অনানুষ্ঠানিক প্রচারণায় তিন মেয়র প্রার্থী
০৯ মে ২০২৩, ১০:৩৭ পিএম | আপডেট: ১০ মে ২০২৩, ১২:০৪ এএম
বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, প্রত্যাহার, বাছাই ও প্রতীক বরাদ্দের আগেই প্রধান তিন প্রার্থীর সরব প্রচারণায় ঢাকা পড়ে গেছে নির্বাচন কমিশনের সব বিধি-বিধান ছাড়াও নিয়ন্ত্রণমূলক কার্যক্রম। যদিও গতকাল মঙ্গলবারে নির্বাচনী বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের তাগিদে দিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান বক্তব্য রেখেছেন। এতদিন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নগরীতে অনানুষ্ঠানিক প্রচারণায় ছিলেন। গত সোমবার আনুষ্ঠানিকভাবে হাতপাখা প্রতীক নিয়ে নগরীতে প্রবেশ করে নিজেদের অবস্থানের জানান দেয় ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফয়জুল করিমও। গত ২৭ এপ্রিল চরমোনাই দরবার শরিফ থেকে ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল কমির পীর ছাহেব চরমোনাই তার সহদর মুফতি ফয়জুল করিমকে বরিশাল মহানগরীর মেয়র পদে দলীয় মনোয়ন প্রদানের কথা জানান।
তবে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা দিলেও গত ৭টি দিনে মুফতি ফয়জুল করিম এ নগরীতে ছিলেন না। ৮ মে মোটর শোভাযাত্রা সহকারে প্রবেস করে মুফতি ফয়জুল করিম মহানগরীর আমতলা এলাকায় এক সমাবেশে নির্বাচিত হলে বিগত যেকোনো সময়ের চেয়ে এ নগরীর আরো বেশি উন্নয়ন করবেন বলে জানিয়ে এক্ষেত্রে সব দলমতের সহযোগীতা কামনা করেন। এমনকি তিনি নামধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ সুশীল সমজ ও বুদ্ধিজীবীদের সহযোগীতা গ্রহণের কথাও জানান। ঐ সমাবেশে ইসলামী আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সমর্থকগণও যোগ দেন।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ গত সোমবার রাতে তার প্রধান নির্বাচনী অফিসে তড়িঘড়ি এক সংবাদ সম্মেলন ডেকে ৩১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি ঘোষণা করেছেন। ঐ কমিটির ১ নম্বরে তিনি জেলা আওয়ামী লীগ সভাপতি ও অগ্রজ আবুল হাসনাত আবদুল্লাকে রেখেছেন। এছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ছাড়াও দলের জাতীয় কমিটি এবং জাসদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতির নাম থাকলেও মহনগর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের নাম নেই।
এমনকি মহানগর আওয়ামী লীগের সম্পাদক ও বর্তমান সিটি মেয়র সাদিক আবদুল্লাহকেও নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটিতে রাখা হয়নি।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ গতকাল মঙ্গলবারও নগরীর বিভিন্ন এলাকায় অনানুষ্ঠানিক প্রচারণাসহ সাংগঠনিক কর্মকা-ে ব্যস্ত ছিলেন। তিনি সর্বত্রই গণমানুষের সাথে পরিচিত হওয়া সহ সংগঠনের নতুন পুরনোদের কাছে পাবার চেষ্টা করলেও বর্তমান মেয়রের একান্ত অনুসারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন এখনো পাচ্ছেন না। এমনকি ইতোমধ্যে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ছাত্রলীগের মহানগর আহ্বায়ক এক কর্মীকে হত্যার হুমকির দেয়ার অভিযোগে থানায় জিডিও করেছেন। এ ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে মেয়র সমর্থকদের অবস্থানের বিষয়টি আরো স্পষ্ট হল। তবে ইতোমধ্যে মেয়র সাদিক আবদুল্লাহ আবুল খায়েরের পক্ষে কাজ করতে সকলকে আহবান জানিয়েছেন।
এদিকে জাতীয় পার্টি প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস গত সোমবারেও নগরীর বিভিন্ন এলাকায় অনানুষ্ঠানিক প্রচারণায় ছিলেন। তিনি গতকাল মঙ্গলবার সকাল থেকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম ঘুরে সবার সাথে কুশল বিনিময় শুরু করে ৬ নম্বর ওয়ার্ডের সোনালী আইসক্রীম মোড়ে শেষ করেন। বিকেলে তিনি অক্সফোর্র্ড মিশন রোডে প্রধান নির্বাচনী অফিসে নগরীর ৩০টি ওয়ার্ডে নেতৃবৃন্দসহ কর্মীদের নিয়ে সভা করেন।
ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফয়জুল করিম গতকাল মঙ্গলবার নগরীর হজরত খাজা মঈন উদ্দিন চিসতী (র.) মাদরাসা মিলনায়তনে ওলামা মাশায়েখদের এক সম্মেলনে বক্তব্য রাখাসহ দলীয় কার্যালয়ে মহানগর ইসলামী আন্দোলন ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দের সাথে পরামর্শ বৈঠকেও অংশ নেন। তার পক্ষ থেকে কর্মীগণ নগরীর বিভিন্ন এলাকাতে আনানুষ্ঠানিক প্রচারণায় রয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়-হারুনুর রশিদ
'মলম' ময়ূখ বিধ্বস্ত তারেকের যুক্তির কাছে: অতঃপর পলায়ন!
হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত?
দেশবাসীকে আশ্বস্ত করছি, আমরা বসে নেই: পিনাকী ভট্টাচার্য
৪১ বছর ইমামতি করা ইমামকে রাজকীয় বিদায়
ট্রাম্পের সমর্থকদের মধ্যে বিদেশি কর্মী, ভিসা নিয়ে বিতর্ক
আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
মাদারীপুরের মুখে গামছা বাঁধা অবস্থায় শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ রুখে দিবে: মিজানুর রহমান আজহারী
টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল গেল সৈয়দপুরের দল
আকাশ মণ্ডল থেকে ইরফান, তদন্তে জানা গেলো আসল পরিচয়
পর্তুগালে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন রুশ বিমান প্রধান
প্রকাশ্যে এলো হানি-বাদশার দ্বন্দ্ব, গুরুতর অভিযোগ হানির
বন্ধ হয়ে গেলো গাজার শেষ হাসপাতালটিও
মনমোহন সিংহ,ভারতকে নেতৃত্ব দেওয়া এক সাহসী ও দৃঢ় সংকল্পের নেতা
জনগণের অংশগ্রহণেই নির্ধারিত হবে আমরা আসলে কী চাই : জোনায়েদ সাকি
নাগরিক কমিটির ৩৬ সদস্য বিশিষ্ট ‘নির্বাহী কমিটি’ ঘোষণা
সচিবালয়ের কাগজ ভেবে দুটি ট্রাক আটকালো জনতা
মাত্র সাত মাসেই হাফেজ হলেন ১০ বছরের আব্দুল্লাহ