এবার ইউপি সদস্যকে পেটালেন জাবি ছাত্রলীগের দুই নেতা
০৭ মে ২০২৩, ১০:৪৯ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০১ এএম
ব্যবসায়ীকে মারধরের দুদিন না যেতেই সাভারের পাথালিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। গত শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাঙ্গামাটি এলাকার পানির ট্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আনোয়ার হোসেন রানা সাভারের পাথালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের বাসচালক আব্দুল মান্নানের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের রাঙ্গামাটি এলাকার বাসিন্দা।
অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়। তাদের মধ্যে, সাব্বির হোসেন নাহিদ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র এবং মেহেদী হাসান জয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র।
ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা বলেন, ‘তাদের সাথে আমার পূর্বের কোন শত্রুতা ছিলো না। শনিবার রাতে ইসলামনগর বাজার থেকে মশারি কিনে বাড়ি ফিরছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রাঙ্গামাটি এলাকার পানির ট্যাংকের কাছাকাছি পৌঁছালে সাব্বির ও মেহেদী আমার পথ আটকায়। এরপর তারা আমাকে বলে, তুই ছাত্রদলের ক্যাডারদের আশ্রয় দিস। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা আমাকে মারধর করে। পরে বাড়িতে এসে শুনি তারা আমার বাড়িতেও আসছিলো। আমাকে না পেয়ে আমার বাবাকে নানান বিষয়ে হুমকি-ধামকি দিয়ে গেছে।’
তবে মারধরের ঘটনা অস্বীকার করে অভিযুক্ত মেহেদী হাসান জয় বলেন, ‘ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন থেকে তিনি ক্যাম্পাসে নাশকতার পরিকল্পনা করে আসছেন। এজন্য সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা তাকে নিষেধ করেছি। যাতে তিনি এমনটা না করেন। তবে তাকে মারধর করার মতো ঘটনা ঘটেনি।’ অভিযোগের বিষয়ে জানতে আরেক অভিযুক্ত সাব্বির হোসেন নাহিদকে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘যতদূর শুনেছি, ইউপি সদস্য আনোয়ার হোসেন রানার বাসায় জঙ্গি সংগঠনের নেতারা মিটিং করেন। তিনি বাসায় জঙ্গি সংগঠনের নেতাদের আশ্রয় দেন। তাই আগামী নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে যাতে কোন ধরনের নাশকতা না করে- সে বিষয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে সতর্ক করেছে। তবে মারধরের ঘটনা ঘটেছে কিনা- তা আমার জানা নেই।’
এর আগে, গত শুক্রবার রাতে জুতা পালিশ করতে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় এক ব্যবসায়ী ও দোকানের কর্মচারীকে মারধর করেন অভিযুক্ত সাব্বির হোসেন নাহিদ ও মেহেদী হাসান জয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী
নাগরিক অধিকার না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না মুফতী ফয়জুল করীম
মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.আব্দুল আলীম বহিষ্কার
অনলাইনে ফি আদায়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে সোনালী ব্যাংকের চুক্তি
নোবিপ্রবিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত