বোনের সম্মান রক্ষায় খুন!
০৪ এপ্রিল ২০২৩, ১১:৩২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:১৩ পিএম
বোনের স্বামী প্রবাসী। এ অবস্থায় তার বাড়িতে ঋণের কিস্তির জন্য যাবেন আটজন এনজিও কর্মী। এতে তার বোনের মান-সম্মানের হানি হবে। এটা মানতে না পেরেই বোনের বাড়িতে যাওয়ার আগে এনজিও কর্মীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেন তিনি। এরপর পালিয়ে কয়েক জেলা ঘুরে সিলেটের জৈয়ন্তাপুরে একটি হোটেলে ২০০ টাকা বেতনে বয়ের চাকরি নেন। তবে শেষ রক্ষা হয়নি তার। সেখান থেকে তাকে ধরে এনেছে র্যাব-৭ চট্টগ্রামের একটি টিম।
তার নাম মো. এনামুল হক এনাম (৩০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া গ্রামের মো. নুুরুজ্জামানের পুত্র। গতকাল মঙ্গলবার তাকে গ্রেফতারের তথ্য জানান র্যাব কর্মকর্তারা। সোমবার রাতে তাকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। গত ৫ মার্চ রাঙ্গুনিয়ার ধামাইরহাটে এনজিও কর্মী চম্পা চাকমাকে (২৮) গলা কেটে হত্যা করে পালিয়ে যান এনাম।
চম্পা বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’র রাঙ্গনিয়া শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। র্যাব জানায়, এনাম গত বছরের ২০ এপ্রিল ওই এনজিও থেকে তার মায়ের নামে দুই লাখ টাকা এবং বোনের নামে এক লাখ টাকা লোন নেন। পরবর্তীতে এনামুল তার মায়ের লোনের ৪০ কিস্তি যথাসময়ে পরিশোধ করলেও তার বোনের নামে নেওয়া লোনের ছয়টি কিস্তির টাকা যথাসময়ে পরিশোধ করেননি। যা প্রতি মাসে ১০ হাজার টাকা কিস্তিতে পরিশোধ করার কথা। গত ২৮ ফেব্রুয়ারি নির্ধারিত তারিখে কিস্তি পরিশোধ করতে না পারায় চম্পা চাকমা এনামুলকে বারবার তাগাদা দিতে থাকেন। এনিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
গত ৫ মার্চ রাত আনুমানিক ৮টায় চম্পা চাকমা এবং তার সহকর্মী একত্রে অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ধামরাইহাট এলাকায় তাদের সাথে এনামুলে দেখা হলে লোনের কিস্তির টাকা পরিশোধ সংক্রান্তে ফের কথা কাটাকাটি হয়। কিস্তির টাকার জন্য বারংবার তাগিদ দেওয়ায় এনামুল চম্পার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে এনামুল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চম্পা চাকমার গলায় শ্বাসনালীতে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যান।
চম্পা চাকমার অফিসের সহকর্মীরা এবং আশেপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চম্পার ভগ্নিপতি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই হত্যাকা-ের পর র্যাব আসামি গ্রেফতারে অভিযানের পাশাপাশি ছায়া তদন্ত অব্যাহত রাখে। র্যাব জানতে পারে হত্যা মামলার একমাত্র আসামি এনামুল গ্রেফতার এড়াতে সিলেট জেলার জৈন্তাপুর থানার আসামপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল খুন করার কথা অকপটে স্বীকার করেছেন। কারণ তার মা ও বোন ওই এনজিওর কাছ থেকে তিন লাখ টাকা ঋণ নেয় যার মাত্র ৩০ হাজার টাকা বাকি ছিল। আর ওই টাকা তোলার জন্য এনজিও থেকে আটজন লোক তার বোনের বাসায় যেতে চেয়েছিল। এই ঘটনায় তার বোনের মান-সম্মান যাবে এটা ভেবেই তিনি প্রথমে চম্পাকে চাকু দেখিয়ে হুমকি দেন। তার ধারণা ছিল এতে ভয় পেয়ে চম্পা ফিরে যাবেন। কিন্তু এতে চম্পা আরো ক্ষিপ্ত হয়ে উঠায় তিনি রাগের মাথায় তার গলায় ছুরি চালিয়ে দেন। হত্যাকা-ের পর পাহাড়ি বনে একরাত, রাঙামাটি, চট্টগ্রামের পতেঙ্গা, চকবাজার এলাকা, ঢাকার পোস্তাগালা এবং সর্বশেষ সিলেটের জৈন্তাপুরে হোটেলে কাজ নেন এনামুল।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!
এ বছর আর হচ্ছে না বিজিবি-বিএসএফের বৈঠক
দীর্ঘদিন শরীর সুস্থ রাখার উপায়
গফরগাঁওয়ে ভয়াবহ ব্রহ্মপুত্র ট্রেন দুর্ঘটনা: গুরুতর আহত ১
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫
যুক্তরাষ্ট্রে প্রথম গুরুতর বার্ড ফ্লু সংক্রমণে মিউটেশন, শনাক্ত একজন
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা
সূর্যের নিকটতম যাত্রা, নিরাপদে ফিরে এলো নাসার পার্কার সোলার প্রোব
দোয়ারাবাজার পল্লীতে যুবক খুন
স্পেনগামী সমুদ্রপথে ২০২৪ সালে অভিবাসীদের রেকর্ড সংখ্যক মৃত্যু
অভিনয়ের জন্য গোসল করতেন না অনিল কাপুর
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৫ সালে রাশিয়া সফর করবেন
শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে চাপে ভারত
বিশিষ্ট ব্যবসায়ী টাইম ওয়ার্নারের প্রাক্তন সিইও রিচার্ড ডি. পারসন্সের মৃত্যু
নারীকে যৌন নিপীড়ন: খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
আফগানিস্তানকে পেয়ে আবারও জ্বলে উঠলেন উইলিয়ামস
অস্ট্রিয়ার তিরোলে তুষারধসে বাবা-ছেলের মৃত্যু
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার