সুষ্ঠু নির্বাচন হলে আ.লীগ ৩০ আসনও পাবে না : সাংবাদিকদের মির্জা ফখরুল

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১০ এপ্রিল ২০২৩, ১১:৫৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:২৫ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে যদি একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেখবেন যে, আওয়ামী লীগ ত্রিশটা আসন খুঁজে পাবে না। এটা হচ্ছে বাস্তবতা।

গতকাল সোমবার রামপুরার ডেল্টা হেলথ কেয়ারে চিকিৎসাধীন নাটোরের এক নেতাকে দেখার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। গত শনিবার নাটোরের আলাইপুর এলাকায় দলের ‘অবস্থান কর্মসূচি’ পালনকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন নাটোর সদর উপজেলার সাধারণ সম্পাদক আবুল হোসেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় নাটোর থেকে তাকে ঢাকার এই হাসপাতালে স্থানান্তর করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে তারা (আওয়ামী লীগ সরকার) সন্ত্রাসের মাধ্যমে মামলা-মোকাদ্দমা, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের গণতান্ত্রিক কর্মসূচিকে পন্ড করে দিয়ে আবারো ক্ষমতায় ফিরে আসতে চায়। আমরা খুব স্পষ্ট করে বলেছি, তত্ত¡াবধায়ক সরকারের বিধান তারা যদি না নিয়ে আসে, তারা যদি পদত্যাগ না করে তাহলে এদেশে কোনো নির্বাচন হবে না।

পাঁচ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের উদ্যোগকে ‘সরকারের ট্র্যাপ’ বলে অভিহিত করে তা প্রতিরোধের হুশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবার জনগণ সরকারের কোনো ট্র্যাপে পা দেবে না, বিএনপি কোনো ট্র্যাপে পা দেবে না। আমাদের সরাসরি বক্তব্য- আমরা কোনো ট্র্যাপে যাচ্ছি না। তাদের ট্র্যাপকে উল্টে ফেলে দিবো।

নির্বাচনে অংশগ্রহনের পূর্ব শর্ত তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আমাদের আন্দোলন একটাই, এই আন্দোলন হচ্ছে এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে না এবং তত্ত¡াবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আর স্থানীয় সরকার নির্বাচন তো অনেক আগেই বাদ দিয়েছি, আপনারা জানেন। কেউ যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে চায় সে ক্ষেত্রে কি হবে জানতে চাইলে তিনি বলেন, এটা তো উত্তর দিয়েছি।

নাফিজকে তুলে নেয়ার ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নাফিজ মোহাম্মদ আলমকে (ডয়েচে ভেলের একটি ডকুমেন্টারি ‘ডেথ স্কোয়াড’ এ সাক্ষাতকার প্রদানকারী) তুলে নেওয়া ঘটনা থেকে প্রমাণিত হয় যে, র‌্যাব অসাংবিধানিক ঘটনাগুলোর সাথে জড়িত। এখানে যারা কথা বলছে তাকেই তারা মুখ বন্ধ করার চেষ্টা করছে। এটা শুধু র‌্যাব নয়, মূলত এর দায়-দায়িত্ব সরকারের। র‌্যাব হচ্ছে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। তারা সরকারের আজ্ঞাবহ, সরকার যেভাবে বলছে সেভাবে কাজ করছে, র‌্যাবকে তারা ব্যবহার করছে। এখানে মূল দায়িত্বটা এসে পড়ে সরকারের ওপর। সেজন্য আমরা এই সরকারের পদত্যাগসহ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছি। একই সঙ্গে এসব অন্যায়-অপকর্মের বিষয়গুলো তদন্তের জন্য নিরপেক্ষ কমিশন গঠনের কথা বলেছি।

বিএনপি মহাসচিব বলেন, এই ধরনের ভয়াবহ কর্মকাÐ তারা করছে। কিছুদিন আগে নাটোরের সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ তাকে এবং জেলা কমিটির নেতৃবৃন্দের ওপর তারা অতর্কিতে আক্রমন করে। সেখানেও ১৫ জনের বেশি নেতা-কর্মী আহত করেন, জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম বাচ্চুকে গ্রেফাতার করে। এভাবে একটা ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব তারা নাটোরে চালিয়েছে। এসব কর্মকাÐ শুধু নাটোরে নয়, আপনারা দেখেছেন যে, একই দিনে খুলনা, হবিগঞ্জ, যশোর, হবিগঞ্জসহ সারা দেশে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। গত পরশু অবস্থান কর্মসূচিতে তারা একইভাবে ঢাকা মহানগরীসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ করে একদিকে পুলিশের ছত্রছায়া, অন্যদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভয়াবহ মারাত্মক অস্ত্রস্বস্ত্র নিয়ে হামলা চালায়।

তিনি বলেন, সরকারের মন্ত্রী ও নেতারা তারা মুখে এক কথা বলেন, কাজে করেন ঠিক উল্টোটা। তারা মুখে বলবেন গণতন্ত্রের কথা, তারা মুখে বলবেন ছাড় দিচ্ছেন। এখানে ছাড় দেয়ার কি আছে? এটা আমাদের সাংবিধানিক অধিকার, সেই অধিকার আমি যখন প্রয়োগ করতে যাবো তখন তারা মারাত্মকভাবে বলপ্রয়োগ করে হত্যা করবেন, নির্যাতন করবেন, গ্রেফতার করবেন রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করবেন-এটা কখনোই মানুষ অতীতে মেনে নেয়নি, মেনে নেবে না। আমি আমাদের সহকর্মী আবুল হোসনকে দেখতে এসেছি। আমি আল্লাহতালার কাছে অতি দ্রæত সুস্থ হয়ে উঠেন সেজন্য দোয়া করছি।

আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে অবহিতি করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মূলত একটা সন্ত্রাসী দল, এই সরকার সম্পূর্ণ ভাবে একটা সন্ত্রাসী সরকারের পরিণত হয়েছে। জনগন আন্দোলনের মধ্য দিয়ে তার জবাব দেবে।

মহাসচিব গুরুতর আহত আবুল হোসেনকে দেখার সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন।

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপরে, এবারও বন্যার আশংকা

ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপরে, এবারও বন্যার আশংকা

মুল্ডারের ম্যাচে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে দ. আফ্রিকার নতুন রেকর্ড

মুল্ডারের ম্যাচে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে দ. আফ্রিকার নতুন রেকর্ড

সিলেটের জকিগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধ, ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল যুবকের

সিলেটের জকিগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধ, ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রামে ভরা বর্ষাকালে খরা, সময় মতো হালচাষ করতে না পাড়ায় দুশ্চিন্তায় আমন চাষিরা

কুড়িগ্রামে ভরা বর্ষাকালে খরা, সময় মতো হালচাষ করতে না পাড়ায় দুশ্চিন্তায় আমন চাষিরা

চাঁদপুরে কাচ্চির নামে প্রতারণা, অভিযানে জরিমানা

চাঁদপুরে কাচ্চির নামে প্রতারণা, অভিযানে জরিমানা

মনিরামপুরে বাস চাপায় একজন নিহত

মনিরামপুরে বাস চাপায় একজন নিহত

মতলবের আলোচিত জুয়েল হত্যা মামলায় পাঁচ আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন

মতলবের আলোচিত জুয়েল হত্যা মামলায় পাঁচ আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন

অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে: সেলিম উদ্দিন

অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে: সেলিম উদ্দিন

সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

মৃত্যু ও ধ্বংসের মধ্যেও ট্রাম্পের বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রত্যাখ্যান গাজাবাসীর

মৃত্যু ও ধ্বংসের মধ্যেও ট্রাম্পের বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রত্যাখ্যান গাজাবাসীর

মিলানেই যোগ দিচ্ছেন মদ্রিচ

মিলানেই যোগ দিচ্ছেন মদ্রিচ

ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

মাস্টারমাইন্ড শাহপরানের শুনানি বুধবার, রিমাণ্ড শেষে চার আসামি কারাগারে

মাস্টারমাইন্ড শাহপরানের শুনানি বুধবার, রিমাণ্ড শেষে চার আসামি কারাগারে

ফুটবলকে বিদায় বললেন রাকিটিচ

ফুটবলকে বিদায় বললেন রাকিটিচ

কাহ্নপা সাহিত্য পদক পাচ্ছেন কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরী

কাহ্নপা সাহিত্য পদক পাচ্ছেন কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরী

কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য: হাসনাত

কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য: হাসনাত

দাবি পূরণ না হলে ইপিআইসহ স্বাস্থ্য সেবার সকল কার্যক্রম বন্ধের ঘোষণা

দাবি পূরণ না হলে ইপিআইসহ স্বাস্থ্য সেবার সকল কার্যক্রম বন্ধের ঘোষণা

কার নেতৃত্বে আ.লীগের পুনর্বাসন হতে যাচ্ছে, জানালেন রাশেদ খান

কার নেতৃত্বে আ.লীগের পুনর্বাসন হতে যাচ্ছে, জানালেন রাশেদ খান

নকল ব্রান্ডের সিগারেট ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

নকল ব্রান্ডের সিগারেট ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

ইউক্রেনে ফের অস্ত্র পাঠানোর ঘোষণা, ডিগবাজী ট্রাম্পের

ইউক্রেনে ফের অস্ত্র পাঠানোর ঘোষণা, ডিগবাজী ট্রাম্পের