পাঞ্জাবে সামরিক ছাউনিতে হামলায় চার ভারতীয় সেনার মৃত্যু
১২ এপ্রিল ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:৩৬ এএম
ভারতে পাঞ্জাবের ভাতিন্ডায় একটি সামরিক ছাউনির ভেতরে গতকাল ভোররাতে একটি গুলি চালানোর ঘটনায় অন্তত চারজন সেনা জওয়ান নিহত হয়েছেন। সেনা ও পুলিশ সূত্রে বলা হয়েছে এই ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে কোনও জঙ্গী হামলার সম্পর্ক পাওয়া যায়নি।
সেনা ছাউনিতে আর্মির ‘কুইক রেসপন্স টিম’কে সঙ্গে সঙ্গেই অ্যাক্টিভেট করা হয়েছে বলে জানানো হয়েছে। পুরো এলাকাটি ঘিরে ফেলে এখন সেখানে তল্লাসি চালানো হচ্ছে। ভাতিন্ডা মিলিটারি স্টেশনের ভেতরে এ ফায়ারিংয়ের ঘটনাটি ঘটে স্থানীয় সময় ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ। গুলিতে নিহত চারজন সেনা জওয়ানই আর্মির আর্টিলারি ইউনিটের সদস্য ছিলেন বলে একটু বেলার দিকে সেনা বিবৃতিতে জানানো হয়। কিন্তু কে বা কারা এই গুলি চালাল, বন্দুকধারীরা সংখ্যায় কজন ছিল, তারা বাইরে থেকে এসেছিল না কি মিলিটারি স্টেশনের ভেতরেই ছিল সে ব্যাপারে কোনও তথ্যই পাওয়া যায়নি।
ঘটনাচক্রে ভাতিন্ডার ওই মিলিটারি স্টেশন থেকেই দুদিন আগে একটি ইনস্যাস রাইফেল ও সঙ্গে ২৮ রাউন্ড গুলির খোঁজ মিলছিল না। এদিনের ঘটনার সঙ্গে সেই হারিয়ে যাওয়া রাইফেল ও কার্তুজের কোনও সম্পর্ক আছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সেনা বিবৃতিতে যা বলা হয়েছে
ভাতিন্ডার এই ঘটনা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিম কমান্ডের হেড কোয়াটার্স থেকে এদিন সকালে পরপর দুটি বিবৃতি জারি করা হয়।
প্রথম বিবৃতিতে শুধু বলা হয়, ভোর সাড়ে চারটে নাগাদ সেনা ছাউনির ভেতরে একটি ফায়ারিংয়ের ঘটনা ঘটেছে এবং চারজনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। ভাতিন্ডা মিলিটারি স্টেশন বাইরে থেকে সিল করে দিয়ে পুরো এলাকা জুড়ে চিরুনি তল্লাসি চালানো হচ্ছে বলেও জানানো হয়। কাজে নামে কুইক রিঅ্যাকশন টিম-ও। ঘন্টাখানেক পরে যে দ্বিতীয় বিবৃতিটি আসে, তাতে অবশ্য অতিরিক্ত আরও কিছু তথ্য ছিল। সেখানে বলা হয়, নিহত চারজন সেনা জওয়ানই আর্টিলারি ইউনিটের সদস্য ছিলেন। ফায়ারিংয়ের ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার পরই তারা মৃত্যুবরণ করেন বলেও জানানো হয়।
এই চারজনের প্রাণহানি ছাড়া সেনা ছাউনিতে জীবন ও সম্পত্তির আর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করা হয়। ঘটনার বিস্তারিত জানতে সেনাবাহিনী পাঞ্জাব পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত ও অনুসন্ধান চালাচ্ছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। গুলিচালনার ঘটনায় সম্ভাব্য সব দিকই এই মুহুর্তে খতিয়ে দেখা হচ্ছে। দুদিন আগে থেকে খোঁজ না-মেলা ইনস্যাস রাইফেল ও গুলির সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে সেটাও। ঘটনাটির ‘সংবেদনশীলতা’ বিবেচনা করে সংবাদমাধ্যমকে সব ধরনের গুজব পরিহার করতে ও জল্পনামূলক খবর না-করতেও সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। সূত্র : আল-জাজিরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মতলবে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে চিত্র নায়ক ওমর সানি
গ্রাহকদের সমন্বিত সেবা দেবে গার্ডিয়ান লাইফ-রিলায়েন্স ইন্স্যুরেন্স
সালথায় যুবককে হাতুড়ি পেটা ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত
কাপ্তাই উপজেলা বিএনপি সদস্যের মৃত্যু
গোয়ালন্দে শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
মার্কিন ড্রোন ভূপতিত করল ইয়েমেন
মোরেলগঞ্জে ধুমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভা
অভ্যন্তরীণ কোন্দলের জের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত
গোয়ালন্দে জাসাস এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
অতি বিএনপি, জরুরী বিএনপি, খুব বিএনপি সাজার চেষ্টা করবেন না: হামিদ
নববর্ষের সবচেয়ে বড় উৎসব এবার আমিরাতে
এনআরবি ওয়ার্ল্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মজারু
নওগাঁর বদলগাছী উপজেলা আইন শৃঙ্খলা মিটিং স্থগিত করলেন উপজেলা নির্বাহী অফিসার
‘দৈনিক ইনকিলাব দেশ জাতি মুসলিম উম্মাহ ও মানবতার কথা বলে’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দৃষ্টি হারানো সাতক্ষীরার শাহীনকে বিজিবির অর্থ সহায়তা প্রদান
নরসিংদীতে ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝালকাঠির কাঠালিয়ায় এনআরবিসি ব্যাংকের ১০৯তম শাখার উদ্বোধন
নিরাপদ ভ্রুমনের লক্ষে ফিটনেস বিহীন গাড়ি চালাবেননা- শেরপুরের পুলিশ সুপার
নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় উপসহকারী প্রকৌশলী নিহত
সীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়ছে আফগানিস্তান ও পাকিস্তান