ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

সাত জেলায় সড়কে নিহত ৯

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

০৩ মে ২০২৩, ১০:৫১ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১২:০০ এএম

দেশের সাত জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও আরো ১২ জন আহত হয়েছে। এরমধ্যে যশোরে যাত্রীবাহী একটি বাস উল্টে একজন, চুয়াডাঙ্গার এক এনজিও কর্মী, কুড়িগ্রামে এক স্কুল ছাত্র, ঝিনাইদহে এক, দিনাজপুরে দুই, কুমিল্লায় এক ও ময়মনসিংহে দুইজন নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন Ñ
যশোর ব্যুরো জানায়, যশোর-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসু কর্মকার ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। এ সময় সকাল সাড়ে ৭টার দিকে কোদালিয়া স্কুলের সামনের মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় গুরুতর আহত ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কয়েকজন যাত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি বারোবাজার হাইওয়ে থানার পুলিশের হেফাজতে রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে মাটিভর্তী ট্রাক্টরের চাপায় এক ব্র্যাক এনজিও কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার আরেক সহকর্মী। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সেনেরহুদা গ্রামের বসুতিপাড়ার বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমা খাতুন যশোর জেলার মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুস সাত্তার সরদারের মেয়ে। আহত অনাদী চরণ বৈদ্য সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের নিরঞ্জন বৈদ্যের ছেলে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গতকাল দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া শাখার ব্র্যাক কার্যালয়ের দুইকর্মী মোটরসাইকেলচেপে সেনেরহুদা গ্রামের রাস্তা দিয়ে উথলী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় দেহাটি অভিমুখী মাটিভর্তি দ্রুতগতির একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে নাজমা খাতুনের মাথা ট্রাক্টরের চাকার নীচে পড়লে ঘটনা স্থলেই তিনি নিহত হন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত অনাদী চরণকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ট্রাক্টরের চালককে আটক করতে না পারলেও ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়েছে বলে এসআই কেরামত আলী জানান।

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টায় উলিপুর-রাজারহাট সড়কের উলিপুর সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার হোসেন বাদল উলিপুর পৌরসভার নারিকেল বাড়ী কুড়ারপাড় গ্রামের ফরিদুল ইসলাম বাবুর পুত্র ও উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের স্কুল শাখার মানবিক বিভাগের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাদল উলিপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় উলিপুর-রাজারহাট সড়কের উলিপুর সিনেমা হলের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে ছিটকে পড়ে। হেলমেট না থাকায় তার মাথার সামনের অংশ থেতলে গিয়ে প্রচ- রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উলিপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে বাদল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রোডে পড়ে মাথায় আঘাত পায় এবং হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শৈলকুপা (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুমা খাতুন নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে তার শিশু কন্যা রাহি ও স্বামী রবি খাঁ। গুরুতর আহত হওয়ায় রবিকে শৈলকুপা হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাতলাগাড়ী বাজার থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক সকাল সাড়ে ১১টার দিকে ছোটমৌকুড়ি গ্রাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক হতে আসা মোটরসাইকেলকে সম্মুখ থেকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটির হেলপারকে আটক করলেও পালিয়ে যায় ড্রাইভার। শেলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহতের লাশ মর্গে পাঠানো হচ্ছে। আটককৃত ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলায় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু কালাম ও আশরাফুলের বাড়ি পার্বতীপুর শহরের ধূপিপাড়া মহল্লায়। তারা সম্পর্কে খালু-ভাগ্নে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় নিহতদের আতœীয় নজরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল প্রায় পৌনে ৭টার দিকে একটি ট্রাক বিপরীত দিক থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া ভ্যানকে মাড়িয়ে দিলে ঘটনা স্থলে আবু কালাম ও আশরাফুল হক নিহত হন। উপস্থিত লোকজন তাদেরকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পার্বতীপুর মডেল থানার এসআই দিনেশ চন্দ্র বর্মনের সাথে কথা হলে জানান, লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ড্রাইভারকে গ্রেফতার ও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার মুরাদনগরে সিএনজি খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মহিউদ্দিন পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আলমাস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের উত্তর পাশে বসে বিভিন্ন যানবাহনের তল্লাশি পরিচালনা করছিল দেবিদ্বার জোনের ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলাম। এ সময় যাত্রীবাহী একটি সিএনজিকে সিগনাল দিলে সে গতিরোধ না করে চলে যায়। টিআই মোটরসাইকেলযোগে সিএনজিটিকে পেছন থেকে ধাওয়া করলে দ্রুতগতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মহিউদ্দিন নিহত হন।

হাইওয়ে পুলিশ মিরপুর ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন বলেন, একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন যাত্রী নিহত হয়েছে। আমরা দুর্ঘটনাকবলিত সিএনজিটি উদ্ধার করে ঘটনার সম্পর্কে তদন্ত করছি।

ফুলপুর ও তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলপুরে ভাঙা সড়কে অটো উল্টে এক কিশোর নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার পয়ারী জামতলা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার পয়ারী ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সাগরের চাচা জাহাঙ্গীর হোসেন বেগুন ভর্তি অটো চালিয়ে আমুয়াকান্দা বাজারে যাচ্ছিলেন। এসময় সাগরও আমুয়াকান্দায় সুমনের কীটনাশকের দোকানে কাজে যেতে চাচার অটোতে উঠে পড়ে। পরে পয়ারী জামতলা সংলগ্ন ফিশারী এলাকায় আসলে ভাঙা সড়কের খাদে পড়ে অটো উল্টে ফিশারীতে পড়ে যায়। এসময় সাগরের মাথা পড়ে অটোর নিচে। এতে সাগর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে একটি সাধারণ ডায়েরি হয়েছে।

এদিকে তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকাল ৩টার উপজেলার তারাকান্দা ইউনিয়নের গোপালপুর খামার বাজার নামকস্থানে ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার বালিখাঁ ইউনিয়নের পাগুলি পশ্চিমপাড়া গ্রামের মৃত আতর আলীর ছেলে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এসময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হাসিনার আমলে মেট্রোরেলের আয় নিয়ে ফেসবুকে সমালোচনা

হাসিনার আমলে মেট্রোরেলের আয় নিয়ে ফেসবুকে সমালোচনা

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল, কী আছে এতে

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল, কী আছে এতে

ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বিতর্ক, যা বলছেন নেটিজেনরা

ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বিতর্ক, যা বলছেন নেটিজেনরা

নতুন সরকারের ঘোষণা ফ্রান্সে

নতুন সরকারের ঘোষণা ফ্রান্সে

জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপাধি দিতে হবে : নূরুল ইসলাম বুলবুল

জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপাধি দিতে হবে : নূরুল ইসলাম বুলবুল

নৌখাতে দুর্নীতি –অনিয়মে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা

নৌখাতে দুর্নীতি –অনিয়মে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা

সিরাজগঞ্জ শিল্পপার্ক খেয়ে ধরলেন মুন্সিগঞ্জ বিসিক, অতিরিক্ত দায়িত্বে লিটনের আত্মীয় বায়েজিদ

সিরাজগঞ্জ শিল্পপার্ক খেয়ে ধরলেন মুন্সিগঞ্জ বিসিক, অতিরিক্ত দায়িত্বে লিটনের আত্মীয় বায়েজিদ

স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার, একদিনের রিমান্ড মঞ্জুর

স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার, একদিনের রিমান্ড মঞ্জুর

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে