পুলিশ কর্মকর্তার বাসায় আগুনে পুড়ে গৃহকর্মীর মৃত্যু

পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় তদন্ত

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ মে ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১২:০০ এএম

অভাবের তাড়নায় ১৩ বছরের মেয়ে জান্নাতকে ঢাকায় পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আলাউদ্দীনের বাসায় কাজ করতে দিয়েছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার আবু বকর। বাবার কাছে এক মাসের পারিশ্রমিক ৫ হাজার টাকাও পাঠিয়েছিল জান্নাত।

কিন্তু গত ১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জান্নাতের মৃত্যু হয়। তার শ্বাসনালি, কণ্ঠনালিসহ শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায় আগুন। ফলে কোনো চিকিৎসা আর কাজে লাগেনি। এমন করুণ মৃত্যুর পরেও তদন্ত থেমে আছে। রহস্যজনক এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত না হলে অন্ধকারেই থেকে যাবে গৃহকর্মী জান্নাতের মৃত্যুর প্রকৃত কারণ। সুরতহাল প্রতিবেদনে উঠে এসেছে জান্নাতের মাথায় গভীর জখম রয়েছে। এ দাগ কিসের তা বলতে পারেনি তদন্ত সংশ্লিষ্ট কেউই।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিনগরে ওয়ারী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আলাউদ্দীনের বাসায় গত ১৬ এপ্রিল পুড়ে যায় গৃহকর্মী জান্নাত। ঘটনার পর ওই পুলিশ কর্মকর্তার পরিবার জানিয়েছে, ঘটনার দিন দুপুরে গরম পানি করার সময় ওড়নায় আগুন লাগার ফলে জান্নাত দগ্ধ হয়। কিন্তু কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল, তপ্ত দুপুরে আদৌও গরম পানির দরকার ছিল কি না? ওই সময় বাসায় কার কী ভূমিকা ছিল তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

গৃহকর্মী জান্নাত আগুনে পুড়ে যাওয়ার পর মামুন নামে পুলিশের এক কনস্টেবল ‘লুকোছাপা’ করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন জান্নাতকে। জান্নাতকে ভর্তির পরপরই মামুন হাসপাতাল ত্যাগ করেন। এড়িয়ে যান গণমাধ্যমকেও। এমনকি তিনি মুখে কুুলুপও এঁটেছেন।
জান্নাতের বাবা আবু বকরের অভিযোগ, মেয়ে আগুনে পুড়ে গেলেও তাকে প্রথমে জানানো হয়নি। ঢাকায় এসে তিনি মেয়ের লাশ দেখতে পেলেন। এমনকি গণমাধ্যমে কোনো সাংবাদিকের সঙ্গে ওই সময় আবু বকরকে কথা বলতে দেয়া হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই রবীন্দ্র নাথ রবীন সাংবাদিকদের বলেন, এই মামলার পোস্ট মর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত কোনো কিছুতেই হাত দেয়া যাচ্ছে না। গত ১৯ এপ্রিল ঘটনাস্থলে গিয়েছিলাম। এডিসি (মো. আলাউদ্দীন) স্যারের বাসায় গিয়ে বক্তব্য নিয়ে এসেছি।

পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, জান্নাতের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অবশ্যই তদন্ত হবে। তবে অপমৃত্যুর মামলার ক্ষেত্রে পোস্ট মর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
সূত্র জানায়, গত ১৬ এপ্রিল পোড়া অবস্থায় হাসপাতালে ভর্তির পর উপস্থিত নার্সদের সঙ্গে কথা বলে জান্নাত। নাম প্রকাশ না করার শর্তে একজন নার্স বলেন, জান্নাতকে আইসিইউতে নেওয়ার সময় জিজ্ঞাসা করা হয়েছিল কীভাবে ঘটনাটি ঘটেছে। তখন জান্নাত বলেছিল, দুপুরের দিকে হাত থেকে একটি কাচের প্লেট মেঝেতে পড়ে ভেঙে যায়। সে জন্য পুলিশ কর্মকর্তার স্ত্রী মোহনা মেহফুজ শুকতি তাকে মারধর করে। এতে কপালে আঘাত লাগে। এরপর আমি রান্না ঘরে যাই। কীভাবে শরীরে আগুন লাগল তা বলতে পারছি না। এরপর আর কোনো তথ্য জানাতে পারেনি জান্নাত।

জান্নাতের বরাত দিয়ে ওই নার্স আরও বলেন, এর আগেও তাকে (জান্নাত) মারধর করা হয়েছিল। ভাত রান্নার সময় ভাতের মাড় পরে যাওয়ায়ও একদিন বেদমভাবে প্রহার করা হয়। পুরো শরীরে মারধরের দাগ থাকলেও পুড়ে যাওয়ার কারণে তা ঠিকমতো বোঝা যায়নি বলে জানান ওই নার্স।
রাজধানীর শান্তিনগরে ১৬৫ স্কাইভিউ পার্ক সিটি ভবনের ১৬/এ বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত জান্নাত। পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকেন পুলিশের এডিসি মো. আলাউদ্দীন। আলাউদ্দীনের দাবি ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। তবে তার স্ত্রী বাসায় ছিলেন।

গত ১৭ এপ্রিল সোমবার রাতে পল্টন থানার কনস্টেবল রিমাকে সঙ্গে নিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এসআই সুইটি। সুরতহালে লেখা হয়েছে, কপালের ওপরে মাথার সম্মুখভাবে ২ ইঞ্চি লম্বা ও দেড় ইঞ্চি গভীর (অনুমান) একটি কাটা দাগ আছে। মাথার ডান পাশে হালকা ফোলা আছে। কপাল, ঠোঁট, গলা পোড়া ও ঝলসানো। কাঁধে থেকে উভয় হাতের আঙুল পর্যন্ত সাদা রাউন্ড ব্যান্ডেজ। কোমরের নিচ থেকে উভয় পায়ের গোড়ালি পর্যন্ত সাদা ব্যান্ডেজ।

জান্নাতের বাবা আবু বকর সাংবাদিকদের বলেন, আমাকে ফোন করে ঢাকায় ডেকে নেন আলাউদ্দিন স্যার। গিয়ে জানতে পারি জান্নাত পুড়ে মারা গেছে। নানাভাবে আমাকে বোঝানো হয়। তারা আমাকে টাকা দিতে চেয়েছে। আজীবন পরিবারের ভরণ-পোষণ দিতে চেয়েছে। মেয়ের মৃত্যুর জন্য বিচার চাওয়া প্রসঙ্গে জান্নাতের বাবা বলেন, বিচার কার কাছে চাইব। দোষ আমার কপালে। আমি গরিব মানুষ। সংসারে অভাব রয়েছে। উনি তো পুলিশ। বিচার চাওয়ার মতো টাকা-পয়সা তো নেই। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি।

ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কারও শরীরে ৮৫ শতাংশ দগ্ধ হতে হলে বাচ্চাদের বেলায় অন্তত ১০ থেকে ১৫ মিনিট আগুন জ্বলতে হয়। এতক্ষণেও আগুন নেভাতে না পারার বিষয়টি মর্মদায়ক। ঘটনার বিষয়ে ডিএমপির ওয়ারী বিভাগের এডিসি আলাউদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!
মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ
পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আরও

আরও পড়ুন

মাগুরায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

মাগুরায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

দেশের প্রাণিসম্পদ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরিতে বাজারে অত্যাধুনিক ফিড নিয়ে এল আকিজ রিসোর্স

দেশের প্রাণিসম্পদ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরিতে বাজারে অত্যাধুনিক ফিড নিয়ে এল আকিজ রিসোর্স

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টানা ষষ্ঠ সিরিজ জয়

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টানা ষষ্ঠ সিরিজ জয়

কমিউনিটি ব্যাংকে ট্রাফিক মামলার জরিমানা দেওয়া যাবে

কমিউনিটি ব্যাংকে ট্রাফিক মামলার জরিমানা দেওয়া যাবে

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস

‘ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী ও এমপিরা তাদের কৃত কর্মের জন্যে দেশ ছেড়ে পালিয়েছে’

‘ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী ও এমপিরা তাদের কৃত কর্মের জন্যে দেশ ছেড়ে পালিয়েছে’

ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টরের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু, আহত ২

ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টরের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু, আহত ২

কুরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলন অনুষ্ঠিত

কুরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলন অনুষ্ঠিত

এবি ব্যাংক পিএলসি. এর "বিজনেস রিভিউ মিটিং" অনুষ্ঠিত

এবি ব্যাংক পিএলসি. এর "বিজনেস রিভিউ মিটিং" অনুষ্ঠিত

উথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

উথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

নেতাকর্মীদের রেখে লক্ষণ সেনের মত পালিয়ে গেছে স্বৈরাচার: ব্যারিস্টার সালাম

নেতাকর্মীদের রেখে লক্ষণ সেনের মত পালিয়ে গেছে স্বৈরাচার: ব্যারিস্টার সালাম

অভিনেতা অপূর্বকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার

অভিনেতা অপূর্বকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার

বরিশালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অংশীজন সভায় প্রধান প্রকৌশলী

বরিশালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অংশীজন সভায় প্রধান প্রকৌশলী

দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস

দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস

সংস্কারোত্তর পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দিতে হবে

সংস্কারোত্তর পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দিতে হবে

‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে’

‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে’

‘রাষ্ট্রের সকল স্তরে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে’

‘রাষ্ট্রের সকল স্তরে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে’

মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর

মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর

৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী

৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী

আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু

আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু