ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
রাজধানীর গাবতলী এলাকায় ১২ একর বিল ভরাট

ঢাকার ভুমি খেকো বিএডিসি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১১ এপ্রিল ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১০ পিএম

রাজধানী ঢাকাকে মানুষের বসবাস যোগ্য করে গড়ে তোলার দাবি উঠেছে সর্বোত্রই। দখল-দুষণে ঢাকাকে বসবাসের অনুপযোগী করে তোলা হচ্ছে। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা নদী এবং বালু নদের দখল দুষণে ত্রাহি অবস্থা। মাঝে মধ্যে উচ্ছেদ উচ্ছেদ খেলা হলেও ভুমিদস্যুরা পুরনায় দখল করছে। সরকারি এক জরীপ অনুযায়ী গত ৩০ বছরে ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি এক হাজার ৯শ পুকুর ভরা হয়ে গেছে। খাতাকলমে রাজধানী ঢাকায় রয়েছে ৫৬টি খাল। এর মধ্যে দুই সিটি কর্পোরেশনের খালের সংখ্যা ৪৭। এর মধ্যে ২৬টি খাল ইতোমধ্যেই দখল হয়ে গেছে। এর মধ্যে রাজধানীতে ভুমিখেকো হিসেবে আবির্ভাব ঘটেছে সরকারি সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। সংস্থাটি রাজধানী ঢাকার ৩৬ বিঘা জমি দখল করে ভরাট করছে বলে জানা গেছে। সংস্থাটি আধুনিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের এক প্রকল্প বাস্তবায়নের কথা বলে রাজধানীর গাবতলী এলাকায় প্রায় ৩৬ বিঘা (১২ একর) বিল ভরাট করে ফেলেছে। সিটি কর্পোরেশনের বাধার মুখেও কাজ হয়নি।
জানতে চাইলে বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, আমার ব্যক্তিগতভাবে এ বিষয়ে জানা নেই। তাই এ নিয়ে আমি স্পেসিফিক (নির্দিষ্ট করে) উত্তর দিতে পারব না।
বিএডিসির কর্মকর্তারা জানান, তাঁদের প্রকল্পের নাম ‘জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প’। এ প্রকল্পের উদ্দেশ্য আলুর অনুচারা উৎপাদন করে বীজ আলুতে আমদানি নির্ভরতা কমানো ও বৈদেশিক মুদ্রার ব্যবহার হ্রাস করা। মিরপুর বীজ উৎপাদন খামারের (গাবতলী) সিনিয়র সহকারী পরিচালক কামরুল হাসান খান জানান, ১২ একর জায়গা ভরাট করা হয়েছে। সেখানে উচ্চপর্যায়ের গবেষণাকাজ হবে। জীব প্রযুক্তির মাধ্যমে আলুর বীজ উৎপাদন করা হবে।
বালু ও মাটি ফেলে ভরাট করা ওই জায়গা ঢাকা মহানগরের নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী ‘জলাশয়’ হিসেবে চিহ্নিত। ওই ডোবা ভরাট করা নিয়ে আপত্তি জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। তারা বলছে, এঠা ভরাট হলে শহরে পানিবদ্ধতা হবে। এতে দুর্ভোগে পড়বে নগরবাসী। তবে বিএডিসি আইন, মহাপরিকল্পনা, আপত্তি কিছুই তোয়াক্কা করছে না।
সরকারি প্রতিষ্ঠান বিএডিসি কোনোভাবেই শহরের এই শ্রেণি ভ‚মি পরিবর্তন করে ডোবা ভরাট করতে পারে না জানিয়ে নগরপরিকল্পনাবিদেরা বলছেন, সরকারি একটি সংস্থা যখন আইন অমান্য করে, মহাপরিকল্পনা মানে না, আরেকটি সরকারি সংস্থার (ডিএনসিসি) আপত্তি অগ্রাহ্য করে, এতে বোঝা যায় রাষ্ট্রব্যবস্থা ঠিকমতো চলছে না।
‘প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ আইন ২০০০’ অনুযায়ী প্রাকৃতিক জলাধার হচ্ছে নদী, খাল, বিল, দিঘি, ঝরনা বা জলাশয় হিসেবে মহাপরিকল্পনায় চিহ্নিত বা সরকারের গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে বন্যাপ্রবাহ এলাকাঘোষিত কোনো জায়গা এবং পানি ও বৃষ্টির পানি ধারণ করে এমন কোনো ভ‚মি। ঢাকা শহরের পানি অপসারণের গুরুত্বপূর্ণ জায়গা কল্যাণপুর জলাধার। এটি ভরাট হলে পানি নামার জায়গা পাবে না। ফলে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ বাড়বে।
আইনে বলা হয়েছে, প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন করা যাবে না। এ ধরনের জায়গা অন্য কোনোভাবেও ব্যবহার করা যাবে না এবং ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না। আইন ভাঙলে জরিমানা করা হবে।
সরেজমিন ঘুরে দেখা যায নতুন ভরাট করা হচ্ছে যে যায়গা সেটি গাবতলীতে বিএডিসির সেন্ট্রাল টিস্যু কালচার ও সিড হেলথ ল্যাবরেটরির উল্টো পাশে। বালু ভরাটের কাজ শেষ। এখন বালুর ওপর মাটির স্তর দেওয়া হচ্ছে। খননযন্ত্রের মাধ্যমে করা হচ্ছে মাটি সমান করার কাজ। এ ছাড়া জলাধারের ভরাটকৃত জায়গার দুই পাশে লাগানো হয়েছে ধান। এক পাশে গৈদারটেক এলাকা, অন্য পাশে গাবতলী থেকে মানসুরাবাদ যাওয়ার রাস্তা ও বিএডিসির টিস্যু কালচার ল্যাব। আবার ভরাটকৃত জায়গার এক পাশে টিনের ছাউনি ও বেড়া দিয়ে একটি অস্থায়ী ঘর নির্মাণ করা হচ্ছে। ভরাটের পর জায়গাটি মাঠের মতো হওয়ায় স্থানীয় কিশোর-যুবকেরা সেখানে ক্রিকেট খেলছেন।
ঢাকা উত্তর সিটির সম্পত্তি বিভাগের হিসাবে, নগরের জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানিনিষ্কাশনে ঢাকা ওয়াসা তাদের ৫৩ একর জায়গা হস্তান্তর করেছে। করপোরেশনের নিজের আছে ৫২ একর।
এদিকে কল্যাণপুর জলাধারের পাশে বিএডিসির জায়গা আছে প্রায় ১১৭ একর। ড্যাপের নকশা অনুযায়ী এটি জলাধারেরই অংশ। বর্ষায় পুরো এলাকা পানিতে ডুবে যায়, যা নগরী থেকে খাল ও নালার মাধ্যমে নিষ্কাশিত হওয়া পানি ধারণ করে।
উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম সাংবাদিকদের বলেন, কল্যাণপুর জলাধারের অর্ধেকের বেশি জায়গা বেদখল হয়ে আছে। খাল ও জলাধারের সীমানা নির্ধারণ প্রকল্পের আওতায় সীমানা খুঁটি বসানো হয়েছে। পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গা উদ্ধার করা হচ্ছে।
জানা যায়, বিএডিসির জমিতে ভারী স্থাপনা নির্মাণ না করতে গত ২৯ মার্চ সংস্থাটিকে চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ। এটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গাবতলী বেড়িবাঁধ ও কল্যাণপুর জলাধারসংলগ্ন বিএডিসির প্রায় ১১৭ একর জায়গা ড্যাপের নকশা অনুযায়ী জলাধারের আওতাভুক্ত। সেখানে ভারী স্থাপনা হলে জলাধারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
এ ছাড়া জলাধারে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করার ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা আছে। তাই বিএডিসিকে ওই জায়গায় ভারী স্থাপনা নির্মাণ করা থেকে বিরত থাকতে ও ড্যাপের নীতিমালা অনুযায়ী তা জলাধার হিসেবে বজায় রাখতে পদক্ষেপ নিতে বলা হয় চিঠিতে।
এ প্রসঙ্গে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান বলেন, বিএডিসি কোনোভাবেই জলাধার ভরাট করতে পারে না। কারণ, সিটি করপোরেশন নিষেধ করছে। সরকারের আইন আছে। অর্থ ব্যয় করে বিশদ অঞ্চল পরিকল্পনাও করা হয়েছে। তারপরও তারা ঢাকাকে বাসযোগ্য রাখার বিষয়গুলো না মানলে এটা প্রহসন। ##

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফের মৃত্যুর খেলা! ‘স্কুইড গেম সিজন ২’র টিজারে বিপদের বার্তা

ফের মৃত্যুর খেলা! ‘স্কুইড গেম সিজন ২’র টিজারে বিপদের বার্তা

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি কচুয়ায় যুবলীগ নেতার ৪টি দোকান পুড়েছে দুর্বৃত্তরা

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি কচুয়ায় যুবলীগ নেতার ৪টি দোকান পুড়েছে দুর্বৃত্তরা

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

লেবানের বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

লেবানের বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

রাঙামাটিতে সেনা, বিজিবি ও পুলিশের টহল, পরিস্থিতি শান্ত

রাঙামাটিতে সেনা, বিজিবি ও পুলিশের টহল, পরিস্থিতি শান্ত

পরমাণু দূষিত পানি নিয়ে চীন ও জাপানের কিছু ঐকমত্য

পরমাণু দূষিত পানি নিয়ে চীন ও জাপানের কিছু ঐকমত্য

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিষ্কার

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিষ্কার

হিজবুল্লাহর ভয়ে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ

হিজবুল্লাহর ভয়ে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

সুস্থতার জন্য দোয়া কামনা

সুস্থতার জন্য দোয়া কামনা

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে