পদ্মা-যমুনায় নাব্যতা সঙ্কটে আটকে আছে পণ্যবাহী কার্গো
২৯ মার্চ ২০২৩, ১০:১৭ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৫:৫১ এএম
পদ্মা ও যমুনা নদীতে নাব্যতা সঙ্কট কাটছে না। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬ নং ফেরি ঘাটে পদ্মা নদীতে আটকে আছে উত্তরাঞ্চলগামী কয়েকটি জরুরি পণ্য বোঝাই কার্গো। এখান থেকেই পণ্য খালাস করতে বাধ্য হচ্ছে।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ফেরি ঘাটের ৬ নম্বর ঘাটে গিয়ে দেখা যায়, উত্তরাঞ্চলের পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া, নগরবাড়ী, বাঘাবাড়ী এ নৌপথ। প্রতিদিন বিভিন্ন পণ্যবাহী কার্গো জাহাজ চলাচল করে থাকে। চলতি শুষ্ক মৌসুমে নদীতে পানি অস্বাভাবিক ভাবে হ্রাস পাওয়ায় নৌপথের বিভিন্ন পয়েন্টে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। পাশাপাশি চ্যানেলের পানি গভীরতা কমে যাওয়ায় পণ্যবাহী জাহাজ চলাচল চরম ভাবে ব্যাহত হচ্ছে। এক একটি জাহাজ গন্তব্যে পৌঁছাতে ৫-৭ দিন পর্যন্ত সময় লাগছে। এ অবস্থায় চট্রগ্রাম ও মোংলা বন্দর থেকে ছেড়ে আসা পাবনার নগরবাড়ী ও সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দরগামী বিভিন্ন মালামাল সার, গম, কয়লা বোঝাই কোস্টার জাহাজ গোয়ালন্দের দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটে পদ্মা নদীতে নোঙ্গর করে রাখা হয়েছে। আটকে থাকা কার্গো জাহাজ থেকে ট্রলার ও বাল্কহেডের মাধ্যমে পণ্য খালাস করে গন্তব্য নেয়া হচ্ছে।
দৌলতদিয়া পদ্মা নদীতে নোঙর করে আছে এমভি আব্দুল কাদের, এমভি শেখ সুরজাত আলী, এমভি ল্যাবস, এমভি গোলাপ-১, রশিদ শিপিং লাইন, এমভি এসটিএস-১, এমভি মোর্শেদা বেগমসহ ৮টিরও বেশি কোষ্টার জাহাজ। অনেক শ্রমিক ওই জাহাজ থেকে মালামাল নামাতে কাজ করছেন।
জাহাজের মাস্টার আ. আলীম বলেন, চট্রগ্রাম থেকে জাহাজ নিয়ে আসতে নৌপথে নদীর মাঝে বড় বড় ডুবোচর জেগেছে। ওইসব ডুবোচরে জাহাজ আটকে যাচ্ছে। ডুবোচরের কারণে নদী পথে ঘুরে আসতে জ্বালানি খরচ ও সময় বেশি লাগছে। তারপর আবার ঘাটে এসে নদীর পারে জাহাজ চাপাতে পারছি না। দৌলতদিয়া ফেরি ঘাটে নদীতে জাহাজ আটকে যাওয়ার কারণে এখানেই ট্রলার ও বাল্কহেডে করে মালামাল খালাস করতে হচ্ছে। নদীতে নাব্যতা সঙ্কটের কারণে বেশির ভাগ জাহাজ দাসকান্দিতে ঘাটে চলে যাচ্ছে।
জাহাজের মাস্টার রশিদ সরদার বলেন, চট্রগ্রাম থেকে দৌলতদিয়ায় আসতে নদীতে পানি থাকলে সময় লাগতো ২-৩ দিন। নদীতে পানি কমে যাওয়ায় নাব্যতা সঙ্কটে সময় লাগছে ৬-৭ দিন। আবার ঘাটে এসে মালামাল খালাসের জন্য থাকতে হয় ২-৩ দিন। জাহাজ থেকে মালামাল খালাস করে তারপর ছেড়ে যাব বাঘাবাড়ী বন্দরে।
ফেরির মাস্টার রফিকুল ইসলাম বলেন, ড্রেজিংয়ে একটি চ্যানেল সচল আছে। ওই চ্যানেলটি শুধু মাত্র দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে যাওয়ার সময় ব্যবহার করি। আর পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার সময় স্বাভাবিক নদীপথই ব্যবহার করা হয়। তবে নদীতে অসংখ্য ডুবোচরে ঝুঁকি থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আপাতত কোনো ঝুঁকি নেই।
বিআইডাব্লিটিসি দৌলতদিয়ার ঘাট শাখার সহকারী ম্যানেজার খোরশেদ আলম বলেন, নদীতে নাব্যতা সঙ্কট দেখা দেয়ার কারণে ফেরিগুলো নদীর ভাটি দিয়ে ঘুরে আসছে। আগের চেয়ে অনেক সময় বেশি লাগছে। নদীর চ্যানেল ঠিক করতে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে। নদীতে এসব পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য ১২ থেকে ১৭ ফিট পানির গভীরতার প্রয়োজন। তা না থাকায় দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় পণ্য খালাস করতে হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বই উৎসবের নামে গত দেড় দশকে অর্থের অপচয় হয়েছে: এনসিটিবি চেয়ারম্যান
আগামীতে বাণিজ্য মেলা হবে দেশজুড়ে : প্রধান উপদেষ্টা
চূড়ান্ত বিচ্ছেদে পিট-জোলির সম্পর্ক
আবারও ৪ দিনের রিমান্ডে কামরুল ইসলাম
শনিবারসহ ২০২৫ সালে মাদ্রাসায় ছুটি ৭৫ দিন
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপের
বুড়িচংয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও সমাবেশ
নারায়ণগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে ৩ বন্ধুকে ছুরিকাঘাত, নিহত ১
সাতক্ষীরা-সুন্দরবনে কাঁকড়া ধরার ২ মাসের নিষেধাজ্ঞা শুরু
নিউইয়র্কের টাইমস স্কয়ারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরের শুরু
থার্টি ফার্স্ট নাইটে জাবিতে ৯ শিক্ষার্থী আটক
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত
তারাকান্দায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আজ থেকে দেশের সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ রাখার নির্দেশ
কিশোরগঞ্জে ঘন কুয়াশায় দিনেও যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে
ভূগর্ভস্থ পানিরস্তর নামাসহ জরাজীর্ণ সরবরাহ ব্যবস্থায় বরিশাল মহানগরীতে পানির হাহাকার
নতুন বছরে পৃথিবীর জনসংখ্যা ৮০৯ কোটি
মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না: প্রধান উপদেষ্টা
জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার জন্য অর্থছাড়ের সীমা শিথিল
বাংলাদেশের ২০২৪ : একতরফা নির্বাচন, ছাগলকাণ্ড, হাসিনার দেশত্যাগসহ বিরল সব ঘটনা