আইন। ব্যস্ত সড়কে যেখানে ইচ্ছা সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলা হচ্ছে। সিটি সার্ভিসের বাসগুলো একে অপরের সাথে পাল্লা দিতে গিয়ে ট্রাফিক আইন অমান্য করছে, তাতে ঘটছে দুর্ঘটনা। মহানগরীর প্রধান সড়ক থেকে শুরু করে বেশ কয়েকটি সড়কে দীর্ঘদিন ধরে উন্নয়নের খোঁড়াখুঁড়ি চলছে। প্রধান সড়কের কাস্টম মোড় থেকে ফকিরহাট, বারিক বিল্ডিং, আগ্রাবাদ, দেওয়ানহাট হয়ে টাইগারপাস পর্যন্ত চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের খোঁড়াখুঁড়ি। এতে সড়কের এ অংশে রাতে-দিনে যানজট হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।
রোজায় চট্টগ্রাম বন্দরে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে। বন্দরের বিভিন্ন জেটি ও ইয়ার্ড থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানের অতিরিক্ত চাপে বন্দর সংলগ্ন সবকটি সড়কে এখন টালমাটাল অবস্থা। তার উপর রয়েছে সড়কে দখলবাজি। নিমতলা বিশ^রোড থেকে শুরু করে বড়পোল পর্যন্ত পোর্ট কানেকটিং সড়কের দুইপাশ অঘোষিত পার্কিং। সেখানে শত শত কাভার্ডভ্যান রাখা হয়েছে। একই দৃশ্য বারিক বিল্ডিং থেকে রশিদ বিল্ডিং হয়ে কদমতলী পর্যন্ত। সড়কের দুইপাশে পণ্যবাহী ভারী যানবাহন রাখা হচ্ছে। কদমতলী থেকে দূরপাল্লার মালামালবাহী ট্রাক, কাভার্ডভ্যান ছেড়ে যায়। রাস্তার দুইপাশে যানবাহন রেখে মালামাল লোড আনলোড করা হচ্ছে। এর ফলে পুরো এলাকায় যানজট স্থায়ী রূপ নিয়েছে।
নগরীর ব্যস্ততম স্টেশন রোড, বিআরটিসি টার্মিনাল ও কদমতলী এলাকায় যানজট এখন গভীর রাত পর্যন্ত স্থায়ী হচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত ফল ও সবজিবাহী ট্রাক ঢুকছে নগরীতে। এসব ট্রাক টাইগারপাস থেকে শুরু করে বিআরটিসি টার্মিনাল এবং কদমতলী থেকে চৈতন্যগলি হয়ে রেয়াজুদ্দিন বাজার পর্যন্ত সড়কে পার্কিং করা হচ্ছে। ফলে এসব এলাকায় চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জে যানবাহনের চাপে নগরীর ওই এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে।
মহানগরীর সড়ক অবকাঠামো উন্নয়ন ও যানজট নিরসনে বিগত দেড় দশকে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তবে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি, সড়ক, ফুটপাত বেদখল, ট্রাফিক আইন অমান্য করা এবং বড় গাড়ির তুলনায় ছোট ও অবৈধ যানবাহনের আধিক্য উন্নয়নের সুফল গিলে খাচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এ মহানগরীতে নেই কোন কেন্দ্রীয় বাস ও ট্রাকি টার্মিনাল। ট্রাফিক সিগন্যাল ও মান্ধাতার আমলের। ট্রাফিক পুলিশের হাতের ইশারায় চলে যানবাহন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী নামমাত্র মূল্যে কক্সবাজার প্রেসক্লাবের জমি বন্দোবস্তি দিয়েছেন বেগম খালেদা জিয়া
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল
বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!
বাগেরহাটে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল