ট্রেনে স্বস্তির ঈদযাত্রা

Daily Inqilab ইনকিলাব

১৭ এপ্রিল ২০২৩, ১১:৫১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৫৩ পিএম

রাজশাহীগামী ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয়েছে বাড়িফেরা মানুষের ঈদযাত্রা। প্রতিবার এই যাত্রায় ভোগান্তি ও অভিযোগের চিত্র লক্ষ্য করাও গেলেও এবার পরিস্থিতি ভিন্ন। স্বাচ্ছ্যন্দেই বাড়ি ফিরছেন ট্রেনযাত্রীরা।
এবারের ঈদযাত্রায় টিকিট ব্যবস্থা অনলাইনে করায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোনো ভোগান্তি ছিল না। তবে যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি, তাদের জন্য স্টেশনে স্ট্যান্ডিং টিকেট কাটার ব্যবস্থা করছে। তবে সেখানেও নেই ভিড় বা কালোবাজারি। যাত্রীরা সহজেই টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারছেন।
গতকাল সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে প্লাটফর্মে প্রবেশ করছেন টিকিটধারীরা। যাদের টিকিট নেই,তাদের প্লাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ঈদযাত্রায় এবার ট্রেনের টিকিট দেওয়া হয়েছে অনলাইনে। টিকিটবিহীন যাত্রীরা যেন স্টেশনে ঢুকতে না পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। স্টেশনে প্রবেশের ব্যবস্থাও সুশৃঙ্খল। রেলপথের এই ব্যবস্থাপনা ঈদযাত্রায় স্বস্তি দিয়েছে যাত্রীদের।

প্লাটফর্মে প্রবেশ করলে দেখা যায়,অতিরিক্ত কোনো ভিড় বা হট্টগোল নেই। টিকিটধারী যাত্রীরা নির্ধারিত ট্রেনের জন্য অপেক্ষা করছেন। সকাল থেকে এখন পর্যন্ত ট্রেনের শিডিউলে তেমন কোনো বিপর্যয় ঘটেনি।
কথা হয় রাজশাহীগামী এক যাত্রীর সাথে। এবারের ঈদযাত্রার অভিজ্ঞতার প্রশ্নে তিনি বলেন, বিগত সময়ের চাইতে এবারের ঈদযাত্রা বেশ ভালো। আমি অনলাইনে দুটো টিকিট কেটেছি। ফলে সারাদিন লাইনে দাঁড়াতে হয়নি কিংবা কালোবাজার থেকে অতিরিক্ত মূল্যে টিকিট কিনতে হয়নি। এছাড়া এবার অতিরিক্ত মানুষেরও চাপ নেই।

চট্টলা এক্সপ্রেসে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি যাচ্ছে শাহ পরান। তিনি বলেন, ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছি। এমনিতে থাকি নারায়ণগঞ্জ। সবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। অনলাইন টিকিটিং ব্যবস্থায় সুবিধা হয়েছে। কোনও ঝামেলা ছাড়াই যাত্রা করতে পারছি।

চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী ইব্রাহিম বলেন, আমি অনলাইনে টিকিট কাটতে পারিনি। প্রথমদিকে মন খারাপ হলেও পরে শুনলাম স্ট্যান্ডিং টিকেটের ব্যবস্থা রয়েছে। একটা আশঙ্কা ছিল যে স্ট্যান্ডিং টিকেট নিয়ে ভোগান্তি পোহাতে হয় কি না। তবে এমন কিছুই হয়নি। সরাসরি স্টেশনে এসে টিকিট কাটতে পেরেছি।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ঈদ যাত্রায় আমাদের প্রথম দিন। ৭ তারিখে যে অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল তার প্রথম যাত্রার শুরু। সকাল থেকে সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে যথা নিয়মে। আমাদের যে পরিকল্পনা ছিল সেই অনুযায়ী এখান থেকে নিরাপদে যাত্রা শুরু করেছে।
ছাদে ভ্রমণের বিষয়ে তিনি বলেন, এবার ছাদে কোনও যাত্রী নেয়া হবে না। এ বিষয়ে আমরা নজর রাখছি। কমলাপুর এবং বিমানবন্দর স্টেশন থেকে এমন কিছুর কথা এখনও আমরা শুনিনি। জয়দেবপুরেও আমরা নজর রাখছি। ঢাকায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। তাই কেউ বিনা টিকিটে বা ছাদে যাতায়াত করতে পারবে না। যাত্রীরাও যদি সচেতন হয় তাহলে আমরা আরও সফল হতে পারবো।

এ সময় তিনি দুর্ঘটনার শিকার সোনার বাংলা ট্রেন নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, ‘একটি অনাকাক্সিক্ষত দুর্ঘটনার কারণে আমাদের সেই ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি। রোববার সোনার বাংলা ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এর বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। তাই এর যাত্রা বাতিল করা হয়েছে। যারা এই ট্রেনের টিকিট কেটেছিলেন তাদের জন্য আলাদা চারটি বগি লাগিয়েছিলাম মহানগর প্রভাতীতে। পাশাপাশি আগামী ১৯ তারিখেও এই ব্যবস্থা রাখা হবে, যারা যেতে চান যেতে পারবেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কুষ্টিয়ায় গোরস্থান-মাদরাসার দান বাক্স ভেঙে টাকা ও সাইকেল চুরি

কুষ্টিয়ায় গোরস্থান-মাদরাসার দান বাক্স ভেঙে টাকা ও সাইকেল চুরি

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা পাকিস্তানের

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা পাকিস্তানের

কুষ্টিয়ায় জাহাবুল হত্যা মামলায় সামসুলের যাবজ্জীবন

কুষ্টিয়ায় জাহাবুল হত্যা মামলায় সামসুলের যাবজ্জীবন

ব্র্যাক ব্যাংকের লক্ষ্যণীয় সাফল্য

ব্র্যাক ব্যাংকের লক্ষ্যণীয় সাফল্য

প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে

প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে

হেলিকপ্টার দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা খতিয়ে দেখা প্রয়োজন

হেলিকপ্টার দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা খতিয়ে দেখা প্রয়োজন

আবার বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ জন

আবার বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ জন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের শ্রদ্ধা

একাকী নামাজ পড়ার সময় ইকামত দেওয়া প্রসঙ্গে।

একাকী নামাজ পড়ার সময় ইকামত দেওয়া প্রসঙ্গে।

টেলিটক, বিটিসিএলকে লাভজনক করতে ব্যবস্থা নেয়ার সুপারিশ

টেলিটক, বিটিসিএলকে লাভজনক করতে ব্যবস্থা নেয়ার সুপারিশ

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার দাবি করেছে ইআরএফ

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার দাবি করেছে ইআরএফ

বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বাড়ানো হবে : পরিবেশমন্ত্রী

বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বাড়ানো হবে : পরিবেশমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা, ২০২৪-এর খসড়া অনুমোদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা, ২০২৪-এর খসড়া অনুমোদন

রাইসি’র মৃত্যুতে ফ্রান্সের শোক প্রকাশ

রাইসি’র মৃত্যুতে ফ্রান্সের শোক প্রকাশ

স্নাতক স্তরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরামর্শ ইউজিসি’র

স্নাতক স্তরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরামর্শ ইউজিসি’র

ইরানের প্রেসিডেন্টের মৃত্যু ‘বড় ক্ষতি’ : শি

ইরানের প্রেসিডেন্টের মৃত্যু ‘বড় ক্ষতি’ : শি

বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা যে সব বিশ্ব নেতার প্রাণ কেড়েছে

বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা যে সব বিশ্ব নেতার প্রাণ কেড়েছে

রাইসির মৃত্যুতে ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাইসির মৃত্যুতে ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

সর্বজনীন পেনশন স্কিম চাপিয়ে দেয়ায় রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ

সর্বজনীন পেনশন স্কিম চাপিয়ে দেয়ায় রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ

মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন : বছরে সাশ্রয় হবে প্রায় ৫০০ কোটি টাকা

মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন : বছরে সাশ্রয় হবে প্রায় ৫০০ কোটি টাকা