তলবি সভায় বিএনপি-আওয়ামী লীগ একাট্টা নতুন নির্বাচন ১৪-১৫ জুন

সুপ্রিম কোর্ট বার দ্বি-খ-িত হচ্ছে?

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

৩০ মার্চ ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৪-১৫ জুন। গত ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট বারে কোনো নির্বাচন হয়নি- এমন রেজুলেশন নিয়ে নির্বাচনের নতুন এ তারিখ ঘোষণা করেন ‘সাধারণ সদস্য’রা। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আহূত এক তলবি সভায় নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম. আমীর উল ইসলামের সভাপতিত্বে তলবি সভা অনুষ্ঠিত হয়। সভায় বারের সাবেক সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন, সিনিয়র অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদসহ কয়েকশ’ আইনজীবী উপস্থিত ছিলেন।

সভা আহ্বানকারী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে সদস্য সচিব করে সুপ্রিম কোর্ট বারে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রেও ১৭(৩)(এ) অনুচ্ছেদ অনুযায়ী তলবি সভা আহ্বান করা হয়। সভার সিদ্ধান্তে বলা হয়, ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শাহ্ আহমেদ বাদলকে সদস্য সচিব করে সুপ্রিম কোর্ট বারে ১৪ সদস্যের অস্থায়ী কমিটি গঠন করা হয়। এ কমিটি সমিতির সংবিধান অনুযায়ী অপসন ফরম বিতরণ করে ১৫ মের মধ্যে নতুন ভোটার তালিকা প্রণয়ন করবে। ১৪ ও ১৫ জুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনের আয়োজন করবে।

সভাপতির বক্তব্যে বর্ষীয়ান আইনজ্ঞ ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম বলেন, বাংলাদেশের প্রত্যেকটা বারের সদস্যরা আজ প্রশ্ন তুলছে। আজ সুপ্রিম কোর্ট বারের এ অবস্থাটা কী করে হল? সেজন্য সুপ্রিম কোর্ট বারের দীর্ঘদিনের যে ঐতিহ্য সেই ঐতিহ্যে কলঙ্ক লেপন করা হয়েছে, এ কলঙ্ক মুছে যাবে না। উপস্থিত আইনজীবীদের তিনি প্রশ্ন রাখেন, এ কলঙ্ক মোছার কাজটা অতিসত্বর করা প্রয়োজন বলে আপনারা সবাই কি মনে করেন না? দ্বিতীয়তঃ হচ্ছে, আমাদের ডিগনিটি অব দ্য ল’ইয়ার ইমপর্টেন্ট ফ্যাক্টর। এ ডিগনিটি সমিতির সবার জন্য আমাদের রক্ষা করতে হবে। যে সঙ্কট সৃষ্টি হয়েছে আগামী নির্বাচনে আমি আশা করি সেই সঙ্কট অতিক্রম করে আমরা একটি স্বাধীন বার অ্যাসোসিয়েশন করব।

তলবি সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করে বারের ব্যাংক অ্যাকাউন্টসহ বারের রুটিন কার্যক্রম পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন কমিটি। ১ এপ্রিল থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বারের সকল কর্মকর্তা-কর্মচারী তথা বারের অফিস অন্তর্বর্তীকালীন কমিটির নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

অন্তর্বর্তীকালিন কমিটির সদস্যরা হলেন, সিনিয়র আইনজীবী আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মো. নজরুল ইসলাম, ড. রফিকুল ইসলাম মেহেদী, ড. এম খালেদ আহমেদ, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, এস এম খালেকুজ্জামান, মির্জা আল মাহমুদ, মো. সাইফুর রহমান, ব্যারিস্টার সরওয়ার হোসেন, ড. শামসুল আলম ও এস এম জুলফিকার আলী জুনু। এছাড়া অন্তর্বর্তীকালীন কমিটির উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে, সংবিধান প্রণেতা ও বর্ষীয়ান আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এফ এম হাসান আরিফ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অবসরপ্রাপ্ত বিচারপতি হাবিবুল ইসলাম ভূইয়া, এ জে মোহাম্মদ আলী, এম কে. রহমান ও আবু সাইদ সাগরকে।

সভায় অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ রেজুলেশন পাঠ করেন। রেজুলেশন সদস্যদের সর্সম্মতিক্রমে অনুমোদন হয়। রেজুলেশেনে বলা হয়েছে, তলবি সভায় সিদ্ধান্ত হয়েছে যে, সুপ্রিম কোর্ট বার অফিস সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির এবং সেক্রেটারি আবদুন নুর দুলালের নির্দেশে কাজ করবে না। ১ এপ্রিল থেকে সমিতির অফিস শুধুমাত্র অ্যাডহক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের আদেশে পরিচালিত হবে। অ্যাডহক কমিটি শুধুমাত্র সমিতির রুটিন কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে গত ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট বারে বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অতিরিক্ত ব্যালট মুদ্রণ, নির্বাচন পরিচালনা কমিটি থেকে মনসুরুল হক চৌধুরীর পদত্যাগ, বিএনপি সমর্থিত নীল প্যানেলের আইনজীবীদের ওপর হামলা, লাঠিচার্জ, সাংবাদিকদের ওপর হামলা ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে ভোট গ্রহণে নীল প্যানেলের প্রার্থীরা বিরত থাকেন। পুলিশি হামলার পর বিএনপি সমর্থক আইনজীবীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগে মামলা হয়। এসবের প্রেক্ষিতে ওই নির্বাচনকে কোনো নির্বাচনের স্বীকৃতি দেয়নি বিএনপি সমর্থিতসহ সাধারণ আইনজীবীরা। তবু ১৭ মার্চ ফলাফল ঘোষণা করা হয়। তাতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামীলীগ সমর্থিত সাদা প্যানেল। উদ্ভূত পরিস্থিতিতে বিব্রত হন আওয়ামী মতাদর্শে বিশ্বাসী আইনজীবীরাও। তারা বিচ্ছিন্নভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ প্রেক্ষাপটে গতকাল অনুষ্ঠিত হয় সাধারণ আইনজীবীদের তলবি সভা। এ সভায় বিএনপি সমর্থিত আইনজীবীদের সঙ্গে যোগ দেন আওয়ামী মতাদর্শে বিশ্বাসী ব্যারিস্টার এম.আমীর উল ইসলাম। তিনি আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে একাধিকবার বারের সভাপতি নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে কুষ্টিয়ার নিজ নির্বাচনী আসন থেকে মনোনয়ন চেয়ে পাননি।

অ্যাডভোকেট এম. কে. রহমান ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। গণফোরামের আদর্শে বিশ্বাসী জগলুল হায়দার আফ্রিকসহ বিভিন্ন মতাদর্শের আইনজীবীগণও এ সভায় অংশ নেন। তবে তলবি সভার বিষয়ে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ‘বিজয়ী’ সাদাপ্যানেল আইনজীবীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে ১৫-১৬ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট বারের বিতর্কিত নির্বাচন এবং তলবি সভার মাধ্যমে ঘোষিত নতুন নির্বাচনী তফসিলের ফলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সঙ্কট নিরসন না হয়ে আরো ঘণীভূত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্ট বারের অনেক আইনজীবী। নাম প্রকাশে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলের একজন আইনজীবী বলেন, নতুন এ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণার মধ্য দিয়ে গত ১৫-১৬ মার্চের কমিটিকে কার্যতঃ অস্বীকার করা হলো। ফলে এ ঘোষণা সুপ্রিম কোর্ট বারে বিভাজনের দেয়ালকে আরো উঁচু করবে। পেশাজীবী সংগঠন হিসেবে মর্যাদা, অখ-তা ও ঐক্যের প্রতীক হয়ে সুপ্রিম কোর্ট বার ভবিষ্যতে কখনও দাঁড়াতে পারবে কি না-সন্দেহ পোষণ করেন। তিনি বলেন, বিবাদকে এতোটা বাড়তে দেয়া উচিৎ হয়নি। রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা থাকলেও পেশাগত ঐক্যের খাতিরে সমিতিকে অবিভক্ত রাখা অত্যন্ত জরুরি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস
কুমারখালীতে রাতের আঁধারে সড়কের অর্ধশতাধিক গাছ কর্তন
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
ধামরাইয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ
ছিনতাইকারীর হাতে খুন হন হাফেজ কামরুল
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ