নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে
০১ এপ্রিল ২০২৩, ১০:০৯ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ১১:০০ এএম
সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি গতকাল শনিবার পৃথকভাবে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে। নাসিমন ভবন চত্বরে নগর বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, টালবাহানা করে লাভ নেই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। জনগণকে সাথে নিয়ে এ দাবি আদায় করা হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষ নিরবে ধুঁকছে। মানুষের কষ্ট নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছেন শহীদ জিয়া নাকি স্বাধীনতা ঘোষণা করেননি, রণাঙ্গনে যুদ্ধ করেননি। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মিথ্যাচারের রাজনীতি। প্রতিনিয়ত তারা মিথ্যাচার করে। এ সরকার দেশের জনগণের থাকা লুটপাট করেছে। কুইক রেন্টাল বিদ্যুতের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বিদ্যুতের দুর্নীতির বিরুদ্ধে বলা যাবে না। দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়েছে। দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে চলছে এই দেশের একদলীয় শাসন। ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে হয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। জনগণের ভোট কেড়ে নিয়ে একদলীয় সরকার গঠন করেছে। এই সরকারের দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে বিএনপি রাজপথে আছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারি অধীনে নির্বাচন দিতে হবে। দাবি না হওয়া পর্যন্ত বিএনপির রাজপথে থাকবে।
মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, মাহবুব আলম, এড মুফিজুল হক ভূঁইয়া, এস এম আবুল ফয়েজ, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, যুবদল নেতা মোশাররফ হোসেন দিপ্তী, মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দল নেতা এইচ এম রাশেদ খান, শ্রমিক দল নেতা শেখ নূর উল্লাহ বাহার, মহিলা দলের মনোয়ারা বেগম মনি প্রমুখ।
উত্তর জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের আয়ু শেষ হয়ে গেছে। তারেক রহমানের নেতৃত্বে জনগণ রাজপথে নেমেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক। বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, মো. সালাউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জি. বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন প্রমুখ।
কর্ণফুলী সেতু এলাকার একটি কনভেনশন সেন্টার প্রাঙ্গণে দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, কোনো কিছুই অবশিষ্ট নেই। এ সরকারের পতন ঘটিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও অ্যাড. শওকত ওসমানের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, মোশাররফ হোসেন, অ্যাড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, নুরুল আনোয়ার চৌধুরী, মনজুর উদ্দিন চৌধুরী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অ্যাড. ফৌজুল আমিন, মফজল আহমদ, খোরশেদ আলম, অ্যাড. এস এম ফোরকান প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অলিভিয়া হাসি : কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া
ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজি ও ছিনতাই মামলার আসামি আটক
প্রকৃতির সাথে হাসছে সরিষা ফুল, সাথে মিশে আছে কৃষকের রঙিন স্বপ্ন
সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক :স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাইলেন আইজিপি
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবি পার্টির জাতীয় নির্বাহী কাউন্সিলের নির্বাচন
শ্যামনগর জুয়ার মাস্টার এজেন্টরা রক্ষা পেতে রাজনৈতিক নেতাদের ছায়াতলে
‘অবৈধ দখলদাররা যত প্রভাবশালীই হোক, ব্যবস্থা নেওয়া হবে : সৈয়দা রিজওয়ানা
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আইন উপদেষ্টা
কীর্তিমানসহ সব বাবাই হচ্ছেন আমাদের জন্য বটবৃক্ষ- মাহমুদুল হক রুবেল
রামগতিতে কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
পানামা খাল নিয়ে ট্রাম্পের অভিযোগ অমূলক : জোসে রাউল মুলিনো
৫৫ লাখ টাকা নিয়ে উধাও বিকাশের ডিএসও ইমরান গ্রেপ্তার
কোন সুদী সরকারই আর চাই না: অধ্যাপক মজিবুর রহমান
টিকটক নিষেধাজ্ঞা ঠেকাতে সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন
কুষ্টিয়ায় বিএনপির কর্মীসভায় দলীয় নেতার মতো বক্তব্য দিয়ে ভাইরাল ওসি
পাকিস্তান-তালেবান সম্পর্কে শীতলতা, ইতিহাস থেকে বর্তমান
কটিয়াদীতে অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার
বিকিনি নয় মনোকিনি পরে অভিনেত্রীর স্কাই ড্রাইভিং