ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

শেষ সময়ে জমজমাট বেচাকেনা

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

১৯ এপ্রিল ২০২৩, ১১:৫১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৪ পিএম

টুপি, জায়নামাজ, আতর, ওড়না হিজাব, প্রসাধনী কিংবা গয়নার

দোকানে ভীড় পছন্দমতো জুতা কিনছেন নারী-পুরুষ ও শিশু
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতরের বাকি আর মাত্র দু’দিন। এরমধ্যে সবারই প্রায় বড় কেনাকাটা শেষ। এখন সেগুলোর সঙ্গে ম্যাচিং করে অন্যান্য সাজসজ্জা সামগ্রী কেনাকাটার পালা। তাই শেষ সময়ের কেনাকাটা সারতে শপিংমল ও মার্কেটগুলোতে ছুটছেন ক্রেতারা। পিছিয়ে নেই শিশুরাও। বাবা-মায়ের হাত ধরে শিশুরাও আসছে দোকানে। কেউ ছুটছেন ওড়না-হিজাবের দোকানে, আবার কেউ ব্যস্ত প্রসাধনী কিংবা গয়না কিনতে। তুলনামূলক কমদামে এসব পণ্য কিনতে নিম্নআয়ের মানুষ ভিড় করছেন ফুটপাত ও খোলা জায়গায় বসানো অস্থায়ী দোকানে। শবে কদরের সরকারি ছুটির কারণে রাস্তা ফাঁকা হওয়ায় কিছু কিছু দোকান বসানো হয়েছে রাস্তার ওপরই। গতকাল দুপুরের পর রাজধানীর মৌচাক, বেইলি রোড ও শান্তিনগর এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। এছাড়া মার্কেটের ফাঁকা জায়গায় বসেছে মেহেদীর দোকান। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটি শুরু হওয়াতে এখন মার্কেটে ভিড় কিছুটা বেড়েছে। তারপরও এবছর অন্যান্য বছরের তুলনায় বিক্রি কম। বিশেষ করে গ্রামে ফেরা মানুষের শেষ সময়ের কেনাকাটা চলছে এখন। যার কারণে টুকিটাকি পণ্যের ক্রেতা বেশি। ভিড় থাকলেও বিক্রির ভ্যালু অনেক কম।
তবে শেষ সময়ে উৎসব রাঙ্গাতে টুপি, জায়নামাজ ও আতরের দোকানে ভিড় করছেন মানুষ। রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের দোকানগুলোতে ক্রেতাদের আগ্রহ বেশি। গেল কয়েকদিন ক্রেতার সংখ্যা সন্তোষজনক হওয়ায় এখানকার ব্যবসায়ীরাও খুশি। এছাড়া উৎসব আয়োজনে পোশাকের পর সবচেয়ে বেশি চাহিদা জুতার। জুতা ছাড়া যেকোনো সাজই অপূর্ণ। তাই যুগ যুগ ধরে পরিবর্তন হয়ে আসছে জুতার ডিজাইন। ঈদের আগে তাই পোশাকের সঙ্গে মিল রেখে জুতা কিনতে শেষ সময়ে ভিড় বেড়েছে দোকানগুলোতে। পছন্দমতো জুতা বেছে নিচ্ছেন নারী-পুরুষ সবাই।
রাজধানীর বায়তুল মোকররম মসজিদ মার্কেট, গুলিস্তান, কাঁটাবন মসজিদ মার্কেট, কাকরাইল মসজিদ মার্কেটসহ ফুটপাতের বিভিন্ন দোকানে পাওয়া যায় টুপি, জায়নামাজ আর আতর। তবে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের নিচ তলায় আতর-টুপির দোকানের সংখ্যা সবচেয়ে বেশি। প্রতিটি দোকানে সাজানো বাহারি সব টুপি-জায়নামাজ। আতর, আতরদানি, সুরমা, পাঞ্জাবি, তসবিহও পাওয়া যায় এখানে। এক ছাদের নিচে ঈদের নামাজ সংক্রান্ত বিভিন্নরকমের পণ্য পেতে এখানে শেষ সময়ে ভিড় করেন নগরবাসী।
গতকাল বুধবার বায়তুল মোকররম মসজিদ মার্কেটে গিয়ে দেখা যায়, দেশ-বিদেশের বিভিন্ন সুবাসের আতর বিক্রি হচ্ছে এখানে। ধরন অনুযায়ী দামও বিভিন্ন রকমের। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে সাধারণত কম্বোডিয়া, ভারত, বুলগেরিয়া, দুবাই, ফ্রান্স, সউদীআরব থেকে আতর বেশি আসে। বিভিন্ন ব্র্যান্ডের দেশি আতরও পাওয়া যায় এখানে। দোকানিরা জানিয়েছেন, আতর বিক্রি হয় তোলা হিসেবে। উদ, কস্তুরি, মুস্তাহ আল তাহারা, আল হারমাইন শেখসহ বিভিন্ন নামের আতরের দাম বেশি। এক তোলা আতর ৫০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। রাসায়নিকভাবে তৈরি আতরের দাম কম। এছাড়া দেশি আতর ছাড়াও বাহারি ডিজাইনের আতরের দানি (বোতল) পাওয়া যায়। কাঁচ, প্লাস্টিক ছাড়াও বিভিন্ন ধাতুর মিশ্রণে তৈরি এসব আতরদানিও বিভিন্ন দামে বিক্রি হয়।
আতর বিক্রেতা জামাল হোসেন বলেন, এখন দেশি কিছু আতর দাম কম হওয়ায় বেশি চলে। দেশি আতর ৫০ থেকে ২ হাজার টাকায় পাওয়া যায়। তবে কিছু মানুষ আছেন যারা- উদ, কস্তুরিসহ বিশেষ ধরনের আতর পছন্দ করেন। দাম বেশি হওয়ায় এ ধরনের আতরের ক্রেতাও কম, বিক্রিও কম।
ঈদের জামাতে নতুন টুপি কিনতে মার্কেটে এসেছেন অনেকেই। বায়তুল মোকাররম মার্কেটে দেশি টুপি ছাড়াও পাকিস্তান ও চীনের তৈরি টুপি বিক্রি বেশি। কম দামে বৈচিত্রময় ডিজাইনের টুপি হওয়ায় পাকিস্তানি ও চীনা টুপির চাহিদা বেশি। এছাড়া তুরস্ক, ভারত, সউদী আরব, কাতার, মালয়েশিয়া থেকেও টুপি আসে দেশে। নকশা, কাপড় ভেদে ৫০ টাকা থেকে ১০ হাজার টাকা দামের টুপিও পাওয়া যায়। ১৫০ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে চীনা ও পাকিস্তানি টুপি পাওয়া যায়।
বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের আল মোত্তাকিম হাউজের কর্ণধার মো. আলামিন বলেন, দেশে-বিদেশি সব ধরনের টুপি আমরা বিক্রি করি। সবাই নতুন নতুন ডিজাইন চায়। এ কারণে বেদেশি টুপি বিক্রি হয় বেশি। গেল দুই বছর তো বেচাকেনা তেমন ছিল না, এবার বিক্রি ভালো। জায়নামাজ পাওয়া যায় বিভিন্ন দামের। পাকিস্তান, তুরস্ক ও সউদী আরবের জায়নামাজ বিক্রি হয় বেশি। প্রকারে ভেদে দামের ভিন্নতাও রয়েছে। ২০০ টাকা থেকে ৫ হাজার টাকায়ও জায়নামাজ বিক্রি হয়। চীন, ভারত, বেলজিয়াম থেকেও জায়নামাজ বাংলাদেশে আসে।
মিরপুর থেকে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে জায়নামাজ কিনতে এসেছেন ইমরান হোসেন নামে এক যুবক। তিনি বলেন, বায়তুল মোকাররমে অনেক দোকান, এদের কালেকশনও বেশি। তাই পছন্দ মতো কেনা যায়। এ কারণে প্রতিবছর এখানে আসি। ঈদের নামাজ পড়তে নতুন টুপি তো লাগেই, এবার জায়নামাজও কিনলাম। এদিকে উৎসব আয়োজনে পোশাকের পর সবচেয়ে বেশি চাহিদা জুতার। সরজমিনে ঈদবাজার ঘুরে দেখা যায়, নারীদের হিল, সিøপার, সু ও স্নিকারর্সের পাশাপাশি বাজারে দেখা মিলছে নতুন ডিজাইনের ফ্ল্যাট হিল। পুরুষদের জন্য রয়েছে হাফ সু, ফ্রাঙ্কো, স্যান্ডেল, লোফারসহ নানা ডিজাইন। ক্রেতারা জানান, পোশাক কেনাকাটা শেষ। তাই পোশাকের সঙ্গে মিল রেখে জুতা কিনছেন তারা। আর বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে বাজারে এসেছে নতুন সব জিজাইন। তবে বিক্রি আগের বছরগুলোর তুলনায় কম। ঈদের আগে বাকি দিনগুলোতে ক্রেতা সমাগম আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন বিক্রেতারা।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার

টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার

আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট

আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট

লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ

লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক

শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক

শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক

বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত

কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন

কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!

৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ

ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ

চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের

চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের

পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম

পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম

ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী

ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী

আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী

আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী