ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

বিদ্যানন্দের এজেন্ডা প্রোপাগান্ডা নাকি মানবিকতা!

Daily Inqilab সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৮ এপ্রিল ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:৫৩ পিএম

মানব সেবার নামে বিভিন্ন কর্মকা- নিয়ে একদম শুরু থেকেই নানা বিতর্ক চলে আসছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দকে নিয়ে। প্রত্যেক কর্মকা-ের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে মানুষকে বোকা বানানোর গুরুতর অভিযোগ রয়েছে সংগঠনটির বিরুদ্ধে। কখনও এক ছবি বারবার চালিয়ে দেয়া, কখনও মজিদ চাচা নামে কল্পিত চরিত্র হাজির করা, কখনও ছবি জালিয়াতি, কখনও মিথ্যা ঘটনা সাজিয়ে সস্তা সহানুভূতি লাভের প্রচেষ্টায় ফেসবুকে তোলপাড় হতে দেখা গেছে।

সর্বশেষ বঙ্গবাজারের ঘটনায় বিদ্যানন্দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। পোড়া কাপড়ের ছবি জালিয়াতি করে মানুষকে বোকা বানিয়ে মন জয় করার প্রচেষ্টা নিয়ে তোলপাড় চলছে। বিদ্যানন্দের বিরুদ্ধে অভিযোগ তারা এক মাস আগে এক মহিলা উদ্যোক্তার করা জামদানি কাপড়ের কিছু গলার মালা আর চুড়ির ডিজাইনের ছবি ফেসবুক থেকে নিজেদের পেজে পোস্ট দেয়। সাথে মিথ্যা দাবি করে যে, এগুলো নাকি তারাই বঙ্গবাজারের পোড়া কাপড় থেকে তৈরি করেছে। এ ছবি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সাধারণ মানুষের সামনে এই প্রপাগান্ডা প্রকাশ পেলে তারা এই পোস্টটিও সরিয়ে নেয় এবং দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেয়। একটা একুশে পদকপ্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে এটাকে গুরুতর অভিযোগ হিসেবে দেখছেন সচেতন মহল। সরকারের উচিত গভীরভাবে তদন্ত করে ঘটনার মূল উদঘাটন করা। অভিযোগ যদি সত্য হলে কঠোর শাস্তি প্রদান কাম্য।

গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে আলোচিত প্রতিষ্ঠানটির কিছু সমালোচিত কর্মকা-ের তালিকা দেখে নেই। ২০২০ সালে এর প্রতিষ্ঠাতা বিদ্যানন্দের প্রধানের পদ ছেড়ে দেয়ার নাটক করেন এই অভিযোগ তুলে যে, সে হিন্দু হওয়ার কারণে নাকি তার প্রতি কিছু মুসলিম সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে। অথচ এটা ছিল কেবলই একটা মিথ্যা দাবি। এটার মাধ্যমে সে মূলত তার হিন্দু পরিচয়ের প্রতি একটা সহানুভুতি তৈরি করে ফায়দা লুটতে চেয়েছিল।

সংগঠনটির বিরুদ্ধে কক্সবাজার পার্বত্য অঞ্চলে মংশৈভং রোয়াজার নামক এক ব্যক্তির কাছ থেকে দান করা জায়গা নিয়ে মিথ্যাচারের অভিযোগ ওঠে। পরবর্তীতে এই লেনদেনের মধ্যস্থতাকারী নিজেই পোস্ট দিয়ে এটা নিয়ে আফসোস প্রকাশ করেছে। এটি নিয়েও সেসময় ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়।

এরপর ২০২১ সালে বিদ্যানন্দ ফেসবুক পেইজে একটা ছবি আপলোড করে। সেখানে তারা দেখায় যে, এই মাদরাসার ছাত্ররা নাকি পূজার ভোজন খেতে এসেছে। অথচ এরা কোন মাদরাসার ছাত্র ছিল না। বিদ্যানন্দ রাস্তা থেকে কিছু পথশিশুকে ধরে এনে এই নাটক সাজায়। পরে যখন তাদের এই মিথ্যাচার প্রকাশ হয়, তারা পোস্ট ডিলেট করে দেয়।

কিছু দিন আগে বিদ্যানন্দ যাকাতের ফা- নিয়েও মিথ্যাচার করেছে। তারা দাবি করেছিল যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাটিজ বিভাগের কয়েকজন শিক্ষকের অধীনে তারা যাকাত ফা- পরিচালনা করে। তাদের সাথে যোগাযোগ করে দেখা যায়, এই ব্যাপারে তারা কিছুই জানেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে ব্যাপক সমালোচনা হতে দেখা গেছে।

বিদ্যানন্দের বিরুদ্ধে মুসলিমদের দানের টাকায় পূজোয় মেলা আয়োজনের জঘন্য অপরাধের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়েছে। ইসলাম ধর্ম অনুযায়ী এটা খুবই জঘন্য কাজ। মুসলিমরা চিকিৎসা, অভাবীকে খাদ্য দান সহ এরকম মানবিক ক্ষেত্রে অমুসলিমদের সহায়তা করার অনুমোদন দেয়। কিন্তু অমুসলিমদের ধর্মীয় আয়োজনে সহায়তা করার অনুমোদন ইসলামে নেই। কারণ এটা অন্যায় কাজে সহায়তার নামান্তর। তারা তাদের মত নিজ ধর্মের উৎসব পালন করবে।

সংগঠনটির আরেকটি প্রোপাগা-া হল, এরা বিভিন্ন সময় পূজোয় মুসলিমদের অংশগ্রহণের ব্যাপারটিকে নিজেদের পেইজে পোস্ট দিয়ে স্বাভাবিক হিসেবে দেখিয়েছে এবং এটাকে উত্তম হিসেবে প্রমোট করেছে। অর্থাৎ মুসলিমদের ভিতর এরা অত্যন্ত সুকৌশলে শিরকি আয়োজন পূজোয় অংশগ্রহণের উৎসাহ সৃষ্টির প্রয়াস পেয়েছে। অথচ ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, বিধর্মীদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ মুসলিমদের জন্য সম্পূর্ণ হারাম। সেটা মানবতার দোহাই দিয়ে হলেও।

একবার তারা একটি গরুর ছবি পোস্ট করে জানায় যে, কোন এক এলাকায় উল্লেখিত গরুটি দিয়ে ভোজনের আয়োজন করা হচ্ছে। কিন্তু আয়োজনটি কোথায় হচ্ছে- সাধারণ মানুষের পক্ষ থেকে এটা জানতে চাওয়া হলে তারা এর কোন সদুত্তর দিতে পারেনি। এই ছবি নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

বিদ্যানন্দের একের পর এক এসব প্রোপাগান্ডায় মানুষের ভেতরে সন্দেহ দানা বেধেছে। উপরোক্ত বিষয়গুলোতে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, বিদ্যানন্দের কাজের ধরণ ও পলিসি কোনটার ভিতরই আপনি অভাবমোচন, দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক উন্নয়নের লেশ পাবেন না। পাবেন কেবল লোক দেখানো মানবিকতা, সহানুভূতি লাভের চেষ্টা।

কিছু পুঁজিবাদী প্রতিষ্ঠান নিজেদের ফেইস আর ইমেজকে পাবলিকের সামনে পবিত্র হিসেবে উপস্থাপন করতে এদের এসব শোঅফে অংশ নিয়েছে। আর বিদ্যানন্দও পাবলিসিটি তৈরির জন্য মিডিয়া জগতের সেলিব্রেটিদের নানাভাবে ব্যবহার করেছে। আর ওসব সেলিব্রেটিরাও একটু শোঅফের মাধ্যমে মানবসেবার তৃপ্তির ঢেকুর নিয়েছে।

এদিকে একের পর এক প্রোপাগান্ডামূলক কর্মকা-ের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যানন্দকে বয়কটের দাবি উঠেছে। অনেকেই এনিয়ে ফেসবুকে সচেতনতামূলক পোস্ট দিয়েছেন। তাদের বহু প্রোপাগান্ডা হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ফেসবুকে অনেকে বিদ্যানন্দের কার্জকলাপ তদন্ত করে দেখারও দাবি জানিয়েছেন।

সমালোচকরা লিখেছেন, ‘বিদ্যানন্দ কি ধরনের সংস্থা? ওরা নামাজে নেই, যাকাতে আছে। কোরবানিতে নেই, চামড়ায় আছে। সাহেরিতে নাই, ইফতারে আছে। রোজাতে নেই, ঈদে আছে।গ্ধ

এদিকে বিদ্যানন্দের যাকাতকা-ের পর বাংলাদেশ কওমী শিক্ষা বোর্ডের মহাসচিব ও দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান নদভী বলছেন, গুনাহের কাজে দান-সহায়তা করা হারাম ও কবিরা গুনাহ। যাকাত বা সাদকা নিজে বিতরণ করুন কিংবা বিশ্বাসী আস্থাভাজন আলেমগণের মাধ্যমে প্রদান করুন। অজ্ঞাতপরিচয় ব্যক্তি, সংগঠন বা সংস্থাকে যাকাত-সাদকা দিলে তা আদায় হবে না। মনে রাখবেন, যাকাত দেওয়া যেমন ফরজ, এটি শরীয়ত নির্ধারিত খাতে দেওয়াও ফরজ। পাশাপাশি গ্রাহক যে যাকাতের হকদার সেটি নিশ্চিত হওয়ার পরই তাকে যাকাত দেওয়া ফরজ। ইচ্ছে মতো যার তার হাতে যাকাত তুলে দিলে যাকাতের ফরজ আদায় হবে না।

সুতরাং বিধর্মী লোককে বা ধর্মহীন সংস্থাকে যাকাত সাদকা বণ্টনের দায়িত্ব দিলে, আদায় তো হবেই না বরং ইবাদতের মধ্যে মারাত্মক অবহেলা ও দায়িত্বহীনতার কারণে শক্ত গুনাহ হবে। শিরক, কুফর বা কবিরা গুনাহের কাজে অর্থ সাহায্য করা হারাম। অতএব, সতর্কতার সাথে যাকাত ও সাধারণ দানের এ সময়টি কাজে লাগান। সময় কিন্তু খুব দ্রুত বয়ে যাচ্ছে। জানা নেই আরেকটি রমজান আমরা ক’জন পাব!###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শপথ নিলেন অতিশী, মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল ভারত

শপথ নিলেন অতিশী, মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল ভারত

মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে আটক ৫ বাংলাদেশি

মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে আটক ৫ বাংলাদেশি

নতুন রেকর্ড সোনার দামে, ভরি ১৩৩০৫১ টাকা

নতুন রেকর্ড সোনার দামে, ভরি ১৩৩০৫১ টাকা

সিলেটে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সিলেটে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক

কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন--রায়হান সভাপতি ও ইমরান সেক্রেটারি নির্বাচিত

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন--রায়হান সভাপতি ও ইমরান সেক্রেটারি নির্বাচিত

হাজীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

হাজীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

নয়ন মিয়ার আত্মত্যাগ বৃথা যাবে না : যুবদল সভাপতি মুন্না

নয়ন মিয়ার আত্মত্যাগ বৃথা যাবে না : যুবদল সভাপতি মুন্না

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে  ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে