ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
বাবুলের নির্দেশেই খুন

আদালতে মিতুর বাবার সাক্ষ্য গ্রহণ শুরু

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

০৯ এপ্রিল ২০২৩, ১১:৪৪ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ১০:৫০ পিএম

দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল রোববার প্রথমদিনে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের সাক্ষ্য নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই মামলা নিয়ে বাবুল আক্তারের পক্ষে একটি আবেদন উচ্চ আদালতে শুনানির জন্য অপেক্ষমান থাকায় তার আইনজীবীরা সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি আব্দুর রশীদ এর বিরোধিতা করেন। আদালত বাবুল আক্তারের আইনজীবীদের আবেদন খারিজ করে রাষ্ট্রপক্ষকে সাক্ষী হাজিরের নির্দেশ দেন। দুপুর ১২টা নাগাদ মোশাররফ হোসেন সাক্ষ্য দেয়া শুরু করেন। এরপর বিকেলে আদালত তার অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ মে পরবর্তী দিন ধার্য করেন বলে জানিয়েছেন বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ।
আদালতে দেয়া সাক্ষ্যে মিতুর বাবা বলেন, খুন হওয়া কয়েক বছর আগে মাহমুদা খানম মিতু কক্সবাজারের একটি হোটেলে তার স্বামী বাবুল আক্তার ও তার বন্ধু আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এক নারীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এতে বাবুল ও মিতুর দাম্পত্য সম্পর্কের অবনতি হয়। বাবুলের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মিতু একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। এই বিরোধের জেরে বাবুল আক্তারের পরিকল্পনা ও নির্দেশে মিতুকে খুন করা হয়। মৃত্যুর সংবাদ পেয়েই মিতুর বাবা মোশাররফ হোসেন তৎকালীন সিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তাকে জানিয়েছিলেন, বাবুল আক্তারের ইন্ধনেই এই হত্যাকাÐ ঘটেছে।
হত্যাকাÐের বিবরণ দিয়ে মোশাররফ হোসেন আদালতে বলেন, মিতু তার ছেলে আক্তার মাহমুদ মাহিরকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বাসে তুলে দিতে যাওয়ার সময় ভোর ৬টা ৩৩ মিনিটে জিইসি মোড়ে অজ্ঞাতনামা তিনজন সন্ত্রাসী আক্রমণ করে। এদের মধ্যে একজন (মুসা) তার হাত থেকে ছেলেকে নিয়ে যায়। অপর দুজন সন্ত্রাসী ওয়াসিম ও আনোয়ার মিতুর বাম পাশের বাহুতে, পিঠে ধারালো ছুরি দিয়ে জখম করে। ওয়াসিম তার হাতে থাকা পিস্তল দিয়ে মাথার বামদিকে কপালে গুলি করে, যা ডান দিক হয়ে বের হয়ে যায়। এ সময় মিতুর ছেলে মাহির সন্ত্রাসীদের কাছ থেকে তার মায়ের প্রাণভিক্ষা চায়। মিতু মাটিতে লুটিয়ে পড়লে আসামি তিনজন ঘটনাস্থলের পূর্বপাশে রাখা মোটরসাইকেলে করে দ্রæত স্থান ত্যাগ করে গোল পাহাড়ের দিকে চলে যায়। এ সময় আশেপাশের অনেক দোকান বন্ধ ছিল। অপর আসামি ভোলাইয়া, কালু, শাহজাহান ও সাইফুর একসঙ্গে ছিল। সাইফুর সবকিছু রেকি করেছিল।
বাবুল আক্তারের ভ‚মিকা তুলে ধরে তিনি বলেন, ঘটনাস্থল ত্যাগ করার পরপরই আসামি মুসা মূল পরিকল্পনাকারী বাবুল আক্তারকে মোবাইলে কল দিয়ে জানায়। বাবুল আক্তার বলে- কোপাইলি কেন? এটি তাৎক্ষণিকভাবে পুলিশ ও মিডিয়ার নজরে আসে। মিতুকে হত্যার সংবাদ বাবুল আক্তার তাদের জানাননি অভিযোগ করে মোশাররফ বলেন, টেলিভিশন, মিডিয়ায় এবং মাহিরের কাছে সংবাদ পেয়ে আমার স্ত্রী আমার ছোট মেয়ে ডাক্তার শায়লা মোশারফ নিনজা, ছোট ভাই শহিদুল ইসলাম, তার স্ত্রী ও আমার চাচাত ভাইসহ বিমানযোগে ঢাকা থেকে চট্টগ্রামে আসে। ওইসময় আমি বরিশাল ছিলাম। বাবুল আক্তারকে র‌্যাবের একটি হেলিকপ্টারে ঢাকা চট্টগ্রামে নেওয়া হয়। আমার স্ত্রী-মেয়েদের আগেই বাবুল আক্তার পৌঁছে যায়। আমার স্ত্রী ও তার সঙ্গের লোকজন ঘটনাস্থল ও বাবুলের বাসায় পৌঁছার আগেই লাশ সুরতহাল করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়।
সিএমপি কমিশনারকে বাবুল আক্তার হত্যাকাÐে জড়িত বলে জানিয়েছিলেন- এ তথ্য দিয়ে সাক্ষ্যে মোশাররফ বলেন, আমার স্ত্রী খুনের সংবাদ পেয়ে আমাকে কল দিয়ে জানায়। আমি নিজস্ব ব্যবস্থাপনায় বরিশাল থেকে স্পিডবোটে নোয়াখালী এবং সেখান থেকে মাইক্রোবাস নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হই। পথিমধ্যে আমি মোবাইলে পুলিশ কমিশনারসহ আরও তিন-চারজন অফিসারের কাছে চার-পাঁচবার কল করি। আমার মেয়ের খুনের ব্যাপারে তাদের জানায়, বাবুল আক্তারের ইন্ধনে এই হত্যা হয়েছে। তারা ওই মুহূর্তে ব্যস্ত থাকার কারণে আমার কথার সঠিক জবাব দেননি।
অপরাধ ঢাকতে মিতুকে শৈলক‚পায় দাফনের চেষ্টা করেছিল বাবুল- এ তথ্য দিয়ে তিনি বলেন, আমি চট্টগ্রাম অঞ্চলে বারইয়ারহাট এলাকায় পৌঁছার পর জানতে পারি, মিতুর জানাজা তখন চলছে। পরবর্তীতে জানতে পারি যে, মিতুকে নিয়ে বাবুল আক্তারের গ্রামের বাড়িতে শৈলক‚পায় নিয়ে যাওয়া হবে। তখন আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই, বাবুল আক্তার তার পরিকল্পিত অপরাধ ঢাকার জন্য আমার মেয়ের লাশ আমাদের না দেখিয়ে দাফন করতে নিয়ে যাচ্ছে। আমার পরিবারের লোকজন জানায় মেয়ের বাবা ঢাকায় আছেন। সেখানে যেন লাশ নিয়ে যাওয়া হয়। লাশ নিয়ে যাওয়ার কথা শুনে আমি ঢাকায় চলে যাই।
মিতুর লাশ ঢাকার বাসায় পৌঁছার পরপরই লাশের সঙ্গে থাকা সবাই আমাদের বাসায় চলে আসে। বাবুল আক্তারও তার লোকজন নিয়ে বাসায় পৌঁছে। আনুমানিক আধাঘন্টা মিতুর লাশ বাসায় রাখা হয়। আনুমানিক রাত ১১টায় স্থানীয় বায়তুল ফালাহ জামে মসজিদে জানাজা হয়। স্থানীয় মেরাদিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। কবরে পুলিশ পাহারা বসানো হয়েছিল জানিয়ে তিনি বলেন, বাবুল আক্তার মিতুকে পরিকল্পিতভাবে হত্যা করে সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী তার স্ত্রীকে হত্যা করেছে এই কথা প্রচার করেছিল। এতে পুলিশ প্রশাসন সন্দিহান হয়ে পড়ে। লাশ দাফনের পর পাঁচ থেকে সাতদিন কবরে পুলিশ পাহারা ছিল। সার্বক্ষণিক আমাদের বাসায় ২০ থেকে ২৫ দিন পুলিশ পাহারা ছিল।
সাক্ষ্যগ্রহণ উপরক্ষে মামলার প্রধান আসামি বাবুল আক্তারকে বেলা ১১টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে নেয়া হয়। বাবুলসহ পাঁচ আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করা হয়। গত ১৩ মার্চ বাবুল আক্তারসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতজনকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে প্রধান আসামি করা হয়েছে মিতুর স্বামী বাবুল আক্তারকে। অন্যরা হলেন- মো. কামরুল ইসলাম শিকদার মুসা, এহতেশামুল হক ওরফে হানিফুল হক ওরফে ভোলাইয়া, মো. মোতালেব মিয়া ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম কালু এবং শাহজাহান মিয়া। এতে মুসা ও কালুকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভাঙারি দোকানে আদালতের নথির বস্তা

ভাঙারি দোকানে আদালতের নথির বস্তা

অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ, ৫০ ছাগল পুড়ে অঙ্গার

অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ, ৫০ ছাগল পুড়ে অঙ্গার

‘ভ্যাট বাড়ানোর’ পরিকল্পনা থেকে সরে না এলে রেস্তোরাঁ বন্ধের হুমকি

‘ভ্যাট বাড়ানোর’ পরিকল্পনা থেকে সরে না এলে রেস্তোরাঁ বন্ধের হুমকি

সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে

সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে

সুরমা নদীর তীরে জমে উঠেছে শীতকালীন সবজির হাট : প্রতিদিন প্রায় ১২ লক্ষ টাকার বেচাকেনা

সুরমা নদীর তীরে জমে উঠেছে শীতকালীন সবজির হাট : প্রতিদিন প্রায় ১২ লক্ষ টাকার বেচাকেনা

মন্দিরে প্রবেশে ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, পদদলিতে নিহত ৬

মন্দিরে প্রবেশে ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, পদদলিতে নিহত ৬

লক্ষ্মীপুরে বহুতল ভবনের ফাইলিংয়ে বিধ্বস্ত সড়ক-দোকানপাট, ঝুঁকিতে ভবন

লক্ষ্মীপুরে বহুতল ভবনের ফাইলিংয়ে বিধ্বস্ত সড়ক-দোকানপাট, ঝুঁকিতে ভবন

রাফির ব্যাংক লেনদেন নিয়ে যা বললেন সারজিস

রাফির ব্যাংক লেনদেন নিয়ে যা বললেন সারজিস

পটুয়াখালী জেলা জমিয়াতুল মোদার্রেছিনের সাবেক সভাপতির ইন্তেকাল

পটুয়াখালী জেলা জমিয়াতুল মোদার্রেছিনের সাবেক সভাপতির ইন্তেকাল

আশুলিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন নুরে আলম সিদ্দিক

আশুলিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন নুরে আলম সিদ্দিক

বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেওয়া হয়েছে

বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেওয়া হয়েছে

জকিগঞ্জে ক্রসফায়ারের চার বছর পর ওসির বিরুদ্ধে মামলা

জকিগঞ্জে ক্রসফায়ারের চার বছর পর ওসির বিরুদ্ধে মামলা

আজকের মধ্যে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেডে যাবেন বিডিআর পরিবারের সদস্যরা

আজকের মধ্যে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেডে যাবেন বিডিআর পরিবারের সদস্যরা

চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট

চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট

কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা

কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা

পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড

পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড

মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার

মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার

শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২

শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২

বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর

বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর

বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী

বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী