সিয়াম সাধনা যে সকল গুণে গুণান্বিত করে
১২ এপ্রিল ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:৩২ পিএম
যে পাঁচটি স্তম্ভের ওপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত তন্মধ্যে রোজা বা সিয়াম সাধনা অন্যতম। বছরে এক মাস সিয়াম সাধনায় বিরত থাকা সকল আকেল-বালেগ, সুস্থ মুসলিম নর-নারীর ওপর ফরজ। সিয়াম সাধনার মাধ্যমে রোজা পালনকারী ব্যক্তিগণ জান্নাতী লোকদের গুণাবলিতে বিভূতহন এবং আল্লাহপাকের প্রিয় বান্দাহ হিসেবে স্বর্গীয় সুখের অধিকার লাভে ধন্য হন। এতদ সম্পর্কে আল কুরআন ও হাদিস শরীফে বহু নির্দেশ ও দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। এসবের মধ্য হতে কিছু আলোকবর্তিকার কথা নি¤েœ উল্লেখ করা হলো। মহান আল্লাহ তায়ালা সে মোতাবেক জীবন গঠন করার তাওফীক আমাদের দান করুন, আমীন।
১. ন¤্রতা ও কোমলতা : মানব জীবনে ন¤্রতা ও কোমলতা এক বিশেষ গুণ, যার মাধ্যমে মানুষ জান্নাত লাভের উপযুক্ত হয়ে উঠে। এতদ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত আল কুরআনে ইরশাদ করেছেন : ‘আর করুণাময়ের বান্দাহ তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞাত লোকেরা যখন তাদের সম্বোধন করে তখন তারা বলে ‘সালাম’। (সূরা ফুরকান : ৬৩)।
হাদিস শরীফে উক্ত হয়েছে : হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন : আল্লাহপাক নিজে কোমল ও সহানুভূতিশীল। তিনি ফেরেস্তা ও সহানুভূতিশীলতাকে ভালোবাসেন। তিনি কোমলতার দ্বারা ওই জিনিস দান করেন, যা কঠোরতার দ্বারা দান করেন না। তথা কোমলতা ছাড়া অন্য কিছু দ্বারাই তিনি তা দেন না’। (সহিহ মুসলিম : ৪/২৫৯৩)।
২. ধৈর্য ও সহিষ্ণুতা : ধৈর্য, সহ্য ও সহনশীলতা ব্যতীত সিয়াম সাধনাকালে ক্ষুধা, পিপাসা ও জৈবিক তাড়নার হাত হতে আত্মরক্ষা করা মোটেই সম্ভব নয়। এ ব্যাপারে আল কুরআনে নির্দেশ প্রদান করা হয়েছে, হে প্রিয় হাবীব (সা.)! ‘আর তারা যা বলে, তাতে আপনি ধৈর্যধারণ করুন এবং সুন্দরভাবে তাদের পরিহার করে চলুন’। (সূরা মুয্যাম্মিল : আয়াত-১০)। অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে : ‘সুতরাং তারা যা বলে তার ওপর ধৈর্য ধারণ করুন, এবং
তাসবীহ পাঠ করুন, আপনার প্রতিপালকের প্রশংসা বর্ণনার মাধ্যমে; সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে এবং তাসবীহ পাঠ করুন, রাতের কিছু অংশে ও দিনের প্রান্ত সমূহে, যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন’। (সূরা তাহা আয়াত-১৩০)। হাদিস শরীফে এসেছে, হযরত যাবির বিন্ আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, বিশ্বনবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহপাক সহনশীল ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন, যে ক্রয়-বিক্রয় ও নিজের অধিকার আদায়ের সময় ন¤্রতা ও সহনশীলতা প্রদর্শন করে’। (সহিহ বুখারী : ৩/২০৭৬)।
অপর এক বর্ণনায় এসেছে হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) আশাজ্জে কায়েসকে বলেছেন : ‘তোমার মধ্যে এমন দু’টি গুণ বা অভ্যাস রয়েছে, যা স্বয়ং আল্লাহপাক পছন্দ করেন ও ভালোবাসেন। একটি হলো ধৈর্য ও সহনশীলতা, অপরটি হলো ধীরস্থিরতা’। (সহিহ মুসলিম : ১/১৭)।
৩. আল্লাহর সমীপে আত্মসমর্পণ করাও কোমল মতি হওয়া : সিয়াম সাধনাকারীগণ একান্তভাবে আল্লাহপাকের সমীপে আত্মসর্মপণ করে ও নরম মেজাজবিশিষ্ট হয়ে থাকে। এতদসম্পর্কে আল কুরআনে ইরশাদ হয়েছে : দ্বীন গ্রহণ করার ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই হেদায়েত স্পষ্ট হয়েছে পথভ্রষ্টতা থেকে। অতএব যে ব্যক্তি তাগুত বা শয়তানকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। আর আল্লাহপাক সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (সূরা বাকারাহ : ২৫৬)।
অপর এক আয়াতে ইরশাদ হয়েছে : কিন্তু যারা তাদের মধ্যে জ্ঞানে পরিপক্ব এবং মুসলিমগণÑ যারা আপনার প্রতি যা নাযিল হয়েছে এবং যা নাযিল হয়েছে আপনার পূর্বে তাতে ঈমান আনে। আর যারা সালাত প্রতিষ্ঠাকারী ও জাকাত প্রদানকারী এবং আল্লাহ ও শেষ দিনের ওপর ঈমান আনয়নকারী, তাদের অচিরেই আমি মহাপুরস্কার প্রদান করব’। (সূরা নিসা : ১৬২)।
এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে, হযরত ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমি কি তোমাদের অবহিত করব না কোন্ োলোক দোযখের আগুনের জন্য হারাম (অথবা বলেছেন) কার জন্য দোযখের আগুন হারাম? (তাহলে শোন) দোযখের আগুন এমন ব্যক্তির জন্য হারাম যে লোকদের কাছে বা তাদের সাথে মিলেমিশে থাকে। যে কোমলমতি, নরম মেজাজ ও ন¤্র স্বভাববিশিষ্ট। (জামে তিরমিযী)।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঝালকাঠির কাঠালিয়ায় এনআরবিসি ব্যাংকের ১০৯তম শাখার উদ্বোধন
নিরাপদ ভ্রুমনের লক্ষে ফিটনেস বিহীন গাড়ি চালাবেননা- শেরপুরের পুলিশ সুপার
নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় উপসহকারী প্রকৌশলী নিহত
সীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়ছে আফগানিস্তান ও পাকিস্তান
মাদরাসা শিক্ষাবোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডারদের নাম সংশোধনী বিষয় অন্তর্ভুক্তিতে জমিয়াতুল মোদার্রেছীনের নিন্দা
পাওয়ার সল্যুশনের সমৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি করবে এনার্জিপ্যাক ও পারকিন্স
অবৈধ দখলদারদের কবল থেকে লক্ষ্মীপুরে সওজ'র ১০ কোটি টাকার জমি উদ্ধার
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে জিয়া পরিষদের ফুলের শুভেচ্ছা
৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সৈয়দপুরের উর্দুভাষীরা
রংপুর সড়ক জোনের আয়োজনে অংশীজনের সভা অনুষ্ঠিত
এক নজরে বিপিএলের সাত দলের স্কোয়াড
শুনতে পেয়েছি, হাসিনাকে ভারত ফেরত দেবে না: উপদেষ্টা মাহফুজ আলম
বনানী ক্লাবের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন রুবেল আজিজ
রাশিয়া ও চীনকে প্রতিহত করতে গ্রিনল্যান্ড নিয়ে মন্তব্য ট্রাম্পের!
ডিসেম্বরে রেকর্ড রেমিট্যান্স
জেনিনে ফিলিস্তিনি সাংবাদিক শাজাকে গুলি করে হত্যা
আটঘরিয়ায় তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা
ব্যাপক উন্মাদনার মধ্য দিয়ে শুরু হচ্ছে বিপিএল
টিকিট না থাকায় ট্রেনের চাকায় চেপে ২৯০ কিমি সফর!
ধলা স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলঃ প্রায় আড়াই ঘন্টার পর ট্রেন চালু