সাভারে ছাত্রলীগ সভাপতিসহ সহযোগীদের বিরুদ্ধে হামলা ও চাঁদাবাজির অভিযোগ
০৭ মে ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০১ এএম
ঢাকার সাভারে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে পৌর ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে দলবল নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। হামলায় আহত বিসমিল্লাহ ওয়াস ফ্যাক্টরীর মালিক ব্যবসায়ী ইউসুফ আলী চুন্নু, স্ত্রী রতœা, ছেলে আবির, ছোট ভাই নান্নু, ভাতিজা বাহাদুর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার ‘বিসমিল্লাহ ওয়াস ফ্যাক্টরি’তে চাঁদার দাবিতে ওই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ফ্যাক্টরির মালিক ব্যবসায়ী ইউসুফ আলী চুন্নু বাদী হয়ে সাভার পৌর ছাত্রলীগ সভাপতি মাসুম দেওয়ান, তার সহযোগী ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, সোহেল রানা, নাদিম দেওয়ান, টিপু, বাবু, পলাশ, পাভেল, সজীবসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে অভিযুক্ত করে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাদী ব্যবসায়ী ইউসুফ আলী চুন্নু বলেন, প্রায় একমাস ধরে বিভিন্ন সময় পৌর ছাত্রলীগ সভাপতি মাসুম দেওয়ান ও তার লোকজন আনন্দপুর মহল্লার বিসমিল্লাহ ওয়াশ ফ্যাক্টরিতে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করলে শনিবার সন্ধ্যায় পুনরায় ফ্যাক্টরিতে এসে চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসায়ী চুন্নুকে চর থাপ্পর মারতে থাকে তখন ওই ব্যাবসায়ীর ছেলে আবির তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে মাসুম তার হাতে থাকা পিস্তল দিয়ে আঘাত করে। বাবা ও ছেলের ডাক চিৎকার শুনে ব্যবসায়ী চুন্নুর স্ত্রী রতœা ও ছোট ভাই নান্নু তাদের বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও মারধর করে হাত ভেঙ্গে দেয়। পরে তার ক্যাশ থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছাত্রলীগ নেতা মাসুম তার হাতে থাকা পিস্তল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ প্রসঙ্গে সাভার পৌর ছাত্রলীগ সভাপতি মাসুম দেওয়ান বলেন, আমাদের কয়েকজন পোলাপানরে ওরা (চুন্নু) আটকে রেখে মারধর করেছে। ফোন পেয়ে তাদের উদ্ধারে গিয়েছি। তবে আমি কোন চাঁদা দাবি করিনি। কেউ যদি বলতে পারে আমি চাঁদাবাজি করি তাহলে রাজনীতি ছেড়ে দিব- বলেন মাসুম।
যাদের আটকে রেখেছিল তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানে কেন গিয়েছিল এম প্রশ্ন করলে ছাত্রলীগ নেতা মাসুম কোন জবাব দিতে পারেননি। তবে তিনি বলেন, তাদের আগেই আমরা থানায় একটি অভিযোগ দিয়েছি। তাছাড়া পিস্তলের যে অভিযোগ তুলেছে সেটা সঠিক নয়, কোন একটা ভিডিও ফুটেজ অথবা কেউ বলতে পারবে না কোন গুলি ছুড়েছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী
নাগরিক অধিকার না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না মুফতী ফয়জুল করীম
মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.আব্দুল আলীম বহিষ্কার
অনলাইনে ফি আদায়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে সোনালী ব্যাংকের চুক্তি
নোবিপ্রবিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে কর্মকর্তাদের অংশগ্রহণে ‘এমপাওয়ার্ড মাইন্ড থ্রু ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক কর্মশালা