দলাদলি করে কোনো লাভ নেই, মনোনয়ন তো দেবো আমি : প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০৩ এএম

ছাত্রলীগকে দ্রæত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ
স¤প্রতি বিভিন্ন মার্কেটে অগ্নিকাÐের ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কেউ যাতে নাশকতা করতে না পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা নাশকতা করবে, তাদের সমুচিত জবাব দেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আজ বুধবার ধানমন্ডিতে নিজের রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন বলে জানা গেছে।
গতকাল বুধবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা করেন কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। পরে দলীয় সভাপতি উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে ভিডিও কলে মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে ভিডিও কল দিলে সাত থেকে আট মিনিট নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। এ সময় তিনি বিভিন্ন নির্দেশনা দেন। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আবদুস সোবহান, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, সাহাবুদ্দিন ফরাজি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়জ উদ্দিনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে জানান, ঈদের ছুটিতে জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতা-কর্মীদের ভিডিও কলে নির্দেশনা প্রদান করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে থাকা একাধিক নেতা জানান, কথা বলার সময় দলীয় সভাপতি মূলত পাঁচ–ছয়টা নির্দেশনা দিয়েছেন। অনাবাদি জমি ফাঁকা রাখা যাবে না। যার জমি আছে তাকে উৎপাদন বাড়াতে বলেছেন। গ্রামে গিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে যেতে বলেছেন। বিশেষ করে সরকারের উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিএনপির আমলের অপশাসন দুর্নীতি চিত্র এবং পার্থক্য মানুষের সামনে তুলে ধরার কথা বলেন।
দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এলাকায় কোনো দলাদলি করা যাবে না। মনোনয়ন দেব আমি। যারা মনোনয়ন পেতে আগ্রহী, সবাই এলাকায় একসঙ্গে কাজ করবে। কোনো ধরনের দ্ব›েদ্ব লিপ্ত হওয়া যাবে না। কৃষকদের ধান কাটার সহযোগিতা করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলেন শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে তিনি বলেন, যার যার এলাকায় আশ্রয়ণ প্রকল্প আছে সেখানে গিয়ে মানুষের খোঁজখবর নিতে হবে। তিনি বলেন, আমি একটা লোককেও ঘরহীন, ভ‚মিহীন রাখব না। যদি কোনো এলাকায় কোনো ভ‚মিহীন থাকে খোঁজ নেবে, তাদের ঘর দেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্রলীগকে দ্রæত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের পর দ্রæত পূর্ণাঙ্গ কমিটি দিতে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বকে নির্দেশনা দেন তিনি। ওই সভা শেষে প্রধানমন্ত্রী হঠাৎ ভিডিও কল করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মোবাইলফোনে। এসময় প্রধানমন্ত্রীর ভিডিও কলে উচ্ছ¡সিত হয়ে পড়েন সেখানে উপস্থিত দলের নেতাকর্মীরা।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রমুখ নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও সেখানে উপস্থিত ছিলেন। ছাত্রলীগের এই দুই শীর্ষ নেতাকে দ্রæত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ঢাকা টাইমসকে জানান, প্রধানমন্ত্রী ছাত্রলীগকে দ্রæত পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছেন। এর আগে গত ৩০ মার্চ গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। সেসময় আগামী নির্বাচন সামনে রেখে ছাত্রলীগকে সুসংগঠিত করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেন। আওয়ামী লীগ সভাপতির নির্দেশের পরই দ্রæততার সঙ্গে পূর্ণাঙ্গ কমিটির কাজ শুরু করে ছাত্রলীগ। বর্তমানে ওই কমিটি গঠনের কাজ প্রায় গোছানো হয়েছে। করোনাভাইরাসের কারণে বয়সসীমা ২৮ বছর নীতিও শিথিল হচ্ছে। ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ ছাত্র সংগঠনটির সাংগঠনিক অভিভাবক। তিনি তাদের বাইক চলানোর সময়ও যাতে সবাই সতর্ক থাকেন, সেই কথা মনে করিয়ে দেন। ছাত্রলীগের নেতাদের সাদাসিধে জীবনযাপনের পরামর্শ দেন শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের সঙ্গে মিশে থাকতে হবে, তাদের কথা চিন্তা করতে হবে।
এর আগে যৌথ সভার শুরুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংবিধানের বাইরে কারও দেওয়া ফরমায়েশি গণতন্ত্র মেনে নেওয়া হবে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশের গণতন্ত্র চলবে। বিদেশি যত শক্তির কাছেই বিএনপি ধরনা দিক না কেন, কোনো ফরমায়েশি গণতন্ত্র মেনে নেওয়া হবে না।
যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দীন, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

ময়মনসিংহে ছিনতাইয়ের কবলে ব্যাংক কর্মকর্তা, অর্থ উদ্ধারসহ গ্রেপ্তার ৩

তারাকান্দায় পুলিশের অভিযানে গ্রেফতার-৭

জকিগঞ্জে জীবনের শেষ যাত্রায় টমটম চালক, বর-কনের হাসি থেমে গেল রক্তাক্ত সড়কে
কোহলিকে মিস করবে ভারত: স্টোকস

খুলনায় দু’দিনে তিনজন করোনায় আক্রান্ত

বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচিত অনেক চেয়ারম্যানই জুলাই-আগষ্ট গনঅভ্যুথ্বানে ফৌজদারী অপরাধে জড়িত হয়েছিলেন ঃ আবু হাসনাত মোহাস্মদ আরেফীন

সৈয়দপুর - রংপুর মহাসড়কে শ্যামলীর চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাবেক স্ত্রীর মামলায় সুপ্রীম কোর্টে আইনজীবী কারাগারে

দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক টিম গঠন

বেরোবিতে ডিনস্ অ্যাওয়ার্ড চালু

তালতলীতে পুবালী ব্যাংকের ২৩৩তম উপশাখার শুভ উদ্বোধন

লঘুচাপে ভর করে আষাঢ়ী বর্ষণে দক্ষিণাঞ্চলে জনজীবন বিপর্যস্ত আমন বীজতলা নিয়ে কৃষকের মুখে হাসি

চীন কি ইরান-ইসরাইল যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করবে?

রাজশাহীতে পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলো প্রশাসন

হাজীগঞ্জে ১৪ বস্তা সরকারি চালসহ গ্রাম পুলিশ ধরাশায়ী

কুষ্টিয়ায় সার্চ কমিটি নিয়ে বিএনপির দুপক্ষের গোলাগুলি, আহত ৩

কুষ্টিয়ায় ছাত্রাবাসে কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য

তথ্য এখন জাতীয় নিরাপত্তার কৌশলগত অস্ত্র: পরিবেশ উপদেষ্টা

তালা ভেঙ্গে মৌলভীবাজার প্রেসক্লাব দখলের হুংকার বিএনপি নেতার!

সুবর্ণচরে জলবায়ু সংকট মোকাবিলায় দিনব্যাপী কর্মশালা