ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
ঢাবির কুয়েত মৈত্রী হল

সিট পাচ্ছে না অর্ধশতাধিক শিক্ষার্থী টাকার বিনিময়ে থাকছে গেস্ট

Daily Inqilab রাহাদ উদ্দিন

০১ এপ্রিল ২০২৩, ১১:১৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:০৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছেলেদের আবাসিক হলগুলোতে প্রশাসনিক নিয়ন্ত্রণ না থাকায় সিট ছাড়াই পড়াশোনা শেষ করতে হয় অনেক শিক্ষার্থীকে। কিন্তু এর ব্যতিক্রম দেখা যায় মেয়েদের হলগুলোতে। এসব হলগুলোতে দ্বিতীয় বর্ষ থেকেই মোটামুটি সব শিক্ষার্থী সিট পেয়ে থাকে। কিন্তু এর ব্যত্যয় ঘটছে বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে। তৃতীয় বর্ষের শেষ দিকে এসেও এই হলে সিট পাচ্ছে না অর্ধশতাধিক শিক্ষার্থী। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এসব শিক্ষার্থী।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থীকে সিট দিচ্ছে না হল প্রশাসন। এদের অনেকেই ছাত্রলীগ নিয়ন্ত্রিত গণরুমে দুর্বিষহ জীবন পার করছেন। আবার অনেকে হলে সিট না পেয়ে মেসে থাকছেন। যদিও এর আগের কোনো ব্যাচের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষে এসেও গণরুমে থাকার নজির নেই বলে জানা যায়।

ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, আমাদেরকে সিট বরাদ্দ দেয়ার আগেই ভাইভা ডেকেছে, অভিভাবক ডেকে কথা বলেছে কিন্তু সিট দেয়নি। বারবার লিখিত আবেদন করেও আমরা সিট পাচ্ছি না। সিটের ব্যাপারে কথা বলতে গেলে আমাদের সাথে বাজে আচরণ করা হয়। ম্যামদের কাছে আমাদের কোনো সমস্যার কথা বলা যায় না। কথা দিয়ে কলিজা ঝাঁজরা করে দেয়।

তিনি বলেন, আমাদের মাঝে যাদের পজিশন আমাদের পেছনে তাদেরও অনেকে সিট পেয়ে গেছে। ম্যামরা শুনে ছাত্রলীগের কথা। আমাদের কথা শুনে না। ছাত্রলীগ যাকে পছন্দ করে ম্যামরা তাকেই সিট দেয়। আমি প্রচুর মেন্টাল প্রেশারে আছি। ম্যামরা আমাদের সাথে অন্যায় করেছে। তৃতীয় বর্ষ শেষ হয়ে যাচ্ছে। বছর দেড়েকের মধ্যেই অনার্স শেষ। অথচ এখনো একটা সিট পাচ্ছি না থাকার জন্য! এটা আমাদের জন্য সত্যিই হতাশার।
কান্নাজড়িত কন্ঠে আরেক শিক্ষার্থী ইনকিলাবকে বলেন, এই পর্যন্ত আমাদেরকে কয়েক দফায় আবেদন করতে হয়েছে। সিট কনফার্ম হওয়ার আগেই আমাদের ভাইভা ডেকেছে, এলাকা থেকে অভিভাবক ডেকেছে, লোকাল অভিভাবক ডেকেছে। কিন্তু সিট দিচ্ছে না। ম্যাম আমাকে বলেছে সিট দেয়া হবে না কারণ সিট নেই। এর কিছুদিন পরেই দেখেছি দ্বিতীয় বর্ষের ২০জনকে সিট দিয়েছে।

ওই শিক্ষার্থী আরো বলেন, আমরা এখন ৪ জনের রুমে ১২জন থাকছি। ছাত্রলীগের প্রোগ্রামে যেতেও বাধ্য হচ্ছি। কোনো কোনো রুমে ফ্লোরিং করে সিনিয়র জুনিয়র একসাথে ২০ জনও থাকতে হচ্ছে।
ভুক্তভোগী আরেক শিক্ষার্থী বলেন, ক্যান্টিনের খাবারের মান খুবই বাজে। তাই হলের অধিকাংশ শিক্ষার্থীই নিজেরা রান্না করে খায়। কিন্তু আমরা যারা গণরুমে থাকতে হচ্ছে তাদের এই সুবিধাটা নেই। এখানে রুমে চুলা ব্যবহার করা যায় না। ওয়াশরুমে সিরিয়াল ধরতে ক্রস করতে হয় লম্বা লাইন। খাওয়া দাওয়া, ওয়াশরুম, গোসল সবকিছুতেই আমাদের ভোগান্তি। ম্যামদের কাছে এসব বিষয়ে জানালে কোনো পদক্ষেপ নেয় না। উল্টো বকা খেয়ে আসতে হয়। অনেকেই এসব নিয়ে কথা বলতে ভয় পায়, কারণ পরিচয় প্রকাশ পেয়ে গেলে তখন ম্যাম এবং আপু (ছাত্রলীগ নেত্রী) দুই জন থেকেই বিপদে পড়ার আশঙ্কা আছে এই জন্য।

এর আগে গত ২৬ জানুয়ারি রাতে হল প্রভোস্ট প্রফেসর নাজমুন নাহারের পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নেয় ভুক্তভোগী এসব শিক্ষার্থী। এসময় শিক্ষার্থীরা গণমাধ্যমে জানান, হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বঞ্চিত রেখে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সিট দেয়া হচ্ছে। হলের কোনো সমস্যার কথা প্রশাসন কানে নেয় না।

এ সময় এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, আমরা যদি বলি ক্যান্টিনে খাবারের দাম বাড়লেও মান কমে গেছে, তখন প্রভোস্ট ম্যাম ক্যান্টিন মালিকদের পক্ষ নিয়ে কথা বলেন। হলের সমস্যা নিয়ে কোনো শিক্ষার্থী ফেসবুকে কিছু লিখলে তাঁকে ডেকে নিয়ে অপমান করেন। এমনকি পরিবারকে ফোন করে ওই শিক্ষার্থী সম্পর্কে বাজে মন্তব্য করেন তিনি। বিভিন্ন সমস্যার কথা বলতে বলতে সহ্যের সীমা পেরিয়ে যাওয়ার পর আমরা এখানে অবস্থান নিয়েছি।

এদিকে এই হলের ঝুঁকিপূর্ণ মনোয়ারা ভবনে টাকার বিনিময়ে থাকতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। তাদের মধ্যে এক শিক্ষার্থী জানান, ম্যামরাও জানেন এই ভবনটা ঝুঁকিপূর্ণ। আমাদেরকে বলে দেয়া হয় নিজ দায়িত্বে এই ভবনে থাকার জন্য। এক্ষেত্রে কারো থেকে ৩ হাজার কিংবা কারো কারো থেকে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা করে নেয়া হয়। মূলত প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই ভবনে গেস্ট হিসেবে রাখা হয়। দ্বিতীয় বর্ষ থেকে ধীরে ধীরে এখান থেকে লিগ্যাল সিটে উঠানো হয়।

সিট বন্টনের দায়িত্বে থাকা হাউজ টিউটর মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ফারজানা বেগম বিস্তারিত জানার জন্য অফিসে যাওয়ার কথা বলেন। এছাড়া তিনি হল প্রভোস্ট নাজমুন নাহারের সাথে কথা বলার পরামর্শ দেন। এদিকে হল প্রভোস্ট প্রফেসর নাজমুন নাহারকে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান ইনকিলাবকে বলেন, শিক্ষার্থীরা কিছু বিষয় নিয়ে আমার সাথে কথা বলার জন্য এসেছিল।এসব বিষয়ে স্থানীয় হল প্রশাসনই ভালো বলতে পারবে যারা এসব ব্যবস্থাপনা করে থাকে। ওই হলে বাস্তবিকই অনেক সীমাবদ্ধতা আছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে: উপদেষ্টা নাহিদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে: উপদেষ্টা নাহিদ

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু

৭ দিনের রিমান্ডে মশিউর রহমান

৭ দিনের রিমান্ডে মশিউর রহমান

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

দক্ষিণাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী বেশী মধ্য শরতের দুঃসহ গরমে জনজীবন বিপর্যস্ত

দক্ষিণাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী বেশী মধ্য শরতের দুঃসহ গরমে জনজীবন বিপর্যস্ত

নামাজের আগে বায়তুল মোকাররমে নাটকীয়তা

নামাজের আগে বায়তুল মোকাররমে নাটকীয়তা