বেপরোয়া কিশোর গ্যাং
০৯ মে ২০২৩, ১০:৪৩ পিএম | আপডেট: ১০ মে ২০২৩, ১২:০৪ এএম
বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাংয়ের লাগাম টানা যাচ্ছে না। ভয়ঙ্কর অপরাধের পাশাপাশি তুচ্ছ ঘটনায় তারা লিপ্ত হচ্ছে প্রাণঘাতি লড়াইয়ে। এবার নগরীর পাহাড়তলীতে দুই গ্রুপের বিরোধে ঘটলো জোড়া খুনের ঘটনা। সোমবার রাতে কিশোর গ্যাংয়ের গডফাদার হিসাবে পরিচিত এক শ্রমিকলীগ নেতার অফিসে উপর্যপুরি ছুরিকাঘাতে খুন হন দুইজন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুই কিশোর। পাহাড়তলী থানার বিটাক মোড় এলাকায় মেয়েঘটিত বিষয়কে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতা মোহাম্মদ ইলিয়াছের লালিত দুই গ্রুপের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে। জোড়া খুনের পর পালিয়ে যাওয়ার পথে কক্সবাজারের চকোরিয়া থেকে ইলিয়াছকে পাকড়াও করেছে ডিবি পুলিশের একটি টিম। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ইনকিলাবকে জানিয়েছেন খুনের পর রাতভর পরিচালিত অভিযানে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।
অসংখ্য মানুষের সামনে দুই যুবকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন শ্রমিক লীগ নেতা ইলিয়াছের ছত্রছায়ায় এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে উঠে। সাগরিকা শিল্প এলাকায় দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই, জমি দখল, মাস্তানি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মে জড়িত এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই গ্রুপে স্কুল, কলেজ পড়–য়াদের পাশাপাশি শ্রমিক, অটোচালক, বেকার ও বখাটেরাও রয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে তারা নিজেদের মধ্যেও প্রায়ই মারামারিতে লিপ্ত হয়। সোমবার রাতেও তাদের মধ্যে বিরোধের জেরে মারামারি হয়। এরপর দুই পক্ষ ওই শ্রমিকলীগ নেতার অফিসে সমঝোতা বৈঠকে বসে। সেখানেই ঘটে জোড়া খুনের ঘটনা।
নিহতরা হলেন-মোহাম্মদ মাসুম (৩০) ও মোহাম্মদ সজীব (২০)। চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে এই দুইজন মারা গেছেন। এই ঘটনায় ছুরিকাহত হয়ে চমেক হাসপাতালে শিহাব ও মেহেদী নামে দুই ভাই ভর্তি হন। নিহত মোহাম্মদ সজীব স্থানীয় মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটো রিকশা চালক। অপরজন মো. মাসুম, পিতা মো. এবাদুর রহমান। তিনি পেশায় ব্যাটারির মিস্ত্রি। তারা পাহাড়তলীর ভাড়া বাসায় থাকেন।
ঘটনার ব্যাপারে গতকাল মঙ্গলবার নগর পুলিশের কর্মকর্তারা জানান, পাহাড়তলী থানাধীন সাগরিকা বিটাক মোড়ে শ্রমিক লীগ নেতা মো. ইলিয়াসের একটি অফিস আছে। সে অফিসে বসে দুইটি কিশোর গ্রুপকে পরিচালানা করতেন তিনি। দুই গ্রুপের মধ্যে মেয়েঘটিত বিষয় নিয়ে ঝগড়া হলে তিনি উভয় পক্ষকে তার অফিসে ডেকে আনেন। অফিসে উভয় গ্রুপের মধ্যে তর্কাতর্কি শুরু হলে ইলিয়াস বলেন, শালাদের ধরে মার। এ কথা বলার সাথে সাথে কিশোর গ্যাং সদস্য ফয়সাল, বাবু, বিপ্লব, কার্তিকসহ আরো ১০ থেকে ১৫ জন মাসুম এবং সজিবকে এলোপাতাড়ি ছুরি মেরে মারাত্মক আহত করে। পরবর্তীতে চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হতাহতদের বন্ধু পরিচয়দানকারী সাগর জানান, সন্ধ্যার দিকে শিহাব নামে তাদের এক বন্ধু তার বান্ধবীকে নিয়ে সাগরিকা স্টেডিয়াম এলাকায় বেড়াতে গিয়েছিল। এসময় এলাকার তিন ছেলে তাদের ফলো করে। শিহাব তার বান্ধবীকে নিয়ে আটোরিক্সা করে চলে আসার সময় তিন যুবক বিটাক মোড়ে অটোরিক্সাটি আটক করে শিহাবের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। তারা শিহাবকে চড় থাপ্পরও দেয়। শিহাব ঘটনাটি তার বড় ভাই মেহেদীসহ অন্য বন্ধুদের ফোনে জানায়। এপর মেহেদী এসে ওই তিন যুবককে থাপ্পর দেয়। ঘটনার কিছুক্ষণ পর এলাকার ওই শ্রমিক লীগ নেতা শিহাবকে ফোন দিয়ে বিষয়টি সমাধানের জন্য তার অফিসে যেতে বলেন। এসময় শিহাব, তার বড় ভাই মেহেদীসহ তার বন্ধুরা ওই নেতার অফিসে যায়। আগে থেকে ওই তিন যুবকও সেখানে ছিল। তাদের মধ্যে বৈঠক চলাকালে উভয় পক্ষের মারমারি শুরু হয়। এক পর্যায়ে মাসুম ও সবুজ ছুরিকাঘাতে মারাত্মক আহত হন। শিহাব ও তার বড় ভাই মেহেদীও ছুরিকাঘাতে আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। থানার ওসি জানিয়েছেন তারা চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।
নিহত সজীবের পিতা গিয়াস উদ্দিন ছেলের নির্মম হত্যাকা-ের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি বলেন, তার চার ছেলে চার মেয়ের মধ্যে সজীব সবার ছোট। সে ব্যাটারিচালিত রিকশা চালাত। তার ছেলেকে কেন হত্যা করা হয়েছে তিনি কিছুই জানেন না। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে সারাদিন রিক্সা চালায়। যারা আমার ছেলেকে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। নিহত মাসুমের ছোট বোন সুমাইয়া তার ভাই হত্যার কঠোর বিচার দাবি করে বলেন, আমার ভাইকে কোন কারণ ছাড়া হত্যা করা হয়েছে। আমি আমার ভাই হত্যাকারীদের ফাঁসি চাই। সাত ভাই-বোনের মধ্যে মাসুম চতুর্থ। মাসুমের পিতা মো. এবাদুর রহমান বলেন, বিকেল ৪টার দিকে কে বা কারা আমার ছেলেকে ফোন করে নিয়ে যায়। কয়েক বার ফোনে ছেলের সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাকে বলেছে বিটাক মোড়ে কাজে আছে। কিন্তু রাতে শুনি তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমার ছেলে সারাদিন ব্যাটারির দোকানে কাজ করে। রাতে বাসায় ফিরে আসে। আমার নিরাপরাধ ছেলেকে যারা হত্যার করেছে আমি তাদের কঠোর শাস্তি চাই, তাদের ফাঁসি চাই।
এদিকে জোড়া খুনের পর আসামিদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ ও ডিবির টিম। পালিয়ে কক্সবাজার চলে যাওয়ার পথে চকোরিয়া থেকে মামলার প্রধান আসামি মো. ইলিয়াসকে গ্রেফতার করা হয়। এছাড়া ইলিয়াসের আরো সাত সহযোগীকে পাকড়াও করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে জানান থানার ওসি। চট্টগ্রামে দীর্ঘদিন থেকে কিশোর গ্যাংয়ের উৎপাত চলছে। ডাকাতি, দস্যুতা, মাদক ব্যবসা, অস্ত্রবাজি, ধর্ষণ, খুনসহ নানা ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে এসব গ্যাংয়ের সদস্যরা। এসব গ্রুপের কাছে এলাকার মানুষ রীতিমত জিম্মি। রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, ক্যাডার ও মাস্তানদের প্রত্যক্ষ মদদে এসব অপরাধী চক্র বেপরোয়া হয়ে উঠে। র্যাব-পুলিশের অভিযানে প্রায় কিশোর অপরাধীরা ধরা পড়লেও তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
৬ জন রিমান্ডে : জোড়া খুনের ঘটনায় গ্রেফতার আটজনের মধ্যে একজন আদালতে জবানবন্দি দিয়েছেন। আর ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ডে নেয়া হয়েছে। পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় নিহত মাসুমের ভাই মুনির হোসেন বাদী হয়ে এজাহারনামীয় ১৮ জনসহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা রুজু করেন। ঘটনার পর পুলিশ আটজনকে গ্রেফতার করেন। তারা হলেন- কার্তিক বনিক ওরফে আবদুর রহিম (২৯), বিপ্লব মল্লিক ওরফে মো. বিপ্লব (২৮), রবিউল ইসলাম (২০), রায়হান উদ্দিন (১৯), মো. শামীম (২৮), সাগর দাস (২০), রবিউল হাসান হৃদয় (১৬) ও মো. ইলিয়াস মিটু (৪৫)। তাদের মধ্যে হৃদয় কিশোর হওয়ায় তাকে রিমান্ডের আবেদন করা হয়নি। অন্যদিকে রবিউল ইসলাম ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান থানার ওসি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সদরপুরে হেরোইনসহ দুই যুবক আটক
নিউইয়র্কে কারাগারে বন্দি হত্যার ভিডিও প্রকাশ, তদন্ত শুরু
জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়-হারুনুর রশিদ
সড়ক দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু
'মলম' ময়ূখ বিধ্বস্ত তারেকের যুক্তির কাছে: অতঃপর পলায়ন!
হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত?
দেশবাসীকে আশ্বস্ত করছি, আমরা বসে নেই: পিনাকী ভট্টাচার্য
৪১ বছর ইমামতি করা ইমামকে রাজকীয় বিদায়
ট্রাম্পের সমর্থকদের মধ্যে বিদেশি কর্মী, ভিসা নিয়ে বিতর্ক
আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
মাদারীপুরের মুখে গামছা বাঁধা অবস্থায় শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ রুখে দিবে: মিজানুর রহমান আজহারী
টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল গেল সৈয়দপুরের দল
আকাশ মণ্ডল থেকে ইরফান, তদন্তে জানা গেলো আসল পরিচয়
পর্তুগালে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন রুশ বিমান প্রধান
প্রকাশ্যে এলো হানি-বাদশার দ্বন্দ্ব, গুরুতর অভিযোগ হানির
বন্ধ হয়ে গেলো গাজার শেষ হাসপাতালটিও
মনমোহন সিংহ,ভারতকে নেতৃত্ব দেওয়া এক সাহসী ও দৃঢ় সংকল্পের নেতা
জনগণের অংশগ্রহণেই নির্ধারিত হবে আমরা আসলে কী চাই : জোনায়েদ সাকি