আজ মহান মে দিবস
৩০ এপ্রিল ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:২০ এএম
আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। একই সঙ্গে শ্রমিকদের আন্তর্জাতিক সংহতির দিন। ১৩৭ বছর ধরে ১ মে সারা বিশ্বে মে দিবস পালিত হয়। ১৮৮৬ সালের এই দিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে রাজপথে নামেন। এই শ্রমিকদের ওপর গুলি চালালে নিহত হন ১১ জন শ্রমিক। শ্রমিকদের জীবনদানের মধ্য দিয়ে পরবর্তীকালে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ৮ ঘণ্টা শ্রমের দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও দিবসটিতে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার ও নিরাপদ কর্মক্ষেত্রের দাবি এবং অত্যাবশ্যকীয় পরিষেবা বিলের নামে অধিকার হরণের দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবে।
মহান মে দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্কপ নেতা শহীদুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বলেন, ‘আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প ও শ্রমবান্ধব বর্তমান সরকার শ্রমিকের সার্বিক কল্যাণসাধন ও দক্ষতা বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।’ বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, আরো বলেন, দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহান মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পত্রিকাসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচার করবে।
মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করবে জাতীয় শ্রমিক লীগ। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ ঘন্টা কর্মদিবস, ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার ও নিরাপদ কর্মক্ষেত্রের দাবি এবং অত্যাবশ্যকীয় পরিষেবা বিলের নামে অধিকার হরণের প্রচেষ্টা রুখে দেওয়ার আহবান নিয়ে ১৩৭তম মে দিবস পালন করবে
গতকাল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মে দিবস উদযাপনে আজ সকাল সাড়ে ১১ টায় পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসুচী পালন করবে স্কপ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমিও অ্যান্ড জুলিয়েটের অলিভিয়া মারা গেছেন
শাকিব খানের ঢাকা ক্যাপিটালস-এর থিম সংয়ে একঝাঁক তারকা
কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর
তারকাদের বিয়ে ও বিচ্ছেদের বছর
এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ
বিয়ের আগে অভিনেত্রী স্বাগতার লিভ টুগেদার নিয়ে সমালোচনা
এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে
পিকেকে নেতা ওকালানকে সন্ত্রাস ছাড়তে বলেছে তুরস্ক
ই-সিগারেট নিষিদ্ধ করল বেলজিয়াম
প্রতিটি সিগারেট কমায় জীবনের ২০ মিনিট
এবার ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ
ইহুদিবাদীদের ঘুমাতে দেব না : হুথি
সুয়েজ খালের পরীক্ষামূলক সম্প্রসারণ
ইথিওপিয়াতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১
বিআরআই বাণিজ্যে মুনাফা বাড়বে চীনা রফতানিকারকদের
খাবার দেরি, বিয়ে ভেঙে খালাতো বোনকে বিয়ে করলেন বর
অবিশ্বাস্যভাবে বাঁচলেন কালিমা পড়তে থাকা বিমানের যাত্রী
হত্যাকারীদের সঙ্গে কোন আপোষ নয় : নজরুল ইসলাম খান
যুক্তরাষ্ট্রবিরোধী কঠোর নীতির অঙ্গীকার কিম জং উনের
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব