ঈদের ছুটি

পর্যটন কেন্দ্রে মানুষের ঢল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৮ এপ্রিল ২০২৩, ১০:৫৭ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০৯ এএম

কোভিড-১৯ বা করোনা মহামারির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম পর্যটন। তখন গোটা দুনিয়াতেই পর্যটনশিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্যতিক্রম ছিল না বাংলাদেশও। সেই ধকল কাটিয়ে খাতটি আবার গতি ফিরে পেয়েছে। ফলে বৈশ্বিক ভ্রমণ ও পর্যটনশিল্পের বাণিজ্যিক পরিস্থিতি করোনার আগের অবস্থানে ফিরে আসতে শুরু করেছে। বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোতেও ফিরছে পুরনো রূপ। বিশেষ করে ছুটির দিনগুলোতে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুয়াকাটা, সুন্দরবনসহ পর্যটন এলাকাগুলোতে নামে পর্যটকদের ঢল। লাখ লাখ পর্যটকের ভিড়ে অনেক সময় হোটেল পাওয়াও দুষ্কর হয়ে উঠে। সর্বশেষ ঈদুল ফিতরের ছুটিতেও দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ভিড় জমিয়েছেন ভ্রমণপিপাষু লাখ লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ বেছে নিয়েছেন কক্সবাজারকে।
এবার শবে কদরের দিন থেকেই ঈদের ছুটি শুরু হয়। ছুটিতে বেশিরভাগ মানুষ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামে ছুটলেও অনেকেই আবার ছুটে যান পর্যটন এলাকায়। ঈদের প্রথম দুইদিন পর্যন্ত এসব এলাকায় লোকসমাগম কম থাকলেও তৃতীয় দিন থেকে বাড়তে থাকে পর্যটকের সংখ্যা। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ঈদের পর থেকেই লোকে লোকারণ্য ছিল। সৈকতের পাশাপাশি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, ইনানী, টেকনাফ, রামু, চকরিয়া ও মহেশখালীর বিনোদন কেন্দ্রগুলোতে এখনো রয়েছে বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড়। এতে চাঙাভাব ফিরেছে ব্যবসা-বাণিজ্যে। আগামী ১ মে ছুটির দিন পর্যন্ত কক্সবাজারে এমন লোক সমাগম থাকবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।
দেখা গেছে, সৈকতের অন্তত দশটি পয়েন্টে পর্যটকের ঢল নেমেছে। বিশেষ করে লাবনী পয়েন্ট সুগন্ধ পয়েন্ট ডলফিন মোড় হিমছড়ি ও ইনানী সৈকত পয়েন্টে ভীড় থাকছে বেশি। প্রচ- গরম উপেক্ষা করে হাজার হাজার পর্যটক সাগরে গোসল করে তৃষ্ণা মিটাচ্ছেন। অনেকে আবার সৈকতের বালিতে শুয়ে পড়ে গরম নিবারণ করছেন। সৈকতে কিট কটগুলো থাকছে ভরপুর।
এই ব্যাপক পর্যটক আগমনে হোটেল কর্তৃপক্ষ এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেমন খুশি। তেমনি পর্যটন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও আছেন তৎপর। এ প্রসঙ্গে টুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান বলেন, পর্যটন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় টুরিস্ট পুলিশ সতর্ক অবস্থান করছে। কোন ধরণের বিশৃঙ্খলার খবর এপর্যন্ত পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, পুরে রমজান ছিল পর্যটক শূন্য। ঈদের পরে আল্লাহর মেহেরবাণীতে ব্যাপক পর্যটক এসেছেন। কক্সবাজারের হোটেল মোটেল ও পর্যটন ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে। তিনি দেশ-বিদেশের সকল শ্রেণীর পর্যটকদের কক্সবাজার ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন।
জেলা সদরের বাইরেও হিমছড়ি, দরিয়ানগর, ইনানী, মহেশখালী, বঙ্গবন্ধু সাফারি পার্কসহ জেলার সব পর্যটন স্পটে জনসমাগম হচ্ছে।
ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম বলেন, ঈদের পর থেকে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শনার্থী।
সিলেট জেলার বিভিন্ন পর্যটন স্পটের টানে ঈদের ছুটি কাটাতে সেখানেও ভিড় করছেন পর্যটকেরা। সিলেটের চা-বাগান, কমলা বাগান, খাসিয়াপুঞ্জি, জাফলং, সাদাপাথর, বিছানাকান্দি, রাতারগুলসহ পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় তুলনামুলকভাবে বেশি।
সিলেটে ঘুরতে গিয়ে রফিকুল ইসলাম নামে এক পর্যটক বলেন, ঈদের ছুটিতে পরিবারের সদস্যরা মিলে ঘুরতে এসেছি। সত্যি জাফলং অনেক সুন্দর। পাহাড় আর পাথরের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি।
সাদাপাথরে ধলাই নদীর শীতল পানিতে মুগ্ধ হয়ে সুমন নামে এক পর্যটক বলেন, সিলেটে অনেকবার এসেছি তবে সাদাপাথরে এবারই প্রথম এলাম। এতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য্য না দেখলে সত্যিই অনেক কিছু মিস করতাম। তিনি বলেন, এখানে একদিকে সুউচ্চ পাহাড়, মনোরম পাথরের দৃশ্য আর নদীর শীতল পানিতে গোসল করার অনুভূতি বলে বোঝানো যাবে না। একইভাবে জাফলং, লালাখাল, বিছনাকান্দি, রাতারগুলেও ঈদের ছুটিতে প্রচুর পর্যটক ভিড় করছেন। এদিকে সিলেটের পাশপাশি সুনামগঞ্জেও পর্যটকদের আগমন লক্ষ্যণীয়। হাজার হাজার পর্যটক এসেছেন টাঙ্গুয়ার হাওর, নীলদ্রি লেক, যাদুকাটা ও লাউড়ের গড় এলাকার সৌন্দর্য দেখতে। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ঈদের ছুটিতে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হাওরবেষ্টিত ভাটির জনপদ ও পর্যটন এলাকাখ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। হিজল-করচ, নলখাগড়া বেষ্টিত নীল জলরাশির টাঙ্গুয়ার হাওর, মুক্তিযুদ্ধে শহীদ বীর বিক্রম শহীদ সিরাজ লেক (নীলাদ্রী লেক), রূপের নদী যাদুকাটা ও প্রয়াত চেয়ারম্যান হাজি জয়নাল আবেদীনের শিমুল বাগানে হাজারো পর্যটকের ঢল নেমেছে। সিলেটে ঘুরতে আসা পর্যটকদের চাপে হিমশিম খাচ্ছে হোটেলগুলোও।
হোটেল গোল্ডেন সিটির ব্যবস্থাপক জানান, ঈদের দিন থেকে হোটেলে ভিড় বাড়তে থাকে। রোববার দুপুর পর্যন্ত আমাদের পুরো হোটেলই বুক হয়ে যায়। এরপর থেকে অনেককেই ফিরিয়ে দিতে হয়েছে।
ঈদের ছুটির মধ্যে পর্যটকদের পছন্দের অন্যতম স্পট ছিল সুন্দরবন। খুলনা ও আশেপাশের এলাকায় যারা পরিবার পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে ঈদ করতে এসেছিলেন তাদের অনেকেই সুন্দরবন ভ্রমন করেছেন। ঈদের দিন সুন্দরবনে ভিড় দেখা না গেলেও তার পরদিন রোববার থেকে ভিড় বেড়ে যায়। ঈদের সরকারি ছুটি শেষ হয়ে গেলেও এই অসময়ে সুন্দরবনে এখনো রয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, প্রতিদিন কয়েক হাজার পর্যটক সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে আসছেন। ঘুরে দেখছেন সুন্দরবনের অপার সৌন্দর্য। ঈদের দিন করমজল পর্যটন কেন্দ্রে ৩ থেকে ৪শ’ পর্যটক এসেছিলেন। এখন এ সংখ্যা প্রায় তিনগুন হয়ে গেছে। সুন্দরবনের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর একই অবস্থা। করমজলে পর্যটকেরা হরিণ, বানর, কুমিরসহ নানা প্রজাতির প্রাণীসহ বনের সৌন্দর্য্য অবলোকন করেছেন। মুগ্ধ হচ্ছেন জীব-বৈচিত্র্য দেখে।
তিনি আরও জানান, মোংলাবন্দর থেকে সবচেয়ে কাছে হওয়ায় অর্থাৎ নৌপথে মাত্র এক ঘণ্টার দূরত্ব হওয়ায় করমজলেই বেশি পর্যপকরা আসেন। পর্যটকদের আকৃষ্ট করতে করমজলে দৃষ্টিনন্দন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে। উন্নত দেশগুলোর মতো আকর্ষণীয় করে সুন্দরবনের স্পটগুলোকে সাজানো হয়েছে বলেও জানান তিনি।
সুন্দরবনের ট্যুর গাইড শফিকুল ইসলাম হিরণ বলেন, মার্চে পর্যটন মৌসুম শেষ হয়েছে। এবার ঈদের কারণে এপ্রিলেও পর্যটকরা সুন্দরবনে ভিড় করছেন। ঈদের ছুটি কাটাতে দূর-দূরান্ত থেকে সুন্দরবনে ছুটে আসেন দর্শনার্থীরা। ঈদের ছুটিকে স্মরণীয় রাখতে কেউ এসেছেন বন্ধু-বান্ধব আর কেউ এসেছেন পরিবার নিয়ে। তিনি আরো জানান, সুন্দরবনের কটকা, হিরণপয়েন্ট, কচিখালি, জামতলা সী বিচ, ডিমের চর, দূবলার চর প্রভৃতি স্থানে পর্যটকরা যাচ্ছেন। ভ্রমণ-পিপাসুদের জন্য কচিখালী হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় স্থান। এরপর কটকা ও হিরণপয়েন্ট। এ তিনটি পয়েন্টে মোংলা থেকে ট্রলারে করে পৌঁছাতে ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লাগে। বনের কটকাতে রয়েছে হরিণের অভয়ারণ্য। আছে ওয়াচ টাওয়ার। এ টাওয়ারে উঠে একনজরে দেখা যাবে যায় অপূর্ব সুন্দরে সুন্দর সুন্দরবন। আর করমজলে আসা পর্যটকদের মন কাড়ছে সেখানকার সৌন্দর্য।
মোংলা ট্যুরিস্ট পুলিশ সুন্দরবন জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঈদের দিন পর্যটকরা খুব বেশি না আসলেও পরদিন থেকেই পর্যটকদের ঢল নামে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা মোংলা থেকে ছোট নৌযানে করে সুন্দরবনে ভ্রমনে রওনা হন। তাদের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় আমরা সর্বদা তৎপর রয়েছি।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন ইনকিলাবকে বলেন, যেকোনো পর্যটকদের আকর্ষণীয় স্থান সুন্দরবন। বিশেষ ছুটিতে তারা এখানে ছুটে আসেন। এবারও ব্যাতিক্রম হয়নি। ঈদের ছুটিতে ঠিক কতজন পর্যটক এসেছে তা এ মূহুর্তে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এ সংখ্যা ১০ সহস্রাধিক হবে।
অন্যদিকে ঈদের ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। ঈদের ছুটিকে ঘিরে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগরকণ্যা কুয়াকাটা সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে। আবার অনেকে এসেছে বন্ধু বান্ধব নিয়ে কুয়াকাটায় ঈদের আনন্দ উপভোগ করতে। আগত এসব পর্যটকরা সমুদ্রে গোসল, হৈ হুল্লোড়, খেলাধুলা আর সৈকতের বালিয়াড়িতে গা ভাসিয়ে উম্মাদনায় মেতে ওঠে।
ঈদের প্রথম দিন পর্যটকদের আগমন কম থাকলেও দ্বিতীয় দিন থেকে অসংখ্য পর্যটকরা আসতে শুরু করে কুয়াকাটায়। সমুদ্র দর্শনের পাশাপাশি দর্শনীয় স্পটগুলো ঘুরে বেড়িয়েছেন ভ্রমণে আসা এসব পর্যটকরা। আবাসিক হোটেল মোটেল রিসোর্ট গুলো বুকিং রয়েছে। ঝিনুক মার্কেট সহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে বেচাকেনার ধুম পরে গেছে। হাসি ফুটে উঠেছে ব্যবসায়িদের মুখে। রমজানের পর পর্যটকদের ভীড়কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী।
তবে প্রত্যাশার তুলনায় পর্যটক কিছুটা কম ছিল পার্বত্য এলাকা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে প্রচ- তাপদাহ ও ঈদের পরেও প্রচ- গরমের কারণে অনেকেই পাহাড়ি এলাকা এড়িয়ে গেছেন। তারপরও শহর কেন্দ্রিক বিভিন্ন পর্যটনগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক ছিল বলে জানান ব্যবসায়ীরা। ###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ফ্যাসিস্ট হাসিনার প্রতি খালেদা জিয়ার যে মহানুভবতায় বিস্মিত আসিফ নজরুল
মুজিব ছিল ভারতীয় নকশা বাস্তবায়নের মূল খেলোয়াড়: মেজর ডালিম বীর উত্তম
‘ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল হবে না’
রোহিঙ্গা ঠেকাতে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীর সাক্ষাৎ
আরও

আরও পড়ুন

আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ , সিউলে ব্লিংকেনের উপস্থিতির মাঝে উত্তেজনা বৃদ্ধি

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ , সিউলে ব্লিংকেনের উপস্থিতির মাঝে উত্তেজনা বৃদ্ধি

ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু

ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু

ফুলক‌পি উৎপাদন খরচ ১৫ টাকা বি‌ক্রি ৫ টাকা: মাঠেই কে‌টে ফেলে রাখছে চাষিরা

ফুলক‌পি উৎপাদন খরচ ১৫ টাকা বি‌ক্রি ৫ টাকা: মাঠেই কে‌টে ফেলে রাখছে চাষিরা

ফ্যাসিস্ট হাসিনার প্রতি খালেদা জিয়ার যে মহানুভবতায় বিস্মিত আসিফ নজরুল

ফ্যাসিস্ট হাসিনার প্রতি খালেদা জিয়ার যে মহানুভবতায় বিস্মিত আসিফ নজরুল

পঞ্চগড়ে শিবিরের নেতৃত্বে জুলফিকার-রাশেদ

পঞ্চগড়ে শিবিরের নেতৃত্বে জুলফিকার-রাশেদ

নির্মাণের ৩৬ বছরে মেরামত হয়নি ভোলা বাস টার্মিনাল

নির্মাণের ৩৬ বছরে মেরামত হয়নি ভোলা বাস টার্মিনাল

সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের মাঝে এডভোকেট ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ

সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের মাঝে এডভোকেট ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ

মুজিব ছিল ভারতীয় নকশা বাস্তবায়নের মূল খেলোয়াড়: মেজর ডালিম বীর উত্তম

মুজিব ছিল ভারতীয় নকশা বাস্তবায়নের মূল খেলোয়াড়: মেজর ডালিম বীর উত্তম

মাসুদ-বাবরের রেকর্ড জুটি

মাসুদ-বাবরের রেকর্ড জুটি

ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারী গ্রেপ্তার

ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারী গ্রেপ্তার

বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ : ডেইলি মেইল

বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ : ডেইলি মেইল

প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৩০ মামলার আসামী গ্রেপ্তার

প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৩০ মামলার আসামী গ্রেপ্তার

‘ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল হবে না’

‘ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল হবে না’

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

সিলেটে ক্রিকেট উন্মদনা শুরু

সিলেটে ক্রিকেট উন্মদনা শুরু

ইসরায়েলের কারাগার থেকে জর্ডানিয়ান চিকিৎসকের মুক্তি

ইসরায়েলের কারাগার থেকে জর্ডানিয়ান চিকিৎসকের মুক্তি

ব্রিজবেন ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

ব্রিজবেন ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

রোহিঙ্গা ঠেকাতে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা ঠেকাতে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন