বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা সম্ভব নয়

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ মে ২০২৩, ১১:২৫ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১২:০০ এএম

গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ছাড়া কোনো উপায় নেই। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপনের ৩০ বছর পূর্তি উপলক্ষে ইউনেস্কো, আর্টিকেল নাইনটিন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘শাপিং এ ফিউচার অফ রাউটস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গতকাল এ মন্তব্য করেছেন আলোচকরা। তবে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, কোনো অবস্থাতেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করবে না সরকার, তবে প্রয়োজনে চলতি বছরের সেপ্টেম্বরে মধ্যে কিছু সংশোধন করা হবে।

আইনমন্ত্রীর বক্তব্যের উত্তরে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরাও মন্ত্রী মহোদয়ের মতো দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা ছাড়া এর কোনো সমাধান হবে না। কারণ এই আইনের যথেচ্ছ ব্যবহার ও অপব্যবহার সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি মানুষের মৌলিক অধিকার হরণের হাতিয়ার হিসেবে প্রয়োগ হচ্ছে। সংশোধন করে এমনকি ঢেলে সাজালেও এই আইনে জনস্বার্থের প্রতিফলন ঘটবে না ও জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, বরং বাতিল করে নতুন সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা উচিত। তিনি বলেন, পাশাপাশি বৈশ্বিক গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ক্রমান্বয়ে বাংলাদেশের পিছিয়ে যাওয়া চরম হতাশাজনক। এ সূচকে বাংলাদেশের অবস্থান শুধু দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন তাই নয়, বরং এমন সব দেশের কাতারে যারা হয় যুদ্ধ-বিদ্ধস্ত, গৃহযুদ্ধে বিপর্যস্ত বা চরম স্বৈরতান্ত্রিক শাসনাধীন, যার কোনোটাই বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই বিব্রতকর অবস্থানের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনকে দায়ী করে তিনি বলেন, এই আইন বাতিল করা ছাড়া বিকল্প নেই।

রাজধানীর ধানম-িস্থ টিআইবি কার্যালয়ে ‘ইউনেস্কো, টিআইবি ও আর্টিকেল-১৯’ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইউনেস্কো ঢাকা কার্যালয়ের অফিসার-ইন-চার্জ সুসান ভিজ। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ত্বরান্বিত করার মাধ্যমে আমরা নিজেদের উন্নয়নকে ত্বরান্বিত করছি। সাংবাদিকতা এমন একটি পেশা, যেখানে শুধু জনস্বার্থকেই প্রাধান্য দেওয়া হয়। এর সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সত্য উদঘাটনের মাধ্যমে সঠিক তথ্য পৌঁছে দেওয়া বাংলাদেশের সকল গণমাধ্যমকর্মীদের আমি অভিনন্দন জানাই।

অলোচনা অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্জ ভন লিন্ডে সহ মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের বাংলাদেশস্থ দূতাবাসের কর্মকর্তাসহ দেশি ও বিদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ ব্যুরো জানায়, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ময়মনসিংহ রিপোর্টাস ইউনিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ মে ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মত প্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকা শক্তি’।

ময়মনসিংহ রিপোর্টাস ইউনিটি সভাপতি শামসুল আলম খান বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সিইসি কর্তৃক প্রক্রিয়াধীন সকল কালা কানুন বাতিল করতে হবে। সুষ্ঠু বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য এটি অপরিহার্য। তিনি জোর দাবি করেন, গোটা দেশের বিভিন্ন সংবাদকর্মীরা মামলা হামলা স্বীকার হয়েছে, সুষ্ঠু তদন্তে বিচার তরান্বিত করতে হবে। বিচারের দাবি নিয়ে অনেক সাংবাদিকের মৃত্যুও হয়েছে। বিশ্ব মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে।

ময়মনসিংহ রিপোটার্স ইউনিটির সভাপতি শামসুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদের সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক আব্দুল হাফিজ, আবুল কাশেম, আব্দুস সামাদ আজাদি, নজরুল ইসলাম, শেখ মহিউদ্দিন আহমেদ, নজিব আশরাফ, আজিজুর রহমান খোকন, নাজমুল হুদা মানিক, কাজী মোহাম্মদ মোস্তফাসহ প্রমুখ সাংবাদিকগণ বক্তব্য রাখেন।

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনির।

স্থানীয় দৈনিক গাউছিয়া পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সাংবদিক দুলাল সাহা।

বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, বাগেরহাট প্রেসক্লাব র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ^ মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিতে দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সহ-সভাপতি ইসরাত জাহান, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাংবাদিক এস এম সামছুর রহমান, মো. ইয়ামিন আলী, মোল্লা মাসুদুল হক প্রমুখ।

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা শাখার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে বেগমগঞ্জ চৌরাস্তা ৭১ জাদুঘর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, এম এ হাসেম স্মৃতি সংসদের আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল বাকি প্রমুখ।

বাংলাদেশ সাংবাদিক মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন চৌমুহনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন নসু, ফোরামের নোয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ এস এম রিজওয়ান, সহ সভাপতি ফখরুদ্দিন প্রমুখ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে গতকাল বিকেল ৩ টার দিকে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির আয়োজনে সুন্দরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
মৎস্যজীবীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন: কারা অধিদফতর
রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনবে না সরকার
ছাত্রহত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়ান শিমুলিয়ার ‘বাবুল মাস্টার’!
আরও

আরও পড়ুন

ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু

ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু

দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,

দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,

শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা

শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা

কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত

কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত

পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত

পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত

ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী

ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা

শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা

গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে

মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ

মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ

বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে

বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে

এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে

এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে

গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র

গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র

মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা

মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা

ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ

ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ

পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত

পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত

যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের

অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল

অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল

গাজায় ইসরাইলের যুদ্ধ-কুকুর

গাজায় ইসরাইলের যুদ্ধ-কুকুর