ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
পুলিশ কর্মকর্তার বাসায় আগুনে পুড়ে গৃহকর্মীর মৃত্যু

পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় তদন্ত

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ মে ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১২:০০ এএম

অভাবের তাড়নায় ১৩ বছরের মেয়ে জান্নাতকে ঢাকায় পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আলাউদ্দীনের বাসায় কাজ করতে দিয়েছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার আবু বকর। বাবার কাছে এক মাসের পারিশ্রমিক ৫ হাজার টাকাও পাঠিয়েছিল জান্নাত।

কিন্তু গত ১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জান্নাতের মৃত্যু হয়। তার শ্বাসনালি, কণ্ঠনালিসহ শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায় আগুন। ফলে কোনো চিকিৎসা আর কাজে লাগেনি। এমন করুণ মৃত্যুর পরেও তদন্ত থেমে আছে। রহস্যজনক এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত না হলে অন্ধকারেই থেকে যাবে গৃহকর্মী জান্নাতের মৃত্যুর প্রকৃত কারণ। সুরতহাল প্রতিবেদনে উঠে এসেছে জান্নাতের মাথায় গভীর জখম রয়েছে। এ দাগ কিসের তা বলতে পারেনি তদন্ত সংশ্লিষ্ট কেউই।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিনগরে ওয়ারী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আলাউদ্দীনের বাসায় গত ১৬ এপ্রিল পুড়ে যায় গৃহকর্মী জান্নাত। ঘটনার পর ওই পুলিশ কর্মকর্তার পরিবার জানিয়েছে, ঘটনার দিন দুপুরে গরম পানি করার সময় ওড়নায় আগুন লাগার ফলে জান্নাত দগ্ধ হয়। কিন্তু কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল, তপ্ত দুপুরে আদৌও গরম পানির দরকার ছিল কি না? ওই সময় বাসায় কার কী ভূমিকা ছিল তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

গৃহকর্মী জান্নাত আগুনে পুড়ে যাওয়ার পর মামুন নামে পুলিশের এক কনস্টেবল ‘লুকোছাপা’ করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন জান্নাতকে। জান্নাতকে ভর্তির পরপরই মামুন হাসপাতাল ত্যাগ করেন। এড়িয়ে যান গণমাধ্যমকেও। এমনকি তিনি মুখে কুুলুপও এঁটেছেন।
জান্নাতের বাবা আবু বকরের অভিযোগ, মেয়ে আগুনে পুড়ে গেলেও তাকে প্রথমে জানানো হয়নি। ঢাকায় এসে তিনি মেয়ের লাশ দেখতে পেলেন। এমনকি গণমাধ্যমে কোনো সাংবাদিকের সঙ্গে ওই সময় আবু বকরকে কথা বলতে দেয়া হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই রবীন্দ্র নাথ রবীন সাংবাদিকদের বলেন, এই মামলার পোস্ট মর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত কোনো কিছুতেই হাত দেয়া যাচ্ছে না। গত ১৯ এপ্রিল ঘটনাস্থলে গিয়েছিলাম। এডিসি (মো. আলাউদ্দীন) স্যারের বাসায় গিয়ে বক্তব্য নিয়ে এসেছি।

পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, জান্নাতের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অবশ্যই তদন্ত হবে। তবে অপমৃত্যুর মামলার ক্ষেত্রে পোস্ট মর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
সূত্র জানায়, গত ১৬ এপ্রিল পোড়া অবস্থায় হাসপাতালে ভর্তির পর উপস্থিত নার্সদের সঙ্গে কথা বলে জান্নাত। নাম প্রকাশ না করার শর্তে একজন নার্স বলেন, জান্নাতকে আইসিইউতে নেওয়ার সময় জিজ্ঞাসা করা হয়েছিল কীভাবে ঘটনাটি ঘটেছে। তখন জান্নাত বলেছিল, দুপুরের দিকে হাত থেকে একটি কাচের প্লেট মেঝেতে পড়ে ভেঙে যায়। সে জন্য পুলিশ কর্মকর্তার স্ত্রী মোহনা মেহফুজ শুকতি তাকে মারধর করে। এতে কপালে আঘাত লাগে। এরপর আমি রান্না ঘরে যাই। কীভাবে শরীরে আগুন লাগল তা বলতে পারছি না। এরপর আর কোনো তথ্য জানাতে পারেনি জান্নাত।

জান্নাতের বরাত দিয়ে ওই নার্স আরও বলেন, এর আগেও তাকে (জান্নাত) মারধর করা হয়েছিল। ভাত রান্নার সময় ভাতের মাড় পরে যাওয়ায়ও একদিন বেদমভাবে প্রহার করা হয়। পুরো শরীরে মারধরের দাগ থাকলেও পুড়ে যাওয়ার কারণে তা ঠিকমতো বোঝা যায়নি বলে জানান ওই নার্স।
রাজধানীর শান্তিনগরে ১৬৫ স্কাইভিউ পার্ক সিটি ভবনের ১৬/এ বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত জান্নাত। পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকেন পুলিশের এডিসি মো. আলাউদ্দীন। আলাউদ্দীনের দাবি ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। তবে তার স্ত্রী বাসায় ছিলেন।

গত ১৭ এপ্রিল সোমবার রাতে পল্টন থানার কনস্টেবল রিমাকে সঙ্গে নিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এসআই সুইটি। সুরতহালে লেখা হয়েছে, কপালের ওপরে মাথার সম্মুখভাবে ২ ইঞ্চি লম্বা ও দেড় ইঞ্চি গভীর (অনুমান) একটি কাটা দাগ আছে। মাথার ডান পাশে হালকা ফোলা আছে। কপাল, ঠোঁট, গলা পোড়া ও ঝলসানো। কাঁধে থেকে উভয় হাতের আঙুল পর্যন্ত সাদা রাউন্ড ব্যান্ডেজ। কোমরের নিচ থেকে উভয় পায়ের গোড়ালি পর্যন্ত সাদা ব্যান্ডেজ।

জান্নাতের বাবা আবু বকর সাংবাদিকদের বলেন, আমাকে ফোন করে ঢাকায় ডেকে নেন আলাউদ্দিন স্যার। গিয়ে জানতে পারি জান্নাত পুড়ে মারা গেছে। নানাভাবে আমাকে বোঝানো হয়। তারা আমাকে টাকা দিতে চেয়েছে। আজীবন পরিবারের ভরণ-পোষণ দিতে চেয়েছে। মেয়ের মৃত্যুর জন্য বিচার চাওয়া প্রসঙ্গে জান্নাতের বাবা বলেন, বিচার কার কাছে চাইব। দোষ আমার কপালে। আমি গরিব মানুষ। সংসারে অভাব রয়েছে। উনি তো পুলিশ। বিচার চাওয়ার মতো টাকা-পয়সা তো নেই। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি।

ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কারও শরীরে ৮৫ শতাংশ দগ্ধ হতে হলে বাচ্চাদের বেলায় অন্তত ১০ থেকে ১৫ মিনিট আগুন জ্বলতে হয়। এতক্ষণেও আগুন নেভাতে না পারার বিষয়টি মর্মদায়ক। ঘটনার বিষয়ে ডিএমপির ওয়ারী বিভাগের এডিসি আলাউদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হাসিনার আমলে মেট্রোরেলের আয় নিয়ে ফেসবুকে সমালোচনা

হাসিনার আমলে মেট্রোরেলের আয় নিয়ে ফেসবুকে সমালোচনা

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল, কী আছে এতে

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল, কী আছে এতে

ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বিতর্ক, যা বলছেন নেটিজেনরা

ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বিতর্ক, যা বলছেন নেটিজেনরা

নতুন সরকারের ঘোষণা ফ্রান্সে

নতুন সরকারের ঘোষণা ফ্রান্সে

জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপাধি দিতে হবে : নূরুল ইসলাম বুলবুল

জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপাধি দিতে হবে : নূরুল ইসলাম বুলবুল

নৌখাতে দুর্নীতি –অনিয়মে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা

নৌখাতে দুর্নীতি –অনিয়মে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা

সিরাজগঞ্জ শিল্পপার্ক খেয়ে ধরলেন মুন্সিগঞ্জ বিসিক, অতিরিক্ত দায়িত্বে লিটনের আত্মীয় বায়েজিদ

সিরাজগঞ্জ শিল্পপার্ক খেয়ে ধরলেন মুন্সিগঞ্জ বিসিক, অতিরিক্ত দায়িত্বে লিটনের আত্মীয় বায়েজিদ

স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার, একদিনের রিমান্ড মঞ্জুর

স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার, একদিনের রিমান্ড মঞ্জুর

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে