ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
ফেনীতে মাটিদস্যুরা বেপরোয়া

কৃষকের ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

Daily Inqilab মো. ওমর ফারুক, ফেনী থেকে

০৮ মে ২০২৩, ১০:৩৩ পিএম | আপডেট: ০৯ মে ২০২৩, ১২:০৪ এএম

ফেনীতে বর্ষামৌসুমে বৃষ্টি না হওয়ায় মাটিদস্যুরা এখানো অবৈধভাবে কৃষকদের ফসলি জমির টপসয়েল কেটে সীমাহীন অপরাধ করে যাচ্ছে। মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে ফেনীর প্রশাসন একের পর এক কঠোর আইন জারি করলেও থামছে না মাটিদস্যুদের তান্ডব। ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী জেলার প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানদেরকে ডেকে নির্দেশ দিয়েছেন কেউ যেন ফসলি জমির মাটি না কাটেন। কিন্তু চোরে শুনে না ধর্মের কাহিনী। অবাধে চলছে ফসলি জমির মাটি নিধন।
এসব মাটি ব্যবসার সাথে বেশিরভাগই জড়িত রয়েছে সরকার দলের নেতাকর্মী ও ইউপি সদস্যরা। গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হওয়া মাটিদস্যুদের অবৈধ মাটিব্যবসা থামছে না। জেলার বিভিন্ন ইউনিয়নে ফসলি জমিতে বড় বড় খননযন্ত্র (বেকু) মেশিনের সাহায্যে মাটি কাটা চলছে। এসব মাটি ইটভাটায় যাচ্ছে, ভিটেজমি ও পুকুর জলাশয় ভরাট কাজে ব্যবহার হচ্ছে। এতে করে ফসলি জমিগুলো উর্বরতা হারাচ্ছে, উৎপাদন ক্ষমতা কমছে। মাটির জৈব শক্তি কমে গিয়ে দীর্ঘ মেয়াদী ক্ষতির মুখে পড়ছে। আর এভাবে মাটি ইটভাটায় যেতে থাকলে জমিতে ফসল উৎপাদন ব্যাহত হবে। দ্রুত ইটভাটা মালিক ও মাটিদস্যু অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে খাদ্য ঘাটতিসহ ফসলি জমি হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সচেতন মহল।

সরেজমিনে দেখা যায়, ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কসবা, রামপুর, মিঝিকোনা, ধর্মপুর, নারায়ণপুর গ্রাম ও বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির পিছনে ফরহাদ নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফসলি জমির টপ সয়েল কাটার মহাউৎসব চলছে এখনো।
এলাকাবাসী জানান, কসবা জমাদ্দার বাড়ীর বাসিন্দা হুদা মিয়ার ছেলে বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, তার আপন মামা ছিদ্দিক মেম্বার বাড়ির তাহের আহাম্মদের ছেলে মাটি খোকন এবং মধ্যম লেমুয়া গ্রামের নিজাম উদ্দিন নজু মিয়ার ছেলে শেখ ফরিদ ওরপে মাটি ফরিদ যিনি বর্তমানে ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে আছেন। গ্রীল দোকানদার সুমন ও উত্তর চাঁদপুর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ। এসব মাটিদস্যু অপরাধীরা দিনরাত ফসলি জমির মাটি কেটে পার্শ্ববর্তী ইটভাটায় দিচ্ছে। জানা গেছে, এরা প্রশাসনকে ম্যানেজ করে মাটি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন মাটিবোঝাই দেড়শ ও ২শ’ ফুটি পিকআপ গাড়ি চলাচলের কারণে কসকা ‘স’ মিল সংলগ্ন মিজান রোডের অস্থিত্ব নেই। পাশে কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ করা কসকা-নবাবপুর সড়কের অবস্থা বেহাল। চাঁনপুরে বিভিন্ন সড়কের বেহাল অবস্থা। এই মাটিদস্যু সিন্ডিকেট জমির মালিকদেরকে অর্থের লোভ দেখিয়ে মাটি ক্রয় করে ব্রিকফিল্ড মালিকদের কাছে অধিক লাভে বিক্রি করেন। লেমুয়ার শেখ ফরিদ মাটি সিন্ডিকেট কমিটির প্রধান। তার আর্শিবাদ নিয়ে এলাকার আরো অসংখ্য মাটি ব্যবসায়ীর জন্ম হয়েছে। বেশির ভাগই ইউনিয়ন পর্যায়ের সরকার দলীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও ইউপি সদস্যরা মাটির ব্যবসা করে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাছিমকে ফোন করলে তিনি বলেন, আমার ইউনিয়নে মাটি ব্যবসায়ীরা দিনরাত ২৪ ঘণ্টা ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমি এসব মাটি ব্যবসায়ীদের বিষয়ে ইউএনও, এসিল্যান্ড এবং পুলিশকে বারবার বলেছি কিন্তু প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। এদিকে ছনুয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের পূর্ব তেতৈয়া গ্রামের মানসি পাথরে বড় বেকু মেশিন দিয়ে অবাধে ফসলি জমির মাটি কেটে এলবিএম ব্রিকসে দিচ্ছেন উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আফছার হোসেন জিতু (সাবেক ইউপি সদস্য)। জিতু ওই এলাকার মাটি ব্যবসায়ী। এলাকাবাসী জানায়, মাটিদস্যু জিতু গত ৫ মাস যাবত দিনরাত ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী ফাজিলপুর ইউনিয়নের শিবপুর কালিপাথরে সোনালী পাকা ধান এখানো মাঠে জলমল করছে। ওই পাথরে খননযন্ত্র (বেকু) মেশিন দিয়ে ফসলি জমির মাটিকাটা চলছে। সেখানে মাটি ব্যবসার সাথে জড়িত আছেন মোটবী ইউনিয়নের মাটিদস্যু তারা মেম্বারের ছেলে জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সদস্য কামরুল মিয়াজী ও রাসেল। এরা পার্শ্ববর্তী এলবিএম ব্রিকসে মাটি দিচ্ছে। এ বিষয়ে ব্রিকস মালিক মামুনকে ফোন করলে তিনি মাটি কেনার কথা স্বীকার করেন। তাদের মাটি বহনকারী পিকআপ চলাচলের কারণে মুক্তিযোদ্ধা তোফায়েল আহাম্মেদ সড়ক ও কান্তার পুকুরপাড় সড়কের বেহাল দশা সৃষ্টি হয়েছে। গতবছর তেতৈয়া বড় বাড়ি সংলগ্ন কান্তারপুকুর পাড় সড়ক দিয়ে লেমুয়ার মাটিদস্যু শেখ ফরিদের মাটিবোঝাই পিকআপ গাড়ি চলাচলের কারণে কালভার্ট ভেঙ্গে ধ্বসে পড়ে। পরে মাটি দিয়ে পুরো কালভার্টের ভাঙ্গা অংশ বরাট করে ফেলে। ওই সড়কের কালভার্টটি এখনো সংস্কার করা হয়নি। স্থানীয় লোকজন বলেন, আমরা এ বিষয়ে ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বিকম ও ইউপি সদস্য মহসিনকে জানালে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এছাড়াও কোটি টাকা ব্যায়ে নির্মিত কে.বি হায়দার সড়কটি মাটি বোঝাই পিকআপ গাড়ি চলাচলের কারণে ধ্বংস হওয়ার পথে।

এ বিষয়ে ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকমকে ফোন করলে তিনি কল রিসিভ না করে লাইন কেটে দেন। তেতৈয়া ২নং ওয়ার্ডের ্ইউপি সদস্য মো. মহসিন পাটোয়ারী জানান, তার ওয়ার্ডে দিনরাত এক করে মাটি ব্যবসায়ীরা ফসলি জমির মাটি কেটে ব্রিক ফিল্ডে দিচ্ছে। গত বছর বড়বাড়ি সংলগ্ন কান্তার পুকুরপাড় সড়কে মাটি বোঝাই পিকআপ চলাচলের কারণে একটি পোল ধ্বসে পড়ে। তখন তিনি বিষয়টি ইউএনও এবং এসিল্যান্ডকে জানিয়েছেন। কিন্তু সড়কে ভাঙ্গা পোল এখানো সংস্কার করা হয়নি। ওই সড়কে এখনো মাটিবোঝাই পিকআপ গাড়ি চলাচল করছে। আমি মাটি ব্যবসায়ীদের ফসলি জমির মাটি না কাটতে সতর্ক করেছি। কিন্তু তারা আরো বেপোরোয়া হয়ে মাটি কাটছে।

এদিকে মাটির গাড়ি চলাচলের কারণে ওইসব এলাকার রাস্তাঘাট, ফসলি জমি ও সরকারের বৃহৎ প্রকল্পের মধ্যে থাকা গ্রাম পর্যায়ে কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে করা সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প এর পাইপ লাইন হুমকির মুখে পড়েছে। সচেতন জমির মালিক ও এলাকাবাসী এসব অনিয়মের প্রতিবাদ করলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ধুলায় ধূসর ওইসব এলাকার পরিবেশ। গ্রামীণ সড়কে মাটিবোঝাই গাড়ি চলাচলের কারণে স্কুলের ছাত্র-ছাত্রী, পথচারী ও জনসাধারণ চলাচল করতে কষ্ট হয়। এছাড়াও পার্শ্ববর্তী মোটবী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য সেলিম, ধর্মপুর ইউনিয়নে মাটি মন্নান, কালিদহ ইউনিয়নে গোহাডুয়ার মাটি সাগর, মাটি লাল আজাদ, বালিগাঁও ইউনিয়নে মাটি বাবুল, আলাউদ্দিন। সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য সাইফুল। ফুলগাজী,পরশুরাম ও দাগনভূঞা উপজেলায়ও দিনরাত এক করে ফসলি জমির টপসয়েল কাটা চলছে। ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসন এবং সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সদর উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী ইনকিলাবকে বলেন, আমরা যেখান থেকে অভিযোগ পাচ্ছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ওসমানী হাসপাতালের দুই কর্মচারীকে বরখাস্ত

ওসমানী হাসপাতালের দুই কর্মচারীকে বরখাস্ত

রোমাঞ্চকর মিলান ডার্বিতে ইন্টারের হার

রোমাঞ্চকর মিলান ডার্বিতে ইন্টারের হার

ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নতুন উচ্চতায় চীন

ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নতুন উচ্চতায় চীন

মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে সেনা চেকপোস্ট

মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে সেনা চেকপোস্ট

বিপন্ন মেরু ভালুককে গুলি করে হত্যা, তোপের মুখে আইসল্যান্ডের পুলিশ

বিপন্ন মেরু ভালুককে গুলি করে হত্যা, তোপের মুখে আইসল্যান্ডের পুলিশ

বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নদীতে মেহেদী রাঙা হাতে ‘আই লাভ ইউ’ লেখা যুবতীর লাশ উদ্ধার

নদীতে মেহেদী রাঙা হাতে ‘আই লাভ ইউ’ লেখা যুবতীর লাশ উদ্ধার

গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা, সমালোচনার ঝড়

গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা, সমালোচনার ঝড়

বড় জয়ে হোয়াইটওয়াশ এড়াল দ. আফ্রিকা

বড় জয়ে হোয়াইটওয়াশ এড়াল দ. আফ্রিকা

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে