হোমল্যান্ড ইন্স্যুরেন্সে ১০৪ কোটি টাকা লোপাটের তদন্ত করতে হাইকোর্টের নির্দেশ
২৯ মার্চ ২০২৩, ১১:২৮ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৫:৫৫ এএম
হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের গ্রাহকদের ১০৪ কোটি টাকা লোপাটের ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিটের প্রেক্ষিতে শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ( আইডিআরএ)কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল্লাহিল মারুফ ফাহিম ও অ্যাডভোকেট দিদারুল আলম দিদার। সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
অ্যাডভোকেট আব্দুল্লাহিল মারুফ ফাহিম বলেন, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বীমা দাবির টাকা না পেয়ে সংক্ষুব্ধ কুষ্টিয়ার রহিমা আক্তারসহ ১৪ গ্রাহক রিট করেন। রিটের শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত: গত ১১ ফেব্রুয়ারি ‘শত কোটি টাকা লোপাটের অভিযোগ হোমল্যান্ড ইন্স্যুরেন্সের বিরুদ্ধে অস্তিত্বহীন জমিতে বালু ভরাট : বেতনাদি ও কমিশন পরিশোধের ভুয়া ভাউচার’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। এর প্রতিবেদনের পর বেশ কয়েকটি পত্রিকা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদন সংযুক্ত করে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।
ইনকিলাব প্রতিবেদনে উল্লেখ করা হয়, অস্তিত্বহীন জমি ক্রয় এবং ক্রয়কৃত জমিতে বালু ভরাট, অস্তিত্বহীন ‘সার্ভিস সেন্টার’ স্থাপন এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতনাদি পরিশোধের নামে হোমল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকগণ ১০৪ কোটি টাকা লোপাট করেন। অর্থ লুটপাটের ফলে প্রতিষ্ঠানটিতে অর্থ সঙ্কট চরম আকার ধারণ করে। গ্রাহকের বীমা দাবি পরিশোধে ব্যর্থ হচ্ছে হোমল্যান্ড। প্রতিষ্ঠানটির অধিকাংশ পরিচালকই অনাবাসী বাংলাদেশী বা এনআরবি। তারা বিদেশে বসে প্রতিষ্ঠানের সম্মানিভাতা, লভ্যাংশ এবং ভুয়া ভাউচারের মাধ্যমে সরানো অর্থ হাতিয়ে নেন। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই বীমা কোম্পানি এভাবে এখন দেউলিয়া প্রায়। এ পরিস্থিতিতে গ্রাহকের অর্থ পরিশোধ করতে পারছে না। রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, দুদক চেয়ারম্যান, আইডিআরএ’র চেয়ারম্যান, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও পরিচালকদের বিবাদী করা হয়েছে।
দৈনিক ইনকিলাবে তুলে ধরা তথ্য উদ্ধৃত কওে শুনানিতে ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল বলেন, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ভুয়া বিল ভাউচার দেখিয়ে এ পর্যন্ত গ্রাহকের ১০৪ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৬৭৮ টাকা আত্মসাৎ করেছে।
আদেশের বিষয়ে এই আইনজীবী জানান, হোমল্যান্ডের ১০৪ কোটি টাকা আত্মসাৎ তদন্তের কেন নির্দেশ দেয়া হবে না-এই মর্মে রুল জারি করা হয়েছে। পরবর্তী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে দুদক বরাবর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের একটি আবেদন আগামী ২ মাসের মধ্যে ইতিবাচকভাবে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। রিটের পরবর্তী শুনানি আগামি ৪ জুন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চূড়ান্ত বিচ্ছেদে পিট-জোলির সম্পর্ক
আবারও ৪ দিনের রিমান্ডে কামরুল ইসলাম
শনিবারসহ ২০২৫ সালে মাদ্রাসায় ছুটি ৭৫ দিন
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপের
বুড়িচংয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও সমাবেশ
নারায়ণগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে ৩ বন্ধুকে ছুরিকাঘাত, নিহত ১
সাতক্ষীরা-সুন্দরবনে কাঁকড়া ধরার ২ মাসের নিষেধাজ্ঞা শুরু
নিউইয়র্কের টাইমস স্কয়ারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরের শুরু
থার্টি ফার্স্ট নাইটে জাবিতে ৯ শিক্ষার্থী আটক
কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ২
তারাকান্দায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আজ থেকে দেশের সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ রাখার নির্দেশ
কিশোরগঞ্জে ঘন কুয়াশায় দিনেও যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে
ভূগর্ভস্থ পানিরস্তর নামাসহ জরাজীর্ণ সরবরাহ ব্যবস্থায় বরিশাল মহানগরীতে পানির হাহাকার
নতুন বছরে পৃথিবীর জনসংখ্যা ৮০৯ কোটি
মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না: প্রধান উপদেষ্টা
জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার জন্য অর্থছাড়ের সীমা শিথিল
বাংলাদেশের ২০২৪ : একতরফা নির্বাচন, ছাগলকাণ্ড, হাসিনার দেশত্যাগসহ বিরল সব ঘটনা
পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতি থেকে ১১ জন পদত্যাগ করে সংবাদ সম্মেলন
হরিরামপুরে মহান দিবস উদযাপনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত