ঢাকা   রোববার, ২৭ অক্টোবর ২০২৪ | ১২ কার্তিক ১৪৩১
ঈদ বাজারে কোণঠাসা দেশি পণ্য : দুশ্চিন্তায় ব্যবসায়ী উদ্যোক্তারা

ভারতীয় পোশাকের দাপট

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

১১ এপ্রিল ২০২৩, ১১:৩৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৪ পিএম

চট্টগ্রাম বন্দরে ধরা কোলকাতা থেকে আসা কন্টেইনার ভর্তি শাড়ি লেহেঙ্গা থ্রি-পিস
চট্টগ্রামের ঈদবাজারে চলছে ভারতীয় পোশাকের দাপট। মার্কেট, শপিংমল, হাটবাজারে থরে থরে সাজানো ভারতীয় পণ্য। বৈধ-অবৈধ পথে আসা শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিসসহ হরেক পোশাকের কাছে কোণঠাসা হয়ে পড়েছে দেশি পোশাক। তাতে মার খাচ্ছে দেশি ছোটবড় শিল্প। লোকসান গুণছেন স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তারা। আবার চোরাপথে পণ্য আসায় মোটা অঙ্কের শুল্ক থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
মহানগরীর অভিজাত শপিংমল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাটবাজারেও ভারতীয় পোশাকের ছড়াছড়ি। রঙ আর ডিজাইনে কিছুটা চাকচিক্য থাকলেও গুণগত মানের দিক দিয়ে দেশি পোশাকের কাছাকাছিও নেই ভারতীয় পোশাক। এরফলে এসব পোশাক কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। এ নিয়ে ক্রেতা সাধারণের মধ্যে অসন্তোষও আছে।
দেশের ঈদ বাজারকে টার্গেট করে সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য। র‌্যাবের অভিযানে প্রতিনিয়ত ধরা পড়ছে ছোট বড় চালান। তবে এবার প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছে কন্টেইনার ভর্তি ভারতীয় পোশাক। সরাসরি জাহাজে আনা হলো কন্টেইনার ভর্তি শাড়ি, লেহেঙ্গা আর ত্রি-পিস। ভারতের কলকাতা থেকে সোডা অ্যাশ ঘোষণায় বিপুল সংখ্যক শাড়ি ও লেহেঙ্গা নিয়ে এসেছে ফেনী জেলা সদরের আমদানিকারক প্রতিষ্ঠান আজিজ এন্টারপ্রাইজ।
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির মাধ্যমে আমদানিকারক এক কোটি ৪১ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছেন। সোমবার রাতে আটক কন্টেইনারের কায়িক পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ এপ্রিল কন্টেইনারটি জাহাজে থাকাবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে চালানটি লক করে এআইআর শাখা। কন্টেইনারটি জাহাজ থেকে নামানোর পর কাস্টম হাউসের অনুরোধে বন্দরের বিশেষ নিরাপত্তা হেফাজতে রাখা হয়। পরবর্তীতে কন্টেইনারটি ফোর্স কিপ ডাউন করে শতভাগ কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়।
কায়িক পরীক্ষায় ১২ হাজার ৫৫০ পিস বেনারসি শাড়ি, এক হাজার ১৩৯ পিস জর্জেট শাড়ি, ৪০৩ পিস লেহেঙ্গা পাওয়া যায়। শাড়ি ও লেহেঙ্গার আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য এক কোটি ১১ লাখ টাকা। আমদানিকৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার উপর উচ্চ শুল্ক হার প্রযোজ্য থাকায় চালানটিতে জড়িত রাজস্বের পরিমাণ এক কোটি ৪১ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. সাইফুল হক জানান, ঈদুল ফিতরে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার চাহিদা বেশি থাকায় শুল্ক ফাঁকির মাধ্যমে বেশি মুনাফার উদ্দেশ্যে চালানটি আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ চালানে কম শুল্কে সোডা অ্যাশের চালানে উচ্চ শুল্কের শাড়ি ও লেহেঙ্গা আনায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা মানি লন্ডারিং করা হয়েছে বলে প্রতীয়মান। আমদানিকারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা ঘোষণা ও রাজস্ব ফাঁকির অপচেষ্টার অভিযোগে কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কাস্টম হাউস চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।
এর আগে চলতি মাসে ফেনী থেকে চট্টগ্রাম আসার পথে ভারতীয় পোশাকের বেশ কয়েকটি চালান আটক করে র‌্যাব। কুমিল্লা ও ফেনী সীমান্ত হয়ে ভারত থেকে আসছে শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিসসহ হরেক রকমের পোশাক। চোরাই পথে আসা এসব পণ্য শোভা পাচ্ছে চট্টগ্রামের শপিংমল ও মার্কেটগুলোতে। ক্রেতারা বলছেন, ঈদ বাজারে বেশি চাহিদা এবং বেশি বিক্রি হয় এমন সব পোশাকই ভারতীয়। ভারতীয় পোশাকের ভিড়ে দেশি পোশাক খুঁজে পাওয়ার উপায় নেই। শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা থেকে শুরু করে মেয়েদের পোশাকের পুরোটাই ভারতীয় পণ্যের দখলে।
ভারত থেকে আসা শাড়ির দাপটে কোণঠাসা জামদানি, কাতানসহ দেশের ঐহিত্যবাহী সব ব্রান্ডের শাড়ি। সুতার শাড়িতেও ভারতের আধিপত্য। নিম্নমানের সুতা ও রংয়ে তৈরি এসব শাড়ি টেকসই নয়। কিন্তু দাম কিছুটা কম হওয়ায় এবং রংয়ে চাকচিক্য থাকায় ক্রেতারা এসব শাড়ি কিনছেন। এতে প্রতারিত হচ্ছেন অনেকে।
ব্যবসায়ীরা বলছেন, অর্থনৈতিক মন্দায় এবার এমনিতেই কেনাবেচা তেমন নেই। তার উপর ভারতীয় পোশাকের আধিক্য বাজার পরিস্থিতিকে আরো নাজুক করে তুলেছে। বেশিরভাগ পোশাক চোরা পথে এসেছে। এতে সরকারের ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দেয়া হয়েছে। তাতে এসব পোশাকে খরচ কম পড়েছে। অন্যদিকে যারা দেশি পণ্যের পসরা সাজিয়েছেন তাদের খরচ বেশি হয়েছে। আবার কেনাকাটাও কম হওয়ায় তারা লোকসানের আশঙ্কা করছেন।
ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রামের মার্কেট, শপিংমলগুলোতে ক্রেতা মূলত মধ্যবিত্ত শ্রেণির। কিন্তু প্রায় এক বছর ধরে দেশের অর্থনীতিতে মহামন্দা বিশেষ করে অসহনীয় মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। এ কারণে অন্য বছরের তুলনায় এবার ঈদ বাজারে অর্ধেক ক্রেতাও মিলছে না। ঈদের বাকি আর মাত্র ১০ দিন। অথচ নগরীর বেশিরভাগ মার্কেট, বিপণিকেন্দ্র এখনো প্রায় ক্রেতাশূণ্য। জমে উঠেনি ঈদের কেনাকাটা। এ অবস্থায় ভারতীয় পোশাকের আধিপত্যে দীর্ঘশ^াস ফেলছেন ব্যবসায়ীরা।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চার্টার্ড বিমানে করে অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চার্টার্ড বিমানে করে অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

লেবানন থেকে মঙ্গলবার ফিরবেন আরও ৩০ বাংলাদেশি

লেবানন থেকে মঙ্গলবার ফিরবেন আরও ৩০ বাংলাদেশি

মেক্সিকোতে বাস দুর্ঘটনা, নিহত ১৯ আহত ৬

মেক্সিকোতে বাস দুর্ঘটনা, নিহত ১৯ আহত ৬

লুইসের বিধ্বংসী শতকে উড়ে গেল শ্রীলঙ্কা

লুইসের বিধ্বংসী শতকে উড়ে গেল শ্রীলঙ্কা

সুদানে মানবিক সংকট, ক্ষুধার জ্বলায় দেশ ত্যাগ

সুদানে মানবিক সংকট, ক্ষুধার জ্বলায় দেশ ত্যাগ

সউদী আরবের কোচ হয়ে ফিরছেন রেনার্ড

সউদী আরবের কোচ হয়ে ফিরছেন রেনার্ড

নাজমুলের অধিনায়কত্ব ছাড়ার আনুষ্ঠানিক চিঠি পাইনি: ফাহিম

নাজমুলের অধিনায়কত্ব ছাড়ার আনুষ্ঠানিক চিঠি পাইনি: ফাহিম

আজ থেকে মোহাম্মদপুরে হাউজিংগুলোতে বসবে সেনা ক্যাম্প

আজ থেকে মোহাম্মদপুরে হাউজিংগুলোতে বসবে সেনা ক্যাম্প

মোহাম্মদপুরে ছিনতাই-ডাকাতির ঘটনায় আটক ৪৫

মোহাম্মদপুরে ছিনতাই-ডাকাতির ঘটনায় আটক ৪৫

বার্নাব্যুতেই রিয়ালকে বিধ্বস্ত করে ধরাছোঁয়ার বাইরে বার্সালোনা

বার্নাব্যুতেই রিয়ালকে বিধ্বস্ত করে ধরাছোঁয়ার বাইরে বার্সালোনা

ভিনিসিয়ুসের হাতে উঠছে ব্যালন ডি'অর?

ভিনিসিয়ুসের হাতে উঠছে ব্যালন ডি'অর?

হল্যান্ডের গোলে জিতে সবার উপরে সিটি

হল্যান্ডের গোলে জিতে সবার উপরে সিটি

বেনাপোলে গৃহবধূকে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা, আটক -৪

বেনাপোলে গৃহবধূকে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা, আটক -৪

এত সংস্কারের কথা হচ্ছে, কিন্তু গরিব মানুষের কথা ভাবছি না: দেবপ্রিয় ভট্টাচার্য

এত সংস্কারের কথা হচ্ছে, কিন্তু গরিব মানুষের কথা ভাবছি না: দেবপ্রিয় ভট্টাচার্য

সিটি ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং পয়েন্টে দেয়া যাবে মেটলাইফের প্রিমিয়াম

সিটি ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং পয়েন্টে দেয়া যাবে মেটলাইফের প্রিমিয়াম

বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ

বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে আলোচনা সভা

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে আলোচনা সভা

সুন্দরগঞ্জে গৃহবধূর একসঙ্গে তিন ছেলের জন্ম, দর্শকের উপচে পড়া ভীর

সুন্দরগঞ্জে গৃহবধূর একসঙ্গে তিন ছেলের জন্ম, দর্শকের উপচে পড়া ভীর

গৌরনদীতে শিক্ষকের চড়থাপ্পরে পরীক্ষাথীর্র কানের পর্দা ফেটে গুরুতর আহত

গৌরনদীতে শিক্ষকের চড়থাপ্পরে পরীক্ষাথীর্র কানের পর্দা ফেটে গুরুতর আহত

প্রেসিডেন্টের অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

প্রেসিডেন্টের অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি