চট্টগ্রামে চাঞ্চল্যকর সার্জিনা হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই
১৩ এপ্রিল ২০২৩, ১১:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৫ পিএম
স্বামী হাসান আকন্দ (২৭)। মোটামুটি স্মার্ট, সুদর্শন। কিন্তু তিনি রিকশা চালান। এটা স্ত্রী সার্জিনা আক্তারের (২০) পছন্দ না। তিনি চান তার স্বামী ভালো কিছু করুক। অন্ততঃ তার মতো কোন একটি কারখানায় হলেও কাজ করুক। কিন্তু হাসান আকন্দ নির্বিকার। রিকশা চালিয়ে তিনি সুখে থাকতে চান। কারখানার ওসব চাকুরি তার ভাল লাগে না। এনিয়ে শুরু দাম্পত্য কলহ। আর এর জেরে স্ত্রীকে খুন। এরপর বাড়ির ৫ তলার ছাদে পানি ট্যাঙ্কে লাশ ভরেন হাসান। তারপর সাত মাসের শিশুপুত্রকে বাসায় ফেলে পালিয়ে যান। খুনের পাঁচ মাসের বেশি সময় পর পিবিআইর হাতে ধরা পড়েন তিনি। পিবিআই কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করে হত্যাকাÐের বর্ণনাও দেন হাসান। আর এর মধ্যদিয়ে আলোচিত আরো একটি হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট।
গ্রেফতার মো. হাসান আকন্দ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাঝপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র। সার্জিনা আক্তার একই উপজেলার কেশবপুর গ্রামের ওয়াহিদুল গাজীর মেয়ে। এই দম্পতির সাত মাস বয়সী হাসিব নামের এক শিশুপুত্র রয়েছে। গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার বন্দরটিলা আয়েশার মার গলির খলিল হুজুরের বিল্ডিং ৫ম তলার পানির ট্যাংকের ভেতর থেকে সার্জিনার লাশ উদ্ধার করা হয়। ওই বিল্ডিংয়ের ২ নম্বর রুমে ভাড়া থাকতেন সার্জিনা আক্তার ও তার স্বামী। লাশের গলায় ওড়না পেছানো অবস্থায় ছিল।
এই ঘটনায় সার্জিনার খালা স্মৃতি বেগম বাদি হয়ে পলাতক স্বামী মো. হাসান আকন্দের বিরুদ্ধে ইপিজেড থানায় এজাহার দায়ের করেন। তখন থেকে আলোচিত হত্যা মামলাটি ছায়া তদন্ত অব্যাহত রাখে পিবিআই। তদন্তকালে জানা যায়, স্বামী হাসান আকন্দ একজন রিক্সাচালক। তিনি কোন প্রকার ডিজিটাল ডিভাইস ব্যবহার করতেন না। পারিবারিক পরিচয়ের মাধ্যমে হাসান ও সার্জিনার পরিচয় এবং বিয়ে হয়। বিয়ের পর হাসানের পরিবারের সাথে সার্জিনার সম্পর্ক ভাল না থাকায় তিনি পিত্রালয়ে বসবাস করতেন। পরে চট্টগ্রাম নগরীতে এসে ইপিজেডে একটি কারখানায় চাকুরি শুরু করেন।
চাকরিতে যাওয়ার সময় সাত মাসের শিশুপুত্রকে পাশের একটি বাসায় রেখে যেতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। সার্জিনা আক্তার স্বামী হাসান আকন্দ রিক্সা চালনা করুক তা পছন্দ করতেন না। আর হাসান সার্জিনার আত্মীয়-স্বজনকে তার বাসায় আসা-যাওয়া স্বাভাবিকভাবে গ্রহণ করতেন না। অপরদিকে হাসানের পিতা-মাতা বিভিন্ন কারণে সার্জিনাও তার পিতা-মাতাকে মেনে নিতে না পারায় স্বামীর বাড়ীতে বসবাস বা হাসান তার স্ত্রীকে বাড়ীতে রাখতে পারতেন না।
গত বছরের ৩ নভেম্বর সন্ধ্যায় সার্জিনা কারখানা থেকে এবং হাসান আকন্দ রিক্সা চালিয়ে বাসায় আসেন। ওই সময় বাসায় সার্জিনার মামা বেড়াতে আসেন। সার্জিনা তার মামার জন্য দোকান থেকে নাস্তা এনে দিতে বলেন হাসানকে। আর তিনি চলে যাওয়ার সময় তাকে ৫০০ টাকা দিতে বলেন। কিন্তু হাসান দোকান থেকে হালকা কিছু নাস্তা আনেন আর যাওয়ার সময় তার হাতে একশ’ টাকা তুলে দেন।
সার্জিনার মামা চলে যাওয়ার পর এ নিয়ে স্বামী-স্ত্রী ঝগড়া বাঁধে। হাসান সার্জিনাকে ধাক্কা দেয়, এতে তিনি দেওয়ালে আঘাত পেয়ে ফ্লোরে পড়ে যান। তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তৎক্ষনাৎ হাসান সার্জিনার বুকের উপর বসে গলায় ওড়না পেছিয়ে মৃত্যু নিশ্চিত করেন। ফ্লোরে স্ত্রীর রক্তাক্ত লাশ রেখে শিশুপুত্রকে নিয়ে খাটে ঘুমিয়ে পড়েন। ভোররাত ৩টায় ওই ভবনের ছাদের পানির ট্যাংকির ভিতর লাশ রেখে আসেন। সাত মাসের শিশু সন্তানের সামনে স্ত্রীকে খুনের পরদিন আশে পাশের বাসার লোকজনকে জানান তার স্ত্রী ঝগড়া করে বাসা থেকে চলে গেছেন। খুনের পর দিনও তিনি যথারীতি রিকশা চালাতে যান।
কিন্তু ওই দিন সন্ধ্যায় বাসায় ফেরার পর তার প্রতিবেশিরা তাকে সন্দেহ করছে এমন টা বুঝতে পেরে তিনি শিশু পুত্রকে বাসায় ফেলে পালিয়ে যান। পিবিআই জানায়, পালিয়ে হাসান ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে অবস্থান করেন। কিন্তু চালাক হাসান ঘনঘন অবস্থান পরিবর্তন করায় তাকে ধরা যাচ্ছিল না। এক পর্যায়ে তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার হাসারা দক্ষিণ লস্করপুর আবুল হোসেনের গরুর খামারে চাকরি নেন। সেখান থেকে বুধবার রাতে তাকে পাকড়াও করা হয়। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় ভাগ্নে নিহত : মামা আহত
কুষ্টিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন
রাজশাহীর বাগমারায় পুকুর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
কুষ্টিয়ায় ট্রাক ও নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
র্যাবকে সমাজে রাখা ঠিক হবেনা -রাজশাহীতে নূর খান
নওগাঁয় ৩ জনকে পিটিয়ে জখম, আহতদের উদ্ধার করলো পুলিশ
মাদারীপুরে গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে জনজীবন স্থবির
দুমকীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা
দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ
'বরবাদ' সিনেমা শতকোটির গন্ডি পেরিয়ে যাবে! কি বললেন শাকিব?
রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মা ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত
দোয়ারাবাজারে ভারতেীয় সীমান্তে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স
রাজশাহীতে নেসকোর ভৌতিক বিল বন্ধসহ নানারকম হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ
শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
যুবদলের উদ্যোগে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা
এমাজউদ্দীন আহমদের গ্রহণযোগ্যতা ছিল সর্বজনীন
বাংলাদেশে সা'দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ
দোয়ারাবাজারে ভ্যানের ধাক্কায় শিশু নিহত
গারো পাহাড়ের পানি হাতায় ঘুরতে এসে ভোগা নদীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু