উন্নয়ন ফি না পেয়ে সঙ্কটে জাবির কলা অনুষদ
১১ এপ্রিল ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৩ পিএম
উন্নয়ন ফি না পাওয়ায় সঙ্কটে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভাগগুলো। ফলে বিভাগসমূহের উন্নয়ন ফি দাবি করে ভিসি বরাবর একটি আবেদনপত্র দেওয়া হয়েছে। কলা ও মানবিকী অনুষদের অধিভুক্ত নয়টি বিভাগের সভাপতি স্বাক্ষরিত ওই পত্রে বিভাগগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার চরম অর্থ সঙ্কটের বিষয়টি তুলে ধরা হয়।
জানা যায়, ভর্তি পরীক্ষার ফরম বিক্রির অর্থ থেকে বিভাগের উন্নয়নের জন্য ফি বরাদ্দ দিয়ে থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার ৬ মাস পেরিয়ে গেলেও উন্নয়ন ফি না পাওয়ায় সঙ্কটে পড়েছে বিভাগগুলো।
এ বিষয়ে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভ‚ঁইয়া অভিযোগের সুরে বলেন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফরম বিক্রি করে আয় হয়েছিল ১৯ কোটি টাকা। সে বছরেও বিভাগের উন্নয়নের জন্য ফি দেওয়া হয়েছে। কিন্তু ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ফরম বিক্রির ২২ কোটি টাকা পাওয়ার পরেও এখন পর্যন্ত উন্নয়ন ফি দিতে পারছে না কর্তৃপক্ষ। এই টাকা কোথায় যায়?
তিনি আরো বলেন, বিভাগ যে কীভাবে চলে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে নেই। ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদে যারা আছে তাদের কোনো কাজ তো থেমে নেই। অথচ বিভাগসমূহের উন্নয়নের জন্য কোনরকম ফি দিচ্ছে না তারা। বিভাগের একটা মিটিংয়ের জন্য ৪০০ টাকা বরাদ্দ থাকে মাত্র, আমার বিভাগে শিক্ষক ২৬ জন; এই টাকা একটা মিটিংয়ের জন্য কি যথেষ্ট? বর্তমানে সবকিছুর দামই উর্ধ্বগতিতে আছে। বিভাগের সভাপতির রুম ১৫ বছর আগে যেমন ছিল এখনও তেমন আছে। কর্তৃপক্ষ উন্নয়ন ফি’র টাকা না দিলে তো বাড়ির জায়গা-জমি বিক্রি করে বিভাগ চালাতে পারব না।
এ বিষয়ে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা ইনকিলাবকে বলেন, ভিসি বরাবর কলা ও মানবিকী অনুষদের নয়জন সভাপতির স্বাক্ষরসহ একটি আবেদন জমা দেওয়া হয়েছে। বিভাগের অনেক কাজ রয়েছে যেগুলো করতে গেলে অনেক খরচ হয়। কর্তৃপক্ষ যদি আমাদের প্রাপ্য অংশ না দেয় তাহলে বিভাগ চালানো কষ্ট হয়ে যায়। তাই দ্রæততম সময়ের মধ্যে বিভাগ উন্নয়ন ফি প্রয়োজন।
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন রাকিব আহমেদ বলেন, প্রতিবছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা থেকে আয়কৃত টাকা বিভাগগুলোর উন্নয়নের জন্য দিয়ে থাকে। সেই নির্দিষ্ট এমাউন্ট বিভাগের উন্নয়নে ব্যবহার করা হয়। কিন্তু ২০২১-২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি হওয়ার এতদিন পরেও কোনো এক ‘বিচিত্র’ কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাকা দিচ্ছে না। ফলে বিভাগগুলো চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। যা একাডেমিক কার্যক্রমকে বিঘিœত করছে। কর্তৃপক্ষের নিকট তাই দ্রæত বিভাগসমূহের উন্নয়ন ফি দেয়ার দাবি জানাই।
এ ব্যাপারে ভিসি অধ্যাপক নূরুল আলম বলেন, বিভাগগুলোর উন্নয়নের ফি এখনও দেওয়া হয়নি। কলা ও মানবিকী অনুষদের বিভাগগুলোর সভাপতির দায়িত্বে যারা রয়েছেন তারা এ বিষয়টি নিয়ে আমার কাছে এসেছিলেন। বিভাগগুলো যেন শীঘ্রই উন্নয়ন ফি পেয়ে যায় সেই ব্যবস্থা করব।
সাধারণত প্রত্যেক বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী সংখ্যা হিসেব করে জনপ্রতি ছয় হাজার টাকা উন্নয়ন ফি দেওয়া হয়ে থাকে। সর্বশেষ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে বিভাগ উন্নয়ন ফি বাবদ ছয় হাজার টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০১৯ সালে আন্দোলনের মুখে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগ উন্নয়ন ফি বাতিল করে। ফলে ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আলাদা করে বিভাগ উন্নয়ন ফি দিতে হয়নি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত
কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!
৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী