টিকটকের আড়ালে বাইক ছিনতাই
০৭ মে ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০১ এএম
টিকটকের আড়ালে মোটরসাইকেল চুরি ও ছিনতাই চক্রের ১০ সদস্যকে পাকড়াও করেছে পুলিশ। তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ছিনতাই করে আসছিল। ছিনতাই করা এসব মোটরসাইকেল গ্রামাঞ্চলে নিয়ে বিক্রি করে তারা। তাদের কাছ থেকে ছিনতাই করা সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নগরীতে রাইড শেয়ারের একটি মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা তদন্তে নেমে এ চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশ জানায়, একই চক্রে দুজন দলনেতা আছে। এরা নেশা ও পেশায় টিকটকার এবং পেশাদার মোটর সাইকেল চোর। নগরজুড়ে ইজিবাইক ও মোটর সাইকেল চুরি-ছিনতাইয়ের নেটওয়ার্ক আছে তাদের। তারা নগরী থেকে যাত্রীবেশে বাইকে উঠে সীতাকু-ে নিয়ে সেটি ছিনতাই করে।
নগরীর আকবর শাহ থানা পুলিশ চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান চালিয়ে গতকাল রোববার সকাল পর্যন্ত চক্রের দুই নেতাসহ আটজনকে গ্রেফতার করেছে। আগে বাইক ছিনতাইয়ের ঘটনা তদন্তে নেমেই একই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছিল, যারা এখন কারাগারে আছে।
গ্রেফতার ১০ জন হল- সাইদুল ইসলাম নয়ন (২৫), কামরুল হাসান (২৫), মো. শাহীন ওরফে কাকা (২৯), মো. রানা (২৫), রানা ওরফে ভং ভাই (২৪), রবিউল হাসান সাজু (২২), মো. নাসির (২৫), দেলোয়ার হোসেন দেলু (৪০), বাপ্পারাজ দাশ (২২) ও মো. তামিম (২১)। গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নগরীর হালিশহর এলাকার রাইড শেয়ারের মোটর সাইকেল চালক শিবংকর কুমার বণিকের বাইক ছিনতাই হয়। তিনি ২৫ এপ্রিল আকবর শাহ থানায় মামলা দায়ের করেন।
শিবংকর কুমার বণিক জানান, নগরীর সল্টগোলা ক্রসিং থেকে গ্রেফতার হওয়া ‘রানা ভং ভাই’ তার বাইকে ভাড়ায় ওঠে। রাত ৮টার দিকে উত্তর কাট্টলী টোল রোডে এজেন্সি পেট্রল পাম্পের সামনে গিয়ে রানা নেমে যায়। এসময় আশপাশ থেকে আরও ৫-৬ জন এসে তাকে প্রথমে লাথি মেরে পাশের খাদে ফেলে দেয়। দুজন তার বাইক নিয়ে দ্রুত চলে যায়। অন্যরা তাকে মারধর করে রক্তাক্ত করে অদূরে সাগরপাড়ে নিয়ে গেঞ্জি দিয়ে মুখ বেঁধে ফেলে রেখে চলে যায়।
পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনা তদন্তে নেমে প্রথমেই বাপ্পারাজ দাশ ও তামিমকে গ্রেফতার করা হয়। এরপর বাকিদের অবস্থান ধাপে ধাপে শনাক্ত করে গ্রেফতার অভিযান শুরু হয়। টানা দুইদিনের অভিযানে ধরা পড়ে ঘটনায় জড়িত অন্যরা। এদের মধ্যে রানা ভং ভাইকে গ্রেফতার করা হয়েছে ঢাকার কামরাঙ্গীচরে তার বাসা থেকে। নাসির ও সাজুকে গ্রেফতার করা হয়েছে কুমিল্লার নাঙ্গলকোট থানার গোত্রশালা গ্রাম থেকে। সেখানে নাসিরের একটি মোটর সাইকেলের গ্যারেজ আছে। সেই গ্যারেজ এবং নাসির ও সাজুর হেফাজত থেকে ছিনতাই করা শিবকংরের মোটর সাইকেলসহ সাতটি বাইক উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, সংঘবদ্ধ চক্রটি দুটি ভাগে বিভক্ত। একভাগের নেতৃত্ব দেয় সাইদুল ইসলাম নয়ন। তার সঙ্গে আছে শাহীন ও মো. রানা। শাহীনের ছদ্মনাম ‘কাকা’। নয়নের দুই স্ত্রী। তাদের নিয়ে চট্টগ্রামের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে নয়ন। এছাড়া সে মোটর সাইকেল চুরিতে সিদ্ধহস্ত। মাত্র আড়াই সেকেন্ডে মাস্টার চাবি দিয়ে অথবা ঘাড় ভেঙ্গে বাইক নিয়ে যাবার দক্ষতা আছে নয়নের মধ্যে।
চক্রের আরেকভাগের নেতৃত্বে দেলোয়ার। তার সঙ্গে আছে বাপ্পারাজ, তামিম ও রানা, যার ছদ্মনাম ‘ভং ভাই’। তারা মূলত যাত্রীবেশে উঠে ইজিবাইক-মোটর সাইকেল চুরি-ছিনতাই করে। শহরের পাড়া-মহল্লায় দেলোয়ারের অনেক ‘সোর্স’ আছে। এরা রাইড শেয়ারের বাইকে যাত্রী হিসেবে উঠে দেলোয়ারের নির্দেশিত গন্তব্যে পৌঁছে। এরপর তাদের কাজ শেষ। ছিনতাই, বাইক বিক্রিসহ বাকি কাজ করে দেলোয়ার-নয়নের নেতৃত্বে চক্রের বাকি সদস্যরা।
সীতাকু- থানার বক্ষব্যাধি হাসপাতালের পেছনে নির্জন স্থান হচ্ছে তাদের ছিনতাইয়ের স্পট। সেখানে রাইডারদের জিম্মি করে বাইক ছিনতাই করে। ১৮ এপ্রিল নয়ন ও শাহীন কাকা সাগরপাড়ে টিকটক ভিডিও সেরে আসার পথে মোটর সাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরে দেলোয়ারের গ্রুপের সঙ্গে যোগাযোগ করে তারা একসাথে মিলিত হয়। সেখান থেকে রানা ভংকে যাত্রীবেশে রাইড শেয়ারের বাইকে করে টোল রোডে যাবার জন্য পাঠানো হয়। রানা ভং শিবংকরের বাইকে ভাড়ায় ওঠে সেখানে গেলে তারা সেটি ছিনতাই করে।
নয়ন ও শাহীন ছিনতাই করেই বাইক নিয়ে হাটহাজারী যায়। কিন্তু সেখানে বিক্রি করতে না পেরে আবার ফেরত আসে। পরে তারা কুমিল্লায় গিয়ে নাসিরের কাছে ১৭ হাজার টাকায় বাইকটি বিক্রি করে। নাসির সেটি বিক্রি করে দেয়ার আগেই পুলিশ তার গ্যারেজে অভিযান চালায়। নাসির ও সাজু মূলত চুরি-ছিনতাইয়ের মোটর সাইকেল কিনে বিক্রি করে। তারা ছাড়া চক্রে দশজনেরও বেশি সদস্য আছে। এরা সাম্প্রতিক সময়ে শুধু রাইড শেয়ারিংয়ের ৬-৭টি বাইক ছিনতাই করেছে বলে তথ্য পাওয়া গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী
নাগরিক অধিকার না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না মুফতী ফয়জুল করীম
মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.আব্দুল আলীম বহিষ্কার
অনলাইনে ফি আদায়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে সোনালী ব্যাংকের চুক্তি
নোবিপ্রবিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত