পদ্মা সেতু রেল সংযোগের পরামর্শক ব্যয় বাড়ল
০৩ মে ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১২:০০ এএম
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবির) মাধ্যমে সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি আমদানিসহ ১৪ ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৩৫৬৯ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়। সভা শেষ অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের কাজ বেড়ে যাওয়ায় একটি ভেরিয়েশন প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের কিছু পূর্ত কাজের মেয়াদ বেড়ে যাওয়ায় পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ২০২৪ সালের মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এজন্য পরামর্শক ব্যয় বাবদ অতিরিক্ত ৩০১ কোটি ৪২ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এতে এই খাতে মোট ব্যয় বেড়ে ১ হাজার ২৪২ কোটি ২৭ লাখ ৭৬ হাজার টাকায় দাঁড়িয়েছে উল্লেখ করে সাঈদ মাহবুব বলেন, পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ানোর কারণেই ব্যয় বাড়ানো হয়েছে। এর আগে, গত ১৮ এপ্রিল পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়ানোর অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পাশাপাশি প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত করা হয়। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছিলেন, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, ২২টি পিলারে পরিবর্তন, নদীশাসন, সংস্কার ও ঠিকাদারের অনিষ্পত্তি দাবির কারণে পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে ২ হাজার ৪১২ কোটি ১৩ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৪ সাল পর্যন্ত।
সাঈদ মাহবুব খান বলেন, চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)-এর জন্য ৩০ হাজার মেট্রিক টন (+১০ শতাংশ) ফসফরিক এসিড আমদানির একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। আন্তর্জাতিক দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি থেকে সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট: মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা) এই ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৮৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ফসফরিক এসিড এর দাম ৫৭২ মার্কিন ডলার।
অতিরিক্ত সচিব বলেন, দেশের কৃষি খাতে ব্যবহারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন দেশ থেকে ৬টি প্রস্তাবের বিপরীতে ২ লাখ ৫ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া, ডিপিএ, টিএসপি এবং এমওপি সার আমদানির ৬টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি এতে মোট ব্যয় হবে ৯০৩ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ১১৬ টাকা। এছাড়াও সভায় দেশের শিল্প কারখানায় উৎপাদন অব্যাহত রাখার জন্য ৪টি প্রস্তাবের বিপরীতে ৪ কার্গো এলএনজি আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। সাধারণত প্রতি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি থাকে। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুর ভিত্তিক মেসার্স ভাইটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গোর প্রতি এমএমবিটিইউ ১০ দশমিক ৯৭৮৮ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪৬৫ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৫৫৫ টাকা। সিঙ্গাপুরের মেসার্স গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এর কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১২ দশমিক ৪৭ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫২৮ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৫৭ টাকা। মেসার্স ভাইটল এশিয়া প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর কাছ থেকে আরও এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। এতে ব্যয় হবে প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৮৮ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সংগ্রহে ব্যয় হবে ৫০৩ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৮৬৫ টাকা। মেসার্স এক্সেলারেট এনার্জি এলপি, ইউএস’র কাছ থেকে বাকি এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। প্রতি এমএমবিটিইউ ১২ দশমিক ১৯ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫১৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৭৩১ টাকা। সভায় টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারী স্বল্প আয়ের মানুষদের মধ্যে ভর্তুকি দামে বিক্রির জন্য ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি আমদানির একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। তুরস্কের সরবরাহকারী প্রতিষ্ঠান স্মারটেক ইনফরমেশন টেকনোলজিস লিমিটেডের কাছ থেকে প্রস্তাবিত ১২ দশমিক ৫০০ মেট্রিক টন চিনি আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম ৪৮০ ডলার হিসেবে মোট ব্যয় হবে ৬০ লাখ ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৬৪ কোটি ২০ লাখ টাকা। সরবরাহকারী ৫০ কেজির বস্তায় এই চিনি সরবরাহ করবে। এছাড়াও রাষ্ট্রীয় চুক্তির অধিনে সউদী আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৫ কোটি ২ লাখ টাকা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে জরিমানা ও কারাদণ্ড
ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের
নিজ জমিতে যাওয়া হলো না সিলেটে এক ব্যবসায়ীর : হামলা করলো যূবদলনামধারী ভূমিখেকো চক্র
প্রতারণার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি
রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও
‘ইসলাম প্রচার প্রসারে সউদী সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে’
টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব
এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে
এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ
কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর
খুশদিলের শেষের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ
চোখের চিকিৎসায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগ
পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা
১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দেয়ার ঘোষণা বেস্ট হোল্ডিংস লিমিটেডের
এনআরবিসি ব্যাংকের বামেলকো কনফারেন্স অনুষ্ঠিত
১৭ দিন মৃত সন্তানকে বহন করেছিল, ফের মা হল সেই ওরকা তিমি
দীর্ঘ ১৪ দিন পর চালু হলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন
কমলাপুর স্টেশনের মনিটরে ‘অশ্লীল ভিডিও’: তদন্ত কমিটি গঠন