লবণাক্ত পানি ছড়িয়ে পড়ছে হালদার কার্পজাতীয় মাছের বিভিন্ন স্পনিং গ্রাউন্ডে
০৬ মে ২০২৩, ১০:১৬ পিএম | আপডেট: ০৭ মে ২০২৩, ১২:০৩ এএম
জলবায়ু পরিবর্তনের ফলে দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় বেড়েছে বায়ুম-লের তাপমাত্রা। ফলে কাপ্তাই হ্রদে পানির স্তর নিচে নেমে যাওয়ায় কর্ণফূলী নদীতে কমেছে পানি প্রবাহ। এর প্রভাবে জোয়ারের সময় কর্ণফূলী নদীর লবণাক্ত পানি প্রবেশ করছে হালদায়। এই লবণাক্ততা ছড়িয়ে পড়ছে হালদার কার্পজাতীয় মাছের বিভিন্ন স্পনিং গ্রাউন্ডে। বর্তমানে হালদার বিভিন্ন স্পনিং গ্রাউন্ডের পানিতে স্বাভাবিকের তুলনায় অধিক লবণাক্ততার উপস্থিতি রেকর্ড করা হয়েছে।
হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রধান ড. শফিকুল ইসলাম বলেন, হালদার উজানে লবণাক্ততার উপস্থিতি ও মাত্রা পরীক্ষা করার জন্য গত বৃহস্পতিবার পুর্ণাঙ্গ জোয়ারের সময় হালদা নদীর স্পনিং গ্রাউন্ডসহ উজানের আলম্মেরকূম থেকে মদূনাঘাট পর্যন্ত নয়টি পয়েন্টের (আলম্মেরকূম, সাত্তারঘাট, কান্দরআলীহাট, নোয়াহাট, মাছুয়াঘোনা, নাপিতেরঘাট, আমতুয়া, রামদাশমুন্সিরঘাট ও মদূনাঘাট বড়–য়াপাড়া) পানির নমুনা সংগ্রহ করে সরাসরি হালদা নদীতে পরীক্ষা করে দেখা যায় হালদার পানিতে মা মাছের প্রজননের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্যারামিটার যেমন পানির তাপমাত্রা, লবণাক্ততা, টিডিএস, এবং তড়িৎ পরিবাহিতার মান স্বাভাবিকের তুলনায় অধিক।
উচ্চ তাপমাত্রার ফলে পানির তাপমাত্রা, টিডিএস, তড়িৎ পরিবাহিতা এবং লবণাক্ততার মান স্বাভাবিকের তুলনায় অধিক বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ লবণাক্ততা ২ পিপিটি রেকর্ড করা হয়েছে মুদুনাঘাট হ্যাচারির বড়ুয়াপাড়ায়। রামদাসমুন্সির ঘাট থেকে আমতুয়া পর্যন্ত ১ পিপিটি লবণাক্ততার উপস্থিতি রেকর্ড করা হয়েছে। স্বাদুপানিতে লবণাক্ততার স্বাভাবিক মাত্রা ০.৫ পিপিটি বা তার কম। কিন্তু হালদায় প্রাপ্ত লবণাক্ততা স্বাভাবিকের তুলনায় অধিক। কিন্তু বিদ্যমান এই সাময়িক লবণাক্ততা কার্পজাতীয় মাছের ওপর খুব বেশি প্রভাব ফেলবেনা কারণ মেজর কার্পজাতীয় মাছ সহজেই ৫ পিপিটি এমনকি সর্বোচ্চ ১৪ পিপিটি পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে। কিন্তু লবণাক্ততার মাত্রা সহনশীলতা সীমার বাইরে গেলে তা কার্পজাতীয় মাছের প্রজনন আচরণে পরিবর্তন আনবে, যার ফলে স্পনিং কার্যকলাপ হ্রাস, বিলম্বিত স্পনিং বা স্পনিং সম্পূর্ণ অনুপস্থিতি হতে পারে।
এই পরিবর্তনগুলির ফলে হালদা নদীর মেজরকার্প জাতীয় মাছের সামগ্রিক জনসংখ্যা হ্রাস পেতে পারে। কিন্তু আশারবাণী হচ্ছে, বৃষ্টি হলে লবণাক্ততাসহ অন্যান্য প্যারামিটার সমুহের মান আদর্শ মানের মধ্যে চলে আসবে। অনুকুল পরিবেশ না পেলে অর্থাৎ বজ্রপাতসহ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হলে পাহাড়ি ঢল নেমে না আসলে চলতি পূর্ণিমার জো›তে (২ থেকে ৭ মে) মা মাছের ডিম ছাড়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে পরবর্তী চতুর্থ জো অর্থাৎ অমাবস্যার জো (১৬-২১) মে তা নাহলে পরবর্তী জুন মাসের পূর্ণিমার জো (১-৬) জুন অথবা সর্বশেষ (১৫-২০) জুন অমাবস্যার জো›তে কার্পজাতীয় মা মাছ ডিম ছাড়বে। তবে বর্তমান সময় টুকু হালদা নদীতে মা মাছের ডিম দেওয়ার গুরুত্বপূর্ণ সময়টুকু প্রায় শেষ প্রান্তে। এই সময়ে হালদা নদীতে মা মাছ ডিম দিলে তা দ্রুত বর্ধনশীল ও তাহা খুব সুস্বাদুও হয়।
চলতি মাসের পূর্ণিমা ও অমাবস্যার জো’তে যদি মা মাছেরা ডিম না দেয়, তাহলে পরবর্তী জুন মাসের ডিম দিলেও তাহা দ্রুত বর্ধনশীল হবেনা বলে মনে করেন অনেক ডিম সংগ্রহকারী। এদিকে হালদা নদীর থেকে প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল হোসেন জানান, বর্তমান মৌসুমে হালদার নদীতে মাছ ডিম দেওয়ার গুরুত্বপূর্ণ সময় এই সময়ে ডিম না দেওয়ায় আমরা এক প্রকার হতাশ হয়ে পড়ি। এই ভরা মৌসুমে ডিম না দেওয়ায় এই মাসে কোন প্রকার দুর্যোগ হলে তাতেও ডিম না দেওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে যে কোন মুহূর্তে নদীতে মা মাছ ডিম দেবে এমনটাই আশা করেছেন ডিম সংগ্রহকারী ও মৎস্য বিভাগ। তাই ডিমগুলো নদী থেকে আহরণ করে সনাতন পদ্ধতিতে রেনু ফুটানোর কাজে ব্যবহৃত ডিম সংগ্রহকারীদের জন্য সরকারি মৎস্য হ্যাচারীগুলো ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। এই হ্যাচারিগুলো উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম সব সময় তদারকিতে রেখেছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টরের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু, আহত ২
কুরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলন অনুষ্ঠিত
এবি ব্যাংক পিএলসি. এর "বিজনেস রিভিউ মিটিং" অনুষ্ঠিত
উথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ
নেতাকর্মীদের রেখে লক্ষণ সেনের মত পালিয়ে গেছে স্বৈরাচার: ব্যারিস্টার সালাম
অভিনেতা অপূর্বকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার
বরিশালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অংশীজন সভায় প্রধান প্রকৌশলী
দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস
সংস্কারোত্তর পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দিতে হবে
‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে’
‘রাষ্ট্রের সকল স্তরে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে’
মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর
৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী
আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু
মন্ত্রিসভায় বড় রদবদল, কানাডায় কি ক্ষমতা ধরে রাখতে পারবেন ট্রুডো?
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!
মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ
৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি